অন্যন্য

মালয়েশিয়া ভিসা এজেন্সি নামের তালিকা ও ঠিকানা সম্পর্কে জানুন

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে দ্বিতীয় স্থান দখলকারী দেশ হচ্ছে মালয়েশিয়া। এই দেশটি শ্রমিকদের কাজ করার জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই প্রতি বছর রেকর্ড সংখ্যক লোক মালয়েশিয়া কলিং ভিসা বা ফ্যাক্টরি ভিসা এর জন্য আবেদন করে থাকেন। অনেক সময় রিকুটিং ভিসা এজেন্সি নাম না জানার কারনে জামেলায় পড়তে হয়। তাই আজকের এই আর্টিকেলটিতে মালয়েশিয়া ভিসা এজেন্সির নামের তালিকা ও ঠিকানা নিয়ে বিস্তারিত লিখছি।

মালয়েশিয়া ভিসারব খবর

২৪শে ফেব্রুয়ারি ২০২৩ রোজ