প্রযুক্তি

বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা ও পড়ার খরচ

আমাদের অনেকের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে মেডিকেলে পড়ে দেশের জনগনের সেবা করার । কিন্তু সরকারি মেডিকেলগুলিতে আসন সংখ্যা কম থাকায় অনেকের মেধা থাকলেও ভর্তি হতে পারে না। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে বেসরকারি মেডিকেল কলেজ বেছে নিতে হয়।

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটিতে বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা ,বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা ,বেসরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করব । আশা করি এই আর্টিকেলটি পড়ে বেসরকারি মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত ধারনা পেয়ে যাবেন।

বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা ও পড়ার খরচ (1)
বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা ও পড়ার খরচ

বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা

বাংলাদেশে প্রতি বছর সরকারি মেডিকেল কলেজগুলির পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও গবেষণা ঘাটতি পূরণের লক্ষ্যে বেসরকারি মেডিকেল কলেজগুলি তাল মিলিয়ে ছাত্র ছাত্রী ভর্তি করে থাকে । বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকায় প্রথম স্থানে আছে বাংলাদেশ মেডিকেল কলেজ ।এই মেডিকেল কলেজটি ঢাকা ধানমন্ডিতে অবস্থিত। চিকিৎসা সেবা ও ভাল মেধাবী শিক্ষার্থীর তৈরির জন্য বাংলাদেশ সরকার ১৯৮৬ সালে পূর্ণাঙগ মেডিকেল কলেজ হিসেবে স্বীকৃতি প্রদান করে।

private medical colleges list in bangladesh
private medical colleges list in bangladesh

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা

বাংলাদেশ মেডিকেল কলেজ ছাড়াও বেসরকারি মেডিকেল কলেজের তালিকায় ছোট বড় সব মিলিয়ে প্রায় বর্তমানে ৭০টি মেডিকেল কলেজ আছে। দেশের চিকিৎ খাতে দেশীয় চিকিৎসকের চাহিদার সাথে তাল মিলিয়ে প্রতি বছর প্রতি বছরই নতুন নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। একটি রেশিয় দেখলে আপনাদের ধারনা আর একটু পরিষ্কার হবে। ২০১৩ সালে বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজের তালিকা সংখ্যায় ছিল ৬৫টি । এর কয়েক বছর পর এই তালিকা সংখ্যা দাড়ায় ৭০ এ।

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- ঢাকা বিভাগ:

  • বাংলাদেশ মেডিকেল কলেজ
  • আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ
  • আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ
  • বিক্রমপুর Bhuiyans মেডিকেল কলেজ
  • সিটি মেডিকেল কলেজ
  • ডেল্টা মেডিকেল কলেজ
  • ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
  • ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ
  • ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ

  • ড: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ
  • ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ
  • নর্দার্ন মেডিকেল কলেজ
  • এনাম মেডিকেল কলেজ
  • ফরিদপুর ডায়বেটিক এসিশিয়েশন মেডিকেল কলেজ
  • গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ
  • ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস
  • গ্রিন লাইফ মেডিকেল কলেজ
  • হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ
  • ইবনে সিনা মেডিকেল কলেজ

  • ইব্রাহিম মেডিকেল কলেজ
  • ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
  • জহরুল ইসলাম মেডিকেল কলেজ
  • কুমুদীনী ওমেন্স মেডিকেল কলেজ
  • মার্কস মেডিকেল কলেজ
  • মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল
  • এম.এইস সমরিতা মেডিকেল কলেজ
  • মুন্নু মেডিকেল কলেজ
  • নাইটিঙ্গেল মেডিকেল কলেজ

  • নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
  • পপুলার মেডিকেল কলেজ
  • শাহাবুদ্দীন মেডিকেল কলেজ
  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ
  • তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ
  • উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
  • জয়নুল হক সিকদার মহিলা মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- রাজশাহী বিভাগ:

  • বারিন্দ মেডিকেল কলেজ
  • ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ
  • খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ
  • নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ
  • শাহ মখদুম মেডিকেল কলেজ
  • টি.এম.এস.এস. মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- চট্টগ্রাম বিভাগ:

  • বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (USTC)
  • সাউদার্ন মেডিকেল কলেজ
  • বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ
  • সেন্ট্রাল মেডিকেল কলেজ
  • চট্টগ্রাম মা ও শিশু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়
  • ইস্টার্ন মেডিকেল কলেজ
  • ময়নামতি মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- ময়মনসিংহ বিভাগ:

  • কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ
  • জহুরল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর কিশোরগঞ্জ
  • প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- খুলনা বিভাগ: 

  • আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ
  • গাজী মেডিকেল কলেজ
  • খুলনা সিটি মেডিকেল কলেজ
  • যশোর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- বরিশাল বিভাগ:

  • সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- সিলেট বিভাগ:

  • জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ
  • নর্থ ইস্ট মেডিকেল কলেজ
  • পার্কভিউ মেডিকেল কলেজ
  • সিলেট উইমেন্স মেডিকেল
  • সামাদ রহমান উইমেন্স রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- রংপুর বিভাগ:

  • প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল
  • রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ
  • নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল
  • কছির উদ্দিন মেমরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল
  • রংপুর ডেন্টাল কলেজ
  • রংপুর আর্মি মেডিকেল কলেজ

বেসরকারি মেডিকেল কলেজের তালিকা- মিলিটারি মেডিকেল কলেজ:

  • Armed Forces Medical College (AFMC) 
  • Army Medical College Bogra (AMC)
  • Army Medical College Chittagong (AMC) 
  • Army Medical College Comilla (AMC)  
  • Army medical college Jessore (AMC)
  • Army medical college Rangpur (AMC)  

বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ তালিকা

নিচে বেসরকারি ডেন্টাল মেডিকেল কলেজের তালিকা দেওয়া হলঃ

  • পাইওনিয়ার ডেন্টাল কলেজ
  • ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ
  • সিটি ডেন্টাল কলেজ
  • বাংলাদেশ ডেন্টাল কলেজ
  • সাপ্পোরো ডেন্টাল কলেজ এসডিসি
  • রংপুর ডেন্টাল কলেজ
  • চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ
  • আপডেট ডেন্টাল কলেজ
  • উদয়ন ডেন্টাল কলেজ, রাজশাহী
  • সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ
  • মেন্ডি ডেন্টাল কলেজ
  • সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ
  • গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট

  • মার্কস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট
  • এমএইচ শমরিতা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট
  • কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট
  • টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট
  • ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট
  • কমিউনিটি বেজড মেডিকেল কলেজ,
  • ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট

  • ডেলটা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট
  • ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট
  • নর্থ ইস্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট
  • ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট
  • খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট

আরও পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা এবং আবেদনের নিয়ম

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা

বাংলাদেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে একযুগে পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষাটি ১০০ নম্বরের এমসিকিউ তে নেয়া হয়ে থাকে । এই পরীক্ষার নম্বর, এস এস সি ও এইচ এস সি পয়েন্ট এর উপর ভিত্তি করে মেধাতালিকা প্রকাশ করা হয়ে থাকে।

ভর্তি পরীক্ষার নাম্বার =১০০

এইচ এস সি পয়েন্ট নাম্বার = ৫*২৫=১২৫

এস এস সি পয়েন্ট নাম্বার =৫*১৫=৭৫

মোট ৩০০ নাম্বারের ভিতর মেধাক্রম অনুসারে প্রথমে সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তি করানো হয়ে থাকে । এরপর বেসরকারি মেডিকেল কলেজগুলি তাদের শর্তানুযায়ী শিক্ষার্থী ভর্তি করে থাকে। এক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা হিসেবে এম সি কিউ পরীক্ষায় নূন্যতম ৪০ নাম্বার পেতে হবে। অর্থাৎ যে সকল লিখিত ভর্তি পরীক্ষার ১০০ নাম্বারের মধ্যে ৪০ বা তার বেশি নাম্বার পাবে তারাই কেবল বেসরকারি মেডিক কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজেগুলি সরকারি মেডিকেলে চান্স না পাওয়া শিক্ষার্থীর প্রথম তালিকা থেকে ভর্তি করে থাকে।

বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা

সাদা এপ্রোন পরে আপনারা যারা মানবসেবায় নিয়োজিত হতে চান তাদের মেডিকেল কলেজের আসন সংখ্যা সম্পর্কে সঠিক ধারনা থাকা জরুরি । সরকারি মেডিকেল কলেজে যেমন আসন সংখ্যা সীমিত তেমনি বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা নির্ধারিত । তাই কোন বেসরকারি মেডিকেল কলেজ চাইলেও তাদের আসনে চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। গত বছর বেসরকারি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ছিল ৬৪৫২ টি এবং বেসরকারি ডেন্টাল মেডিকেল কলেজের আসন সংখ্যা ছিল ৪৬৫টি । প্রত্যেক বছর প্রায় প্রতিটি মেডিকেল কলেজে কিছু আসন সংখ্যা বাড়ানো হয়ে থাকে। তাই এ বছরও আসন সংখ্যা বাড়বে । আপনারা যারা সরকারি -বেসরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে ইচ্ছুক তাদের আসনের কথা মাথায় রেখে মেডিকেল কলেজের প্রিপারেশন নেয়া উচিত।

