প্রযুক্তি

অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করুন | GAMCA Medical Report Check Online Bangladesh

আসসালামু আলাইকুম বন্ধুরা । কিভাবে অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক (GAMCA Medical Report Check Online) করবেন, সে বিষয়ে লিখেছি। বর্তমানে আমাদের অনেকে মধ্যপাচ্যের দেশগুলোতে যেতে ইচ্ছুক ।

GAMCA Medical Report Check Online Bangladesh

GAMCA Medical Report Check Online Bangladesh অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করুন
অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করুন (GAMCA Medical Report Check Online Bangladesh)

মধ্যপাচ্যের দেশগুলো যাওয়ার আগে আমাদের গামকা মেডিকেল রিপোর্টটি চেক  করতে হয়। কিন্তু আমরা অনেকে জানি না কি ভাবে ঘরে বসেই আমাদের মেডিকেল রিপোর্ট  চেক করতে পারি। আজকে আমি আপনাদের এই সম্পর্কে বিস্তারিত জানাবো।

গামকা মেডিকেল রিপোর্ট কী?

গামকা মেডিকেল রিপোর্ট চেক করার আগে সর্বপ্রথম জেনে নেই গামাকা মেডিকেল রিপোর্ট কি ।মধ্যপাচ্যের ১৬ টি দেশের মধ্যে সৌদি আরব, কাতার ,কুয়েত, সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন এবংওমান দেশগামী যাত্রীদের যেতে যে মেডিকেল রিপোর্ট লাগে তাকেই মূলত গামকা মেডিকেল রিপোর্ট বলা হয়ে থাকে।গামকা এর পূর্ণরুপ হচ্ছে গালফ কো–অপারেশন কাউন্সিল অ্যাপ্রুভড মেডিকেল সেন্টারস অ্যাসোসিয়েশন ।এই অ্যাসোসিয়েশনটি গামকা মেডিকেল রিপোর্ট স্লিপ,গামকা মেডিকেল রিপোর্ট ও গামকা মেডিকেল রিপোর্ট এর সার্টিফিকেট দিয়ে থাকে।

গামকা মেডিকেল রিপোর্ট কোথায় টেস্ট করাবেন?

আপনি যদি অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে স্বশরীরে গামকা গালফ স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত মেডিকেল থেকে টেস্ট করাতে হবে।বাংলাদেশের ঢাকায় গামকা অনুমোদিত মেডিকেল রয়েছে মোট ২৬ টি, সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগে যথাক্রমে ৩ টি ও ৪টি গামকা অনুমোদিত মেডিকেল রয়েছে। এই তিনটি বিভাগের শহরের লোক ব্যতিত যারা বিদেশ যেতে চান  তাদের সবাইকে ঢাকা এসে স্বাস্থ্যপরীক্ষা করতে হবে।ঢাকার গুলশান -২ নম্বরে গামকার কার্যালয় অবস্থিত । আপনাকে এখান থেকেই গামকা রিপোর্ট এর স্লিপ সংগ্রহ করতে হবে।

গামকা অনুমোদিত মেডিকেল সেন্টারগুলিতে প্রচুর পরিমাণে ভিড় হয় সেক্ষেত্রে আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে আপনাকে স্লিপটি সংগ্রহ করতে হবে। এই স্লিপ হাতে পাওয়া থেকে শুরু করে আপনার রিপোর্ট পেতে এক সপ্তাহ বা আরও বেশি সময় লেগে যেতে পারে।

আপনি যখন আপনার মেডিকেল স্লিপ সংগ্রহ করবেন তখন ভাল করে দেখে নিবেন আপনি যে দেশে যেতে চান সে দেশের নাম আছে কী না? তাছাড়াও আপনার জাতীয়তা , পাসপোর্ট নম্বর , বয়স এবং পাসপোর্টটির মেয়াদ সেখানে উল্লেখ আছে কী না। আপনি যদি চান গামকা অনুমোদিত মেডিকেলগুলোর যে কোন একটি মেডিকেল থেকে স্লিপ সংগ্রহ করে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নিয়ে আপনার গামকা মেডিকেল রিপোর্ট অনলাইন চেক করে নিতে পারবেন।

গামকা মেডিকাল রিপোর্ট চেক করতে কি কি কাগজপত্র লাগে ?

উপররে আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলদেশের কোথায় কোথায় গামকা মেডিকেল রিপোর্ট চেক করা যায়। আসুন এখন আমরা জেনে নিই গামকা মেডিকেল রিপোর্ট চেক অনলাইন করতে কি কি কাগজপত্র লাগে। গামকা মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আপনাকে  জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,পাসপোর্ট এর ফটোকপি, ভিসার ফটোকপি ও নাগরিক সনদপত্র নিয়ে যেতে হবে।

গামকা অনুমোদিত মেডিকেলের ঠিকানা ও ফোন নম্বর

ঢাকা বিভাগঃ

ঠিকানাঃ হাউস নং 4এ, রোড নং 94, গুলশান-২, ঢাকা 1212
ফোনঃ 01992-233545

সিলেট বিভাগঃ

ঠিকানা: হোটেল পলাশ বিল্ডিং, বিমানবন্দর সড়ক, সিলেট 3100
ফোন: 0821-725822

চট্টগ্রাম বিভাগঃ
ঠিকানা: গামকা চট্টগ্রাম, 402/A, M.M. আলী রোড, ওয়াসা সার্কেল, লালখান বাজার, চট্টগ্রাম
ফোনঃ 01309-009030

গামকা মেডিকেল রিপোর্ট করতে কত টাকা লাগে ?

