প্রযুক্তি

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩[ অনলাইনে আবেদন করুন ]

প্রতিবছর এস এস সি ও এইচ এস সি শিক্ষার্থীদের ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। সদ্যপাশ করা এস এস সি ২০২২ সালের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।এই ব্যাংক মূলত সিএস আর কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর ১০২ কোটি টাকার উপরে উপবৃত্তি প্রদান করে থাকে। বর্তমানে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী এই উপবৃত্তির আওতাভুক্ত হয়েছে এবং চলতি বছরে আরও ১৫হাজার শিক্ষার্থী এ বৃত্তির আওতাভুক্ত করা হবে। তাই আপনারা যারা এই বৃত্তি পেতে চান ডাচ বাংলা ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২[ অনলাইনে আবেদন করুন ]
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২[ অনলাইনে আবেদন করুন ]

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি২০২২

ডাচ বাংলা ব্যাংক প্রতিবছর মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে করে থাকে। এই উপবৃত্তির টাকা বিভিন্ন খাতে যেমন পাঠ্য উপকরন পোশাক পরিচ্ছদের ও মাসিক পড়াশোনার খরচের উপর ভিত্তি করে দেয়া হয়। এই বৃত্তির টাকা ও বৃত্তি উপকরন দুই বছর মেয়াদী হয়ে থাকে। এরপর আবার পুনরায় অনার্স পর্যায় আবেদন করা যাবে।

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি টাকার পরিমাণ

যে সকল শিক্ষার্থী ডাচ বাংলা ব্যাংক কর্তৃক বৃত্তির জন্য মনোনীত হবে তারা ২ বছর মেয়াদে বৃত্তির টাকা পাবে। প্রতি মাসে একজন শিক্ষার্থী ২৫০০ টাকা করে পাবে। তাছাড়াও বাৎসরিক এককালীন পাঠ্য উপকরন ও পোশাক পরিচ্ছদের জন্য ৩৫০০ টাকা পাবে। দুই বছরে একজন শিক্ষার্থী সর্বমোট ৬৭০০০ টাকা পাবে।এই টাকা ডাচ বাংলা ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনে সময়সীমা

এই চলতি বছর যে সকল শিক্ষার্থী এস এস সি পাশ করেছে তাদে শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য আহ্ববান করা হচ্ছে । এই আবেদন প্রক্রিয়া শুরু ৩০ নভেম্বর ২০২২ হয়ে আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এরপর প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীর তালিকা ২৯শে ডিসেম্বের প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে সিলেকশনের পর শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই বাচাই করা শুরু হবে ১লা জানুয়ারি২০২৩ থেকে ১৯শে জানুয়ারি২০২৩ পর্যন্ত ।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন যোগ্যতা

যে কোন শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করলেও এই বৃত্তির টাকা পাবে না। কেবল মেধাবী ও গরিব শিক্ষার্থীরা ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন যোগ্যতা অর্জন করবে। তবে সিটি করপোরেশন ও গ্রামীন শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতার ভিন্নতা রয়েছে। এর ফলে গ্রামের পিছিয়ে পরা ও কম মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির সুযোগ পায়। নিচে শিক্ষাবৃত্তির আবেদন যোগ্যতা তুলে ধরা হলঃ

১। যে সকল শিক্ষার্থী সিটি করপোরেশনের আওতাভুক্ত অর্থাৎ শহরে থাকে তাদের শিক্ষাবৃত্তির আবেদনের নূন্যতম যোগ্যতা হল জিপিএ ৫ । বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয় বাদ দিয়ে জিপিএ ৫ পেলেই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।

২। জেলা পর্যায়ে যে সকল শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করবে তাদেরও বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয় বাদ দিয়ে জিপিএ ৫ পেতে হবে।

৩। গ্রামীণ মেধাবী ও অস্বচ্চল শিক্ষার্থীদের জন্য এই যোগ্যতা এক্টু শিথিল করা হয়েছে । যাতে কোন শিক্ষার্থী ঝরে না পরে এবং তারাও যেন শহরের ছেলে ময়েদের সাথে তাল মিলয়ে পড়াশোনা করতে পারে। এক্ষেত্রে গ্রামীণ শিক্ষার্থীদের বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয় বাদ দিয়ে জিপিএ ৪.৮৩ পেতে হবে।

আরও পড়ুনঃঢাকার আবাসিক কলেজের তালিকা জেনে নিন [একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩]

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের শর্ত

ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি আবেদন করার জন্য কিছু রয়েছে ।এই শর্ত ফুলফিল করতে পারলেই একজন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হবে। যে সকল শিক্ষার্থী সরকারী উৎস ব্যতিত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের শর্ত থেকে বাতিল হবে। অর্থাৎ তারা এই বৃত্তির জন্য মনোনীত হবে না।

এই বৃত্তির ক্ষেত্রে গ্রামীণ মেধাবী ও অন্যগ্রসর , পিছিয়ে পড়া শিক্ষার্দের বেশি প্রাধান্য বেশি থাকবে। এতে করে অনেক হত দরিদ্র শিক্ষার্থী উচ্চশিক্ষায় আগ্রহী হবে। তাই ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির শতকরা ৯০ ভাগ গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ।

এ বৃত্তির ৫০% মেয়েদের প্রদান করা হয় । এতে গ্রামীণ মেয়েদের আর ঘরে বন্ধি থাকতে হবে না। মেয়েরাও ছেলেদের পাশাপাশি পাড়াশোনা চালিয়ে নিতে পারবে। যদি কোন শিক্ষার্থী প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে তাকে আগে পায়োরিটি দেয়া হবে। তবে তার প্রতিবন্ধীতার সনপ্রত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

এস এস সি বা সমমানের শিক্ষার্থীরা যদি উপরের শর্তাবলী পূরণ করতে পারে তাহলেই কেবল এই বৃত্তি পাবে।

আরও পড়ুনঃবাংলাদেশের সেরা বেসরকারি মেডিকেল কলেজের তালিকা ও পড়ার খরচ 2023

শিক্ষাবৃত্তির আবেদন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদনকারীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি লাগবে।
২. এসএসসি/ সমমানের মার্কশীটের সত্যায়িত কপি লাগবে।
৩. বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত রয়েছে সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষরিত অধ্যায়নের প্রত্যায়ন পত্র জমা দিতে হবে।
৪. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ ওয়ার্ড কাউন্সিলর/ সিটিকরপোরেশনের নাগরিক সনদপত্র লাগবে ।
৫.মুক্তিযোদ্ধার সন্তানদ বা নাতি- নাতনীর মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি লাগবে।
৬.যে সকল শিক্ষার্থী প্রতিবন্ধী কোটায় আবেদন করবে তাদের প্রতিবন্ধীতার সনদপত্রের সত্যায়িত কপি লাগবে।

৭.আবেদনকারীর পিতা মাতার সদ্যতোলা পাসপোর্ট কপি লাগবে।

ডাচ বাংলা ব্যাংক বৃত্তির আবেদন ফরম

সম্প্রতি ২০২২-২৩ শিক্ষার্থীদের ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। নিচে ডাচ বাংলা ব্যাংক বৃত্তির আবেদন ফরম দেয়া হলঃ

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম

আপনি ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপ দিয়ে ব্যাংক বৃত্তির আবেদন করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের নিয়ম নিচে দেয়া হলঃ

ধাপঃ১ আবেদন করার জন্য প্রথমে https://app.dutchbanglabank.com/DBBLScholarship এই লিঙ্ককে প্রবেশ করতে হবে ।

ধাপঃ২ উপরে লিঙ্কে প্রবেশ করলে নিচের ছবির মত একটি পেজ আসবে। এরপর হাতে বাম দিক থেকে apply for HSC /Graduation Schoolarship বাটনে ক্লিক করবেন।

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম

ধাপঃ৩ বাটনটিতে ক্লিক করলে নিচের ছবির মত অন্য আরেকটি পেজ ওপেন হবে।

ধাপঃ৪ এরপর apply বাটনে ক্লিক করে দিতে হবে।

ধাপঃ৫ apply বাটনে ক্লিক করার পর নিচের ফরমের ন্যায় একটি ফরম আসবে।ফরমটিতে আপনার যাবতীয় তথ্য দিতে হবে।

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম আবেদন করুন
ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম আবেদন করুন

ধাপঃ ৬ এই ধাপে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে।

ধাপঃ৭ ফরমটিতে আপনার নাম , জন্মতারিখ ,বাবার নাম , মায়ের নাম, ফ্যামিলি মেম্বার, বর্তমান ঠিকানা, পারমানেন্ট ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে পার্সোনাল তথ্য দিয়ে পূরণ করতে হবে।

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম পারসোনাল ইনফরমেশন
ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম পারসোনাল ইনফরমেশন

ধাপঃ৮ পার্সোনাল তথ্য দেয়ার পর এডুকেশনাল তথ্য দিতে হবে।

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম family information
ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম family information

ধাপঃ৯ এরপর ফ্যামিলির সঠিক তথ্য দিয়ে এই সেকশনটি পূরণ করতে হবে।

ধাপঃ১০ ফ্যামিলির তথ্য দেয়ার পর স্কলারশিপের তথ্য দিতে হবে । পূর্বে কোন বেসরকারি সংস্থা থেকে আপনি বৃত্তি পাচ্ছেন কিনা তা উল্লেখ করতে হবে।

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম scholarship information
ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম scholarship information

ধাপঃ১১ সবশেষে ফটো আপলোড করতে হবে। এভাবে আমাদের দেওয়া নিয়ম অনুসরণ করে ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃকোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে দেখে নিন [একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩]

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল

আবেদন প্রক্রিয়া শেষ করার পর ডাচ বাংলা শিক্ষাবৃত্তি ফলাফল জানার জন্য ব্যাকুল হলে চলবে না। প্রথমে প্রাথমিকভাবে বাছাই করা হবে । এরপর প্রাথমিকভাবে কাগজপত্র যাচাই বাচাই করে সিলেকশন করা হবে। যাচাই বাছাই প্রক্রিয়া ১লা জানুয়ারি২০২৩ থেকে ১৯শে জানুয়ারি২০২৩ পর্যন্ত চলবে । পরবররতী ফলাফলের আপডেট পেতে এই https://app.dutchbanglabank.com/DBBLScholarship ওয়েবসাইটি ভিজিট করতে হবে।

মন্তব্যঃ

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সম্পর্কে। সেই সাথেডাচ বাংলা ব্যাংক বৃত্তি টাকার পরিমাণ,ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের শর্ত,ডাচ বাংলা ব্যাংক বৃত্তির আবেদন ফরম,ডাচ বাংলা ব্যাংক বৃত্তি আবেদনের নিয়ম এই নিয়ে বিস্তারিত ধারনা দেয়ার চেষ্টা করেছি । আশা করি এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে এসেছে।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button