প্রযুক্তি

যমুনা ফ্রিজের মূল্য তালিকা ২০২৩- নতুন মডেলের ৬টি সেরা ফ্রিজের দাম

প্রিয় পাঠক, আপনি কি এই ইদে বিশাল মূল্য ছাড়ে যমুনা ফ্রিজ ক্রয় করতে চাচ্ছেন? আপনাদের সুবিধার্থে যমুনা ফ্রিজের মূল্য তালিকা সম্পর্কে জানাতে হাজির হয়েছি। আজকের এই আর্টিকেলের মাধ্যমে নতুন মডেলের যমুনা ফ্রিজ ৮, ১০, ১২, ১৪, ১৬ সেফটি দাম কত তা জানতে পারবেন। এছাড়াও এই ফিচার পোষ্টের মাধ্যমে কিস্তিতে যমুনা ফ্রিজের দাম এবং সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন তাহলে যমুনা ফ্রিজ বাংলাদেশ প্রাইজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি সম্পর্কে জেনে নেই।

যমুনা ফ্রিজের মূল্য তালিকা

বাংলাদেশের সবথেকে প্রাচীন ও বিশ্বস্ত ফ্রিজ কোম্পানিগুলির মধ্যে যমুনা কোম্পানি অন্যতম। এই কোম্পানিটি ক্রেতার চাহিদা ও পছন্দের দিকগুলি মাথায় রেখে সময়ের সাথে তাল মিলিয়ে নতুন মডেলের ফ্রিজ বাজারজাত করছে। সেই সাথে ইদ উপলক্ষ্যে ফ্রিজগুলিতে দিচ্ছে বিশাল মূল্য ছাড়। সাধারণত যমুনা কোম্পানির ১০, ১২, ১৪, ১৬ সেফটি ফ্রিজগুলি বেশি বিক্রি হয়ে থাকে। এছাড়াও ২২৮, ২৪৮ এবং ২৬৩ লিটারের ফ্রিজগুলিরও চাহিদা প্রচুর।

যমুনা ফ্রিজ ৮ সেফটি দাম

প্রিয় পাঠক, আপনার যারা সবথেকে ছোট আকারের যমুনা ফ্রিজ ক্রয় করতে চান তাদের জন্য ৮ সেফটি সাইজের ফ্রিজটি খুবই উপযোগী হবে। সাধারণত যে সব পরিবারে সদস্য সংখ্যা ২ থেকে ৪ জনের মধ্যে তাদের জন্য এই ফ্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আপনি যদি যমুনা ফ্রিজ ৮ সেফটি ক্রয় করতে চান তাহলে JE-2B8JF VCM ORANGE এই মডেলের ফ্রিজটি ক্রয় করতে পারেন।

যমুনা ফ্রিজ ৮ সেফটি দাম
যমুনা ফ্রিজ ৮ সেফটি দাম

বর্তমান সময়ে JE-2B8JF VCM ORANGE এই মডেলের ফ্রিজটি ক্রেতাদের কাছে অধিক চাহিদা রয়েছে। এছাড়াও এই ফ্রিজটিতে ইউনিফর্ম কুলিং সিস্টেম থাকায় মাছ, মাংস এবং সবজিকে সর্বদা সতেজ রাখবে। এই ফ্রিজের সাথে ব্লিড ইন স্টাবিলাইজার থাকায় আপনাকে নতুন করে তা ক্রয় করতে হবে। প্রিয় পাঠক, আপনি যদি এই মডেলের ফ্রিজটি ক্রয় করতে চান তাহলে অল্প দামেই ক্রয় করতে পারবেন।

সাধারণত যমুনা ফ্রিজ ৮ সেফটি দাম ৩২,৮০০ টাকার মত হয়ে থাকে। কিন্তু আপনি যদি এই সময়ে ৮ সেফটি ফ্রিজ ক্রয় করেন তাহলে ১০% ছাড় পাবেন। তাই এই সময়ে এই মডেলে ফ্রিজটি ক্রয় করেন তাহলে যমুনা ফ্রিজের মূল্য তালিকা হবে ২৯,৫২০ টাকার মত।

যমুনা ফ্রিজ ১০ সেফটি দাম

প্রিয় পাঠক, আপনারা যারা মাঝারি সাইজের ফ্রিজ ক্রয় করতে চান তাদের জন্য ১০ সেফটি ফ্রিজটি খুবই উপযোগী হবে। সাধারণত ছোট ফ্যামিলির জন্য এই ধরনের ফ্রিজের চাহিদা বেড়েই চলছে। তাই আপনাদের যাদের ফ্যামিলিতে লোকসংখ্যা কম, বিভিন্ন কাজের চাপে রেগুলার বাজার করতে পারেন না তাদের জন্য এই ১০ সেফটি ফ্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ১০ সেফটি ফ্রিজগুলি বিভিন্ন মডেলের হয়ে থাকে। অন্যান্য মডেলগুলোর থেকে JE-250L VCM MAROON JELL এই মডেলের ফ্রিজটি অনেক ভালো।

যমুনা ফ্রিজ ১০ সেফটি দাম
যমুনা ফ্রিজ ১০ সেফটি দাম

প্রিয় পাঠক, আপনি যদি এই মডেলের ফ্রিজটি ক্রয় করতে চান তাহলে তিনটি ভিন্ন রংয়ের কালার চয়েজ করতে পারবেন। এই ফ্রিজটি ৭০% শক্তি সঞ্চয় করতে সক্ষম। এছাড়াও এই মডেলের ফ্রিজটি অতিরিক্ত লোডশেডিং এর সময় ৭২ ঘন্টা ব্যাকআপ দিবে। ফলে মাছ, মাংস এবং সজবির সতেজতা নিয়ে কোন চিন্তা করতে হবে না।

সাধারণত এই মডেলের যমুনা ফ্রিজের দাম ৩৩,৬০০ টাকার মত। কিন্তু আপনি যদি এই সময়ে ফ্রিজ ক্রয় করেন তাহলে যমুনা ফ্রিজের মূল্য তালিকা থেকে ১০% সাঞ্চয় হবে। এক্ষেত্রে এই ফ্রিজের দাম হবে ৩০,২৪০ টাকার মত। এছাড়াও এই ফ্রিজটিতে ১০ বছরের কম্পেসার গ্যারান্টি সুবিধা রয়েছে। ফ্রিজের কম্পেসারের কোন প্রকার সমস্যা হলে তা অল্প সময়ের মধ্যে ঠিক করে দিবে।

যমুনা ফ্রিজ ১২ সেফটি দাম

প্রিয় পাঠক, আপনাদের অনেকে যমুনা ফ্রিজ ১২ সেফটি দাম জানতে চেয়েছেন। তাদের সুবিধার্থে এই অংশটুকু লিখছি। সাধারণত আপনাদের অনেকে যমুনা ফ্রিজ ১২ সেফটি ফ্রিজকে ২২৮ লিটারের ফ্রিজ বলে চিনে থাকেন। বর্তমান সময়ে এই ২২৮ লিটারের ফ্রিজগুলি অধিক বিক্রি হচ্ছে। তাই আপনারা যারা যমুনা ফ্রিজের এই আকারের ফ্রিজটি ক্রয় করতে ইচ্ছুক নিঃসন্দেহে ক্রয় করতে পারেন।

যমুনা ফ্রিজ ১২ সেফটি দাম
যমুনা ফ্রিজ ১২ সেফটি দাম

JE-UES630800 CD BLUE WAVE এই মডেলের ফ্রিজটি নতুন মডেলের ফ্রিজ। এর আকর্ষনীয় কালার, বিভিন্ন ফিচার গ্রাহকের নজর কেড়ে নিয়েছে। প্রিয় পাঠক আপনি চাইলে এই মডেলের ফ্রিজটি ক্রয় করতে পারেন। বর্তমানে এই মডেলের যমুনা ফ্রিজের মূল্য তালিকা হচ্ছে ৩৪,৮০০ টাকা। এই ফ্রিজটির সাথে প্রিবিল্ড স্টাবিলাইজার এবং ১০ বছরের কম্পেসার গ্যারান্টি সুবিধা রয়েছে।

যমুনা ফ্রিজ বাংলাদেশ প্রাইজ ২০২৩

বর্তমান সময়ে যমুনা ফ্রিজ কোম্পানি একটি বিশস্ত কোম্পানির তালিকার শীর্ষে অবস্থান করছে। প্রিয় পাঠক, আপনাদের কথা বিবেচনা করে যমুনা ফ্রিজ বাংলাদেশ প্রাইজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছি। এখন আপনারা যে ফ্রিজটি সম্পর্কে জানবেন তার ধারণ ক্ষমতা হচ্ছে ৩৪৮ লিটার।

যমুনা ফ্রিজ বাংলাদেশ প্রাইজ ২০২৩
যমুনা ফ্রিজ বাংলাদেশ প্রাইজ ২০২৩

আপনাদের যাদের একটু বড় আকারের ফ্রিজ ক্রয় করার প্রয়োজন তাদের জন্য এই আকারের ফ্রিজটি খুবই উপযোগী হবে। এই ফ্রিজটির অন্যতম সুবিধা হচ্ছে সিএফসি গ্যাস ফ্রি। এর ফলে কোন প্রকার পরিবেশ দূষণ হওয়ার প্রবণতা নেই। বর্তমানে JR LES634800 এই মডেলের ফ্রিজের দাম ৩৯,৫০০ টাকা।

যমুনা ফ্রিজ ১৪ সেফটি দাম

প্রিয় পাঠক, আপনারা যারা যমুনা কোম্পানির বড় ফ্রিজ ১৪ সেফটি ক্রয় করতে ইচ্ছুক। তাদের জন্য JR-DESH52624800 এই মডেলটি খুবই উপযোগী হবে। এই মডেলের ফ্রিজটিতে লাল, গোলাপী, কালো এবং বেগুনি রংয়ের ৪টি কালার রয়েছে। এর ফলে আপনি আপনার পছন্দমত কালার চয়েজ করতে পারবেন। এছাড়াও এর অ্যান্টিব্যাকটেরিয়াল ডোর গ্যাসকেট আপনার খাবারকে বিভিন্ন জীবানু থেকে ১০০% সুরক্ষা দিবে।

যমুনা ফ্রিজ ১৪ সেফটি দাম
যমুনা ফ্রিজ ১৪ সেফটি দাম

সম্মানিত পাঠক, আপনি যদি এই মডেলের ফ্রিজটি ক্রয় করেন এর সাথে প্রিবিল্ড স্ট্যাবিলাইজার পাবেন। তাই আপনাকে নতুন করে কোন স্ট্যাবিলাইজার ক্রয় করতে হবে না। বর্তমানে এই মডেলের যমুনা ফ্রিজের মূল্য তালিকা হচ্ছে ৩৬,৭০০টাকা। এছাড়াও এই ফ্রিজটিতে ১০বছরের কম্পেসার গ্যারান্টি, ৫ বছরের খুচরা যন্ত্রাংশ এবং আফটার সেলস সার্ভিস সুবিধা রয়েছে। তাই যে কোন ধরণের সমস্যা হলে নিশ্চন্তে সার্ভিস করিয়ে নিতে পারবেন।

যমুনা ফ্রিজ ১৬ সেফটি দাম

প্রিয় পাঠক, আপনারা যারা যমুনা কোম্পানির সবথেকে দামি ফ্রিজ ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে ৩৪৮ লিটারের ফ্রিজ। এই যমুনা ফ্রিজের দাম একটু বেশি। কিন্তু বর্তমান সময়ে সবথেকে বেশি ব্যবহৃত ফ্রিজ। একই আকারের বিভিন্ন মডেলের ফ্রিজ রয়েছে। এর মধ্যে JE6DDM-BM3D8QD এই মডেলটির ফ্রিজটি অনেক সুন্দর। এই ফ্রিজটির রং BLACK STRIPE কালার। এছাড়াও আপনি MAROONISH RED কালারসহ আরও একাধিক কালার পছন্দ করতে পারবেন।

যমুনা ফ্রিজ ১৬সেফটি দাম
যমুনা ফ্রিজ ১৬সেফটি দাম

এই ফ্রিজটি অন্যান্য ফ্রিজ থেকে সম্পূর্ণ আলাদা। এই ফ্রিজে বিল্ট-ইন ব্লুটুথ মিউজিক সিস্টেম রয়েছে। এই ফ্রিজটির অন্যতম সুবিধা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও আরও অনেক নতুন প্রযুক্তি ব্যবহার করে এই ফ্রিজটি তৈরি করা হয়েছে। এর অন্যান্য প্রযুক্তিগুলি সম্পর্কে জানতে https://www.estorejamuna.com/category/refrigerator এই লিংকটি ভিজিট করুন।

বর্তমানে এই ধরনের যমুনা ফ্রিজের মূল্য তালিকা হচ্ছে  55,800 টাকা। ইদ কিংবা বিভিন্ন অফ সিজনের এর দাম অনেক কম থাকে। ফ্রিজটির সাথে প্রি বিল্ড স্ট্যাবিলাইজার এবং ১০ বছরের কম্পেসার গ্যারান্টি সুবিধা থাকবে।

সবশেষে,

আজকের আর্টিকেলটিতে যমুনা ফ্রিজের মূল্য তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ফ্রিজ কেনার পূর্বে ফ্রিজের দাম, সার্ভিস ওয়ারেন্টি এবং কম্পেসার গ্যারান্টি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। এছাড়াও ফ্রিজটি ফ্রস্ট বা নন ফ্রস্ট ফ্রিজ কিনা যাচাই করে ক্রয় করুন। কেননা অতিরিক্ত লোডশেডিংয়ে্র ভিতরেও ফ্রস্ট ফ্রিজের মাছ, মাংস এবং অন্যান্য খাবার ভালো থাকে। এমনকি ফ্রস্ট ফ্রিজ নন ফ্রস্ট ফ্রিজ থেকে অধিক বিদ্যুৎ সাশ্রয়ী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button