আমাদের সবার মনে একটি সাধারন প্রশ্ন জাগে যে গামকা মেডিকেল রিপোর্ট করতে কত টাকা লাগে ।আপনি যদি বিদেশি টাকার মাধ্যমে হিসেব করেন তাহলে বলব আপনার গামকা মেডিকেল রিপোর্ট করতে ৮০ ডলার বা তার চেয়ে একটু বেশি টাকা লাগে যা বাংলাদেশি টাকার ৮০০০-১০,০০০ টাকার মত লাগবে।

জিসিসি গামকা মেডিকেল রিপোর্ট চেক অনলাইন

আপনি যদি অনলাইনে  গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম নিচের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। https://v2.gcchmc.org/medical-status-search/ ওয়েবসাইটে প্রবেশের পর আপনি আপনার গামকা মেডিকেল রিপোর্টি দুইভাবে চেক করতে পারবেন ।

পাসপোর্টআইডি কার্ড এবং স্লিপ দিয়ে গামকা মেডিকেল রিপোর্ট চেক করুন
পাসপোর্ট,আইডি কার্ড এবং স্লিপ দিয়ে গামকা মেডিকেল রিপোর্ট চেক করুন

প্রথমত আপনি আপনার মেডিকেল প্রদত্ত স্লিপ দিয়ে চেক করতে পারবেন অন্যদিকে আপনি আপনার পাসপোর্ট নম্বর এবং আইডি নম্বর দিয়ে চেক করতে পারবেন। আপনি যদি আপনার রিপোর্টি পাসপোর্ট নম্বর ও আইডি নম্বর দিয়ে চেক করতে চান তাহলে নিন্মোক্ত প্রদ্ধতি অবলম্বন করতে হবে।

ধাপঃ১ সর্বপ্রথম আপনি এই ওয়েবসাইটিতে প্রবেশ করুন https://v2।gcchmc।org/medical-status-search/
ধাপঃ২ ওয়েবসাইটিতে প্রবেশের পর মেডিকেল রিপোর্ট চেক অপশনে ক্লিক করুন।
ধাপঃ৩ মেডিকেল রিপোর্ট চেক অপশনে ক্লিক করার পর আপনি এবার একটি খালি ফ্রম দেখতে পারবেন।
ধাপঃ৪ এবার আপনি আপনার পাসপোর্ট নাম্বার অথবা জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে খালি ঘরটি পূরণ করুন।
ধাপঃ৫ আপনি আপনার জাতীয়তা নির্বাচন করুন।
ধাপঃ৬ আপনাকে দেয়া ক্যাপচা কোডটি সঠিকভাবে প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনার রিপোর্টে সাধারণত দুই ধরনের ফলাফল আসতে পারে । আপনি যদি মেডিকেল টেস্টে নির্বাচিত হন তাহলে সবুজ কালি দিয়ে লেখা Fitলেখাটি দেখতে পারবেন অথবা আপনি যদি মেডিকেল টেস্টে নির্বাচিত না হন তাহলে Unfit লেখটি দেখতে পারবেন।

প্রধানত ব্লাড টেস্ট,এক্স-রে ও ফিজিক্যাল টেস্ট নামক এই তিনটি টেস্ট করানো হয়ে থাকে। আপনার টেস্টের রিপোর্টে যদি এইচ আইভি ,জন্ডিস, এলার্জি ,শ্বাসকষ্ট ও হার্টের মারাত্মক সমস্যা থাকে তাহলে আপনার মেডিকেল রিপোর্টি Unfit আসবে। আপনি চাইলে আপনার মেডিকেল রিপোর্ট ডাউনলোড করে আপনার কাছে সংরক্ষণ করে রাখতে পারবেন।

গামকা মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে ?

যে কোন মেডিকেল রিপোর্ট এর একটি নির্দিষ্ট মেয়াদ থাকে । কেননা আপনার কোন ধরনের অসুখ ধরা পরলে আপনি যদি কোন চিকিৎসা নেন তাহলে আপনার রোগের পরিমাণ কমবে । আবার রোগ ধরা পরার পর যদি কোন চিকিৎসা না নেন তাহলে আপনার রোগটি আস্তে আস্তে বেড়ে যাবে।

তেমনিভাবে গামকা মেডিকেল রিপোর্ট করা পর একটা নির্দিষ্ট সময় থাকে । এই সময়ের মধ্যে আপনাকে আপনার বিদেশ যাওয়ার সকল কাজসম্পন্ন করতে হবে। গামকা মেডিকেল রিপোর্ট করার পর এবার আপনাকে জানতে হবে এই রিপোর্ট মেয়াদ কতদিন থাকে ।সাধারনত আপনার গামকা মেডিকেল রিপোর্টের মেয়াদ কমপক্ষে ৯০দিন বা ৩ মাস সময় থাকে।

গামকা মেডিকেল আনফিট হলে কি করনীয়?

গামকা মেডিকেল রিপোর্টে চেক আপনি যদি কোন কারনে আনফিট হন তাহলে আপনার মেডিকেল রিপোর্টটি অনলাইনে আনফিটই থাকবে। এক্ষেত্রে আপনি পুনরায় ৩ মাস পর মেডিকেল স্লিপ তুলে পুনরায় মেডিকেল রিপোর্ট করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকে আনফিট হওয়ার পর নতুন করে পাসপোর্ট করে পুনরায় মেডিকেল রিপোর্ট করেন।এতে করে আপনার নতুন পাসপোর্টের সাথে পুরাতন পাসপোর্ট সংযুক্ত হয়।

যখন মেডিকেল সেন্টার গুলি পুরাতন পাসপোর্ট নম্বর দেখে তখন তারা আপনার পূর্বের রিপোর্টটি চেক করে দেখে। এ কাজগুলি খুব কম মেডিকেল করে থাকে ,যদি কোন ইমার্জেন্সি কারনে পুনরায় পাসপোর্ট করতে হয় তাহলে আপনি মেডিকেল সেন্টার সাথে কথা বলে নিতে পারেন ।

আর ভিসা স্ট্যাম্পিং এর সময়ও এ্যাম্বাসি পূর্বের পাসপোর্ট নম্বর দেখে এজন্য অনেকে কন্টাক মেডিকেল ও কন্টাক ভিসা স্ট্যাম্পিং করে থাকেন। আপনার যদি অনেক ইমার্জেন্সি না হয় তাহলে ৩ মাস অপেক্ষা করে পুনরায় মেডিকেল করবেন । এরপর যদি আপনার মেডিকেল রিপোর্ট ফিট আসে আপনার পূর্বের রিপোর্ট অনলাইন থেকে চলে যাবে আর নতুন রিপোর্ট ফিট হিসেবে অনলাইনে দেখবে।

মেডিকেল রিপোর্ট চেক

এক দেশ থেকে অন্য দেশে কাজের জন্য যেতে হলে মেডিকেল রিপোর্ট চেক করার মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হয়ে । আপনি যদি অসুস্থ থাকেন তাহলে বিদেশে কাজ করার জন্য কোন দেশ অনুমতি দিবে না। তাই আপনারা যারা বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক অব্যশই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন । আপনাকে কাজ করার জন্য তৈরি করুন । তাহলে মেডিকেল রিপোর্ট চেক করার সময় আপনার রিপোর্ট ফিট আসবে। আপনি অতি সহজেই আপনার কাঙ্খিত দেশে যেতে পারবেন।

FAQS:অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক সংক্রান্ত আরও কিছু প্রশ্নঃ

মেডিকেল রিপোর্ট চেক সৌদি করতে কি কি কাগজ পত্র লাগে ?

সৌদি মেডিকেল রিপোর্ট করার জন্য আপনার   জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,পাসপোর্ট কার্ডের ফটোকপি , ভিসার ফটোকপি ও নাগরিক সনদপত্র লাগবে ।
আপনাকে স্বশরীরে মেডিকেল করার পর আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বর বা মেডিকেল স্লিপ দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন ।

জিসিসি মেডিকেল রিপোর্ট চেক কিভাবে করবেন ?

আমাদের মাঝে অনেকে জানে না পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করা যায়।
আপনি জিসিসি মেডিকেল রিপোর্ট পাসপোর্ট বা মেডিকেল স্লিপ দিয়ে চেক করতে পারবেন।

Passport medical report check online কি ?

বিদেশের যাওয়ার পূর্বে মেডিকেল এ ফিট থাকতে হয়। আর Passport medical report check online করার মাধ্যেমে আপনি বিদেশে যাওয়ার জন্য ফিট না আনফিট তা জানতে পারবেন।

শেষকথাঃ

উপোক্ত আলোচনা থেকে আমরা সহজে বুজতে পারলাম কিভাবে গামকা মেডিকেল রিপোর্ট চেক অনলাইন করবেন ।যদি কোন কারনে আপনার মেডিকেল রিপোর্ট আনফিট আসে তাহলে যে সমস্যার কারনে আপনার মেডিকেল রিপোর্ট আনফিট আসছিল সে সমস্যার জন্য চিকিৎসা নিয়ে পুনরায় মেডিকেল করবেন। আর ছোটখাটো সমস্যা হলে মেডিকেল সেন্টার আপনাকে আবার টেস্টের জন্য ডাকবে । তাই আপনি মেডিকেল এর সাথে সবসময় যোগাযোগ রাখুন। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button