রোমানিয়া ভিসার দাম কত ? সরকারি ভাবে রোমানিয়া যাওয়ার উপায়

রোমানিয়া ভিসার দাম কতঃ সম্মানিত পাঠক আপানাদের অনেকে জানতে চেয়েছেন রোমানিয়া ভিসার দাম কত? আপনারা যে সমস্ত এজেন্সির সাথে কথা বলতেছেন , একেকজন একেক টাকা চাচ্ছে ।এর ফলে অনেকে রোমানিয়া যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগছনেন। তাই আজকের আর্টিকেলটিতে রোমানিয়া ভিসা সংক্রান্ত সকল তথ্য দেয়ার চেষ্টা করব। আপনারা যারা রোমানিয়া যেতে ইচ্ছুক আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগসহকারে পড়বেন।

রোমানিয়া ভিসা
রোমানিয়া ইউরোপের একটি ননসেনজেনভুক্ত একটি দেশ । শিল্প, বানিজ্য ও অর্থনীতির দিক দিয়ে অনেক উন্নত হওয়ায় আমাদের অনেকে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান। রোমানিয়াতে ভিসা পাওয়া অন্যান্য দেশের থেকে সহজ। এছাড়াও আপনি সরকারি ও বেসরকারিভবে রোমানিয়া যেতে পারবেন। রোমানিয়া ভিসার দাম কত হবে এটা নির্ভর করবে আপনি কোন উপায়ে রোমানিয়া যাচ্ছেন এর উপর । আপনি যদি সরকারিভাবে রোমানিয়া যান তাহলে রোমানিয়া ভিসার দাম অনেকটাই কম লাগবে।
রোমানিয়া বেতন কেমন
রোমানিয়া যাওয়ার পূর্বে যে বিষয়টি প্রথমে ঘুরপাক খায় তা হল রোমানিয়া বেতন কেমন । আসলে আপনি যে কোন দেশেই যান না কেন আপানার কাজের বেতন নির্ভর করবে আপনার দকক্ষতার উপর । আপনি কোন ধরনের কাজের রোমানিয়া যাচ্ছেন এর উপর । আপনি যে কাজের রোমানিয়া ভিসা নিয়ে দেশটিতে যেতে চান সেই কাজে যদি দক্ষ থাকেন তাহলে আপানার বেতন ভালই হবে। প্রথম দিক দিয়ে রোমানিয়াতে কাজের বেতন হিসেবে ৫০,০০০টাকার মত পাবেন। এছাড়াও আপনি যদি ওভারটাইম কাজ করেন তাহলে ৬০,০০০ থেকে ৭০,০০০টাকার মত দেশে পাঠাতে পারবেন।
রোমানিয়া ভিসার দাম কত
আমরা জানি বর্তমানে বাংলাদেশীদের প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে রোমানিয়া এবং খুব দ্রুতই রোমানিয়া সেনজেন ভুক্ত কান্ট্রির অন্তর্ভুক্ত হতে যাচ্ছে । আমরা যারা এখন রোমানিয়া নিয়ম ভিসা নিয়ে রোমানিয়া যেতে চাই তারা নিঃসন্দেহে ভাগ্যবান ।কিন্তু রোমানিয়া নিয়ে যাওয়ার জন্য প্রতারকদের প্রচারণা বেড়েই চলছে ৮ লক্ষ , ৯ লক্ষ টাকায় রোমানিয়া ভিসা বিক্রি হচ্ছে ।
যেহেতু রোমানিয়া সেনজেন ভুক্ত দেশ নয় তাই রোমানিয়া যেতে এত টাকা খরচ হওয়ার কোন প্রশ্নই আসে না ।তবুও অনেকে অনেক ধরন কাজের লোভনীয় অফার দিয়ে ভিসার দাম আকাশছোঁয়া করে ফেলেছে । কাজের ধরন অনুযায়ী রোমানিয়া ভিসা কত হবে তা নির্ধারণ করা যেতে পারে । বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে সাড়ে 5 লক্ষ টাকা থেকে সাড়ে 6 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে।
রোমানিয়ার ভিসা আবেদন ফরম

রোমানিয়া ভিসা আবেদন করার নিয়ম
আপনি যদি রোমানিয়া ভিসা আবেদন কারার নিয়ম জানেন তাহলে ঘরে বসেই রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন । আপনাদের সুবিধার জন্য নিচে রোমানিয়া ভিসা আবেদন করার সঠিক নিয়ম দেওয়া হলঃ
ধাপঃ১ রোমানিয়া ভিসা আবেদন করার জন্য প্রথমে আপনাকে https://www.mae.ro/en/node/2060 এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ধাপঃ এই ওয়েবসাইটিতে প্রবেশের পর আপনি নিচের পেজের মত একটি পেজ দেখতে পাবেন । সেখানে তিন ধরনের ভিসা এপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। আপনি সেখান থেকে এপ্লিকেশন ফর লং স্টে ভিসা সিলেক্ট করবেন।