আরও পড়ুনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা ও আবেদনের নিয়ম

বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

সাধারনত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত মেডিল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কয়েক দিন পরই বেসরকারি মেডেকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। যেহেতু এখনো মেডিকেলে কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় নি , সেক্ষত্রে বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২২৩ প্রকাশিত হয় নি। ভর্তি পরীক্ষার পরপরই প্রতিটি মেডিকেল কলেজ তাদের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে । আর আপনি যদি বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকায় প্রথম সারিতে থাকা মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি হতে চান ভর্তি তথ্য আপডেট পেতে https://bmc-bd.org এই ওয়েবসাইটি ভিজিট করতে পারেন।

বেসরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পূর্বে যে বিষয়টি সবার আগে উঠে আসে তা হল বছরে বেসরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ কত হতে পারে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দেয়ে অনেক কষ্টসাধ্য । কারন এটি কলেজ ,স্থান ও ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। তাছাড়াও বছরে বছরে নতুন নতুন নীতিমালা নির্ধারন হয় ও দ্রব্যমূল্যের উর্ধবগ্রতির হিসেব করতে হয়।

গত বছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মোট প্রদেয় হচ্ছে ২২ লাখ ৮০ হাজার টাকা। এটা ভব্যিষতে সামনের বছরগুলোতে বাড়তেও পারে।

এর মধ্যে ১৬ লাখ ২০হাজার টাকা এডমিশন ফি । ১ লাখ ৮০ হাজার টাকা ইন্টার্নি ফি যা সকল শিক্ষার্থীকে ইন্টার্নিশিপের সময় মাসিক ১৫ হাজার টাকা করে ফেরত দেয়া হয় । এক্ষেত্রে একাকালীন বেসরকারি মেডিকেল কলেজে খরচ হবে ১৬,২০,০০০+ ১৮০,০০০ = ১৮,০০,০০০টাকা অর্থাৎ মোট ১৮ লাখ টাকা ভর্তির সময় একালীন দিতে হয়। কোন কোন কলেজে ভর্তির পুরো টাকা একত্রে না দিয়ে কিস্তিতে দেয়ার সুবিধা আছে। তাই যে কলেজ এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা পূর্বেই জেনে নিতে হবে। আপনি যদি এককালীন ১৮ লাখ টাকা পরিশোধ করতে না পারেন তাহলে কিস্তিতে দিতে পারবেন ।

এখন আমারা জেনে নিব বেসরকারি মেডিকেল কলেজের বেতন ও আনুসাঙ্গিক খরচ সম্পর্কে। বেসরকারি মেডিকেল কলেজের বেতন প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা হয়ে থাকে। এছাড়াও সেশন চার্জ ৮০হাজার থেকে ১ লাখ টাকা।

এরপর আসে থাকা ,খাওয়া ও হাত খরচের হিসাব । এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর । তবে আপনি যদি সব মিলিয়ে ১০হাজার টাকা নূন্যতম মাসিক খরচ ধরনে তাহলে ৫ বছরে ৬ লাখ টাকা লাগবে।

প্রথম বর্ষে কঙ্কাল কিনতে খরচ হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা । এরপর বিভিন্ন বইপত্র , খাতা ও শীট নিয়ে আরও কিছু খরচ হয়। সাধারনত বইগুলোর দাম ২০০০থেকে ২৫০০টাকার মত হয়ে থাকে। এছাড়াও আরও অনেক ইন্সটুমেন্ট আছে ।

সব মিলিয়ে একজন শিক্ষার্থী কোন প্রকার ঝামেলা ছাড়া নিয়মিত পাস করে বের হতে বেসরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ ৩৫ থেকে ৪০ লাখ টাকা হবে ।

তাই একজন শিক্ষার্থীর পরিবার যদি ৫ বছরে ৩৫থেকে ৪০ লাখ টাকার সাপোর্ট দিতে পারে তবে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সিদ্ধান্ত নিতে পারে ।

মন্তব্যঃ

আজকের এই আর্টিকেলটিতে বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি । সেই সাথে বেসরকারি মেডিকেল কলেজের খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি । এছাড়াও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা ,বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা,বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি । আশা করি আজাকের পোষ্টটি আপনাদের ডাক্তার হওয়ার জন্য অনেক উপকারে আসবে।

 আজকের এই পোষ্টি যদি ভাল লেগে থাকে তাহলে বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা নিয়ে আরও কিছু জানার ও মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে কেমন্ট করুন ।আমরা আপনাদের সাথে দ্রুত সময়ে যোগাযোগ করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button