পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক (সৌদি,দুবাই ও কাতার) করুন

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক: বিদেশ গ্রমনের পূর্বে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে ভিসা সংক্রান্ত সকল প্রকার জামেলা এড়ানো সম্ভব হয়। আর এই ভিসা চেক করার মাধ্যমে ভিসার সকল প্রকার আপডেট তথ্য পাওয়া যায়। কিন্তু আমাদের মাঝে অনেকে জানে না কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়।
তাই আজকের এই আর্টিকেলটিতে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা সম্পর্কে বিস্তারিত জানাব।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
প্রত্যেক বছর আমাদের দেশ থেকে বিভিন্ন কাজের জন্য প্রচুর লোক বিদেশ গ্রমন করেন । আর এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের বৈধ উপায় হচ্ছে পাসপোর্ট ও ভিসা । বিদেশের যাওয়ার পূর্বে ভিসা চেক করে নিতে হবে। কেননা অনেক দালাল টাকা নিয়ে সঠিকভাবে ভিসা প্রসেস করে দেয় না। ভিসা চেক হল একটি সহজ প্রদ্ধতি ।
আপনি ঘরে বসেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিতে পারবেন । ভিসা চেক করার জন্য আপনার পাসপোর্টটি বৈধ হতে হবে। তাহলেই কেবল আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার উপকারিতা
ভিসা হচ্ছে এমন একটি সিলমোহর যা পাসপোর্ট এর পাতায় লাগানো থাকে ।যে কোন দেশের প্রবেশের অনুমতিপত্র হল এই ভিসা । তাইআপনি যদি বিদেশে কাজ করার বা ভ্রমন করতে যেতে চান তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিতে হবে কেননা কিছু অসাধু দালাল আপনাকে ভুয়া ভিসা দিতে পারে ।এর ফলে আপনি বিপদে পরতে পারেন।
তাই যে কোন দেশে ভ্রমণের যেতে চাইলে প্রথমে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক কর নিতে হবে। এই আর্টিকেলে এই সম্পর্কে বিস্তারিত জানাব। চলুন তাহলে শুরু করি।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
ধাপঃ ১
সৌদি আরবের ভিসা চেক করার জন্য সর্বপ্রথম এই https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।ওয়েবসাইটিতে প্রবেশের পর আপনি নিচের ফর্মের মত একটি ফর্ম দেখতে পারবেন।

ধাপঃ২ফর্মটির Search By অপশন থেকে Passport Information অপশন সিলেক্ট করুন।
ধাপঃ৩ Search By অপশন থেকে Passport Information অপশন সিলেক্ট করার পর Select the Type অপশন থেকে Visa সিলেক্ট করুন।
ধাপঃ৪ এরপর Passport Number : এখানে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
ধাপঃ৫ Passport Number অপশনে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
ধাপঃ৬ Passport Expiry Date অপশনে আপনার পাসপোর্ট মেয়দ শেষ কবে হবে তা লিখুন।
ধাপঃ৭ Nationality আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করুন অন্যথায় আপনার নিজ দেশের নাম সিলেক্ট করতে হবে ।
উপরের সবগুলি ধাপ সঠিকভাবে পূরণ করার পর ভাল করে চেক করে নিন। সব ইনফরমেশন ঠিক থাকলে I am a robot অপশনের ক্যাপচা পূ্রন করুন।
ধাপঃ৮ সবশেষে Search অপশনে ক্লিক করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার এই নিয়মে আপনার সকল তথ্য গুলো পেয়ে যাবেন । এভাবেই আপনি আপনার ভিসাটি চেক করে নিতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
আপনি যদি দুবাই ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে পাসপোর্ট দিয়ে দুবাই ভিসা চেক করে নিতে হবে । দুবাই ভিসা চেক করার জন্য নিচের ধাপগুলি অনুসরন করুন।
ধাপঃ১ দুবাই ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে এই https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটিতে প্রবেশের পর নিচে ফর্মের মত একটি ফর্ম দেখতে পারবেন।

পরবর্তী ধাপগুলোতে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার উপায়গুলি দেখানো হবে।
ধাপঃ২ Passport Number : এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
ধাপঃ৩ Current Nationality : এর পর আপনার নিজ দেশের নাম সিলেক্ট করুন।
ধাপঃ৪Visa Type : আপনি যে কাজের জন্য ভিসা লাগিয়েছেন তা সিলেক্ট করুন।
ধাপঃ৫ Visa Issuing Authority : আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে রাজধানী ঢাকা সিলেক্ট করুন।
ধাপঃ৬ Image Code : উপরের তথ্য দেয়া হলে ছবিতে দেয়া ক্যাপচা কোড দিয়ে পূরণ করুন ।
ধাপঃ৭ এখন Search অপশনে ক্লিক করলেই আপনি আপনার ভিসা চেক করে নিতে পারবেন।
ধাপঃ৮ সবশেষে Search অপশনে ক্লিক করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম সকল তথ্য গুলো পেয়ে যাবেন । এভাবেই আপনি আপনার ভিসাটি চেক করে নিতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
আমাদের দেশ থেকে প্রতি বছর কাজের জন্য কাতারে যাচ্ছেন । কিন্তু দালালের কারনে বিভিন্ন সময় ভিসা নিয়ে জামেলাতে পরতে হয় । এই জামেলা এড়াতে আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করে নেন তাহলে আপনার সুবিধা হবে। আর পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে আপনি নিচে প্রদ্ধতি অনুসরন করতে পারেন । এতে আপনি অতি সহজেই আপনার ভিসার আপডেট তথ্য পেয়ে যাবেন। চলুন তাহলে কিভাবে ভিসা চেক করবেন প্রদ্ধতি জেনে নেই।
ধাপঃ১ প্রথমে আপনাকে এই ওয়েবসাইটিতে https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/enquiryandprinting প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটিতে প্রবেশের পর নিচের ফর্মের মত একটি ফর্ম পেয়ে যাবেন ।

এই ফর্মটি আমাদেরর নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে।
ধাপঃ২ এরপর ফর্মটির Visa & Passport Numberঅপশন থেকে Passport Number সিলেক্ট করুন ।
ধাপঃ৩ সিলেক্ট করার পর Passport Number অপশনে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
ধাপঃ৪ আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে Nationality অপশনে বাংলাদেশ সিলেক্ট করুন। আর যদি অন্য কোন দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার সেই দেশের নাম সিলেক্ট করুন ।
ধাপঃ৫ আপনার সব তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে আপনি ক্যাপচাটি পূরণ করুন ।
ধাপঃ ৬ ক্যাপচা পূরণ করা হলে আপনি Submit অপশনে ক্লিক করলে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক হয়ে যাবে।
- আরও পড়ুনঃ সৌদি আরবের কোম্পানি ভিসা নতুন আপডেট
মন্তব্যঃ
আজকের আর্টিকেলে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানলাম । এভাবে আপনারা সব দেশের ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন।বর্তমানে অনলাইনে সব ধরনের খবর পাওয়া যাচ্ছে তাই কারো কোন কথা বিশ্বাস করার আগে অবশ্যই অনলাইনে এর সত্যতা যাছাই করে নিতে পারেন ।
আর পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার সম্পর্কে কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন আমারা আপনার সকল প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব এবং এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের বা পরিচিতদের সাথে শেয়ার করবেন।