ধাপঃ৩ এপ্লিকেশন ফর লং স্টে ভিসাতে ক্লিক করার পর নিচের ফর্মের মত একটি ফর্ম দেখতে পারবেন।
ধাপঃ৪ এরপর আপনি আপনার সঠিক তথ্য দিয়ে রোমানিয়া ভিসা আবেদন ফরম পূরন করবেন ।
সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায়
ইউরোপে স্থায়ী হবার এখনই সময়। বাংলাদেশ থেকে ৪০ হাজার শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া।দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে গত মাসেনিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মোমেন জানান, রোমানিয়া সরকারের সঙ্গে জনশক্তি রফতানি নিয়ে আলোচনা হয়েছে।তারা বিভিন্ন খাতে প্রতি বছর বাংলাদেশ থেকে ৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। এই অফার টা বলবত থাকবে ২০২৪ পর্যন্ত।
রোমানিয়া সরকার ও বাংলাদেশ সরকারের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি হচ্ছে এবছর থেকে রোমানিয়া 40 হাজার দক্ষ শ্রমিক নেয়া হবে । এক্ষেত্রে বাংলাদেশ সরকার নিজস্ব বা তাদের যত ধরনের সাপোর্ট দেওয়া যায় তার সহযোগিতা করবে । সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় হিসেবে নিচের বিষয়গুলি পূরণ করতে হবে।
• ইংরেজি কম জানলেও হবে
• মিনিমাম ইন্টারমেডিয়েট পাশ।
• বয়স ১৮ হতে ৫০।
• অভিজ্ঞতা না থাকলেও চলবে ।
• সম্পূর্ন সরকারি খরচে মাত্র ৫০ হাজার টাকা খরচ (পাসপোর্ট খরচ সহ)
• ২ বছর পরে পি আর কার্ড পাওয়ার নিশ্চয়তা
রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়
আপনারা অনেকেই জানতে চেয়েছেন রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় । উত্তরে আমার বলব রোমানিয়া থেকে ফ্রান্স , ইতালি , সুইজারল্যান্ড , পর্তুগাল ইত্যাদি দেশগুলিতে সহজেই যাওয়া যায়।
আমাদের অনেকের স্বপ্ন থাকে সেনজেনভুক্ত দেশে যাওয়ার । সেজনভুক্ত দেশে যাওয়া একটু কঠিন হওয়ায় প্রথমে নন সেনজেনভুক্ত সার্বিয়া, রোমানিয়া এর মত দেশে যেতে হয়। কিন্তু এই সেনজেনভুক্ত দেশে যাওয়ার সঠিক পদ্ধতি না জানার কারনে অনেকে দালাদ চক্রের খপ্পরে পরে নিজেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নন সেনজেনভুক্ত দেশ রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় এবং বৈধভাবে যাওয়ার উপায়। উপরে যেনটা বলেছি রোমানিয়া থেকে সুইজাল্যান্ড , ইতালি , ফ্রান্স , পর্তুগাল ও জার্মানী ইত্যাদি দেশে যাওয়া যায়। এখন জেনে নেব যে ভাবে রোমানিয়া থেকে সেনজেনভুক্ত দেশে যাবেন।
১। প্রথমে ননসেনজেনভুক্ত দেশ রোমানিয়া গিয়ে যেখানের কিছুদিন কাজ করার পর সেখান থেকে টিআর নিতে হবে। অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্টশিপ নিয়ে কিছুদিন বসবাস করতে হবে । আপনার যতই খারাপ হোক না কেন একটু ধৈয্য ধারন করতে কাজটি করতে থাকুন। কোম্পানিকে আপনি বুঝাতে সক্ষম হন আপনি আপনার কাজের প্রতি মনোযোগী , আপনি এই জবটাই করবেন, আপনার এই দেশটা ভাল লাগে।
২। এরপর আপনার ছুটির সময় ঐ দেশের দর্শনীয় স্থানগুলি ঘুরতে যাবেন। এর ফলে সবাই বুঝবে আপনি ট্রাভেলে অনেক আগ্রহী। এর ফলে আপনি যখন আপনার কোম্পানিকে বলবেন আপিন আপনার পছন্দের দেশ যেমন ঃ সুইজাল্যান্ড , ইতালি , ফ্রান্স , পর্তুগাল ও জার্মানী ইত্যাদি দেশগুলিতে বেড়াতে যেতে চান তখন কোম্পানির একটা সাপোর্ট পাবেন। আপনি কোম্পানি আপনার একটা এনওসি দিবে বা ছুটি দিবে এবং ৩ মাস জবটা চালিয়ে যেতে হবে। আপনাকে কিছু বেতন দিবে এবং সাথে বেতনের স্লিপ দিবে।
৩। এরপর আপনি আপনার পছন্দের সেনজেন্টভুক্ত দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। একটা বিষয় মাথায় রাখবেন আপনি যে বেতন পাবেন তার ইউড্রো করে দেশে পাঠিয়ে দিবেন না। হাতে কিছু ডিপোজিট রাখবেন এর ফলে অনান্য দেশের ভিসা পেতে সুবিধা হবে।
শেষ কথাঃ
আজকের এই আর্টিকেলটিতে রোমানিয়া ভিসার দাম কত এই সম্পর্কে বিস্তারিত আলোচনার করা চেষ্টা করছি । এর পাশাপাশি সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় ,রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়, রোমানিয়া বেতন কেমন এই সম্পর্কে তথ্য দেয়ার চেষ্টা করেছি । আশাকরি এই পোষ্টটি আপনাদের অনেক উপকারের এসেছে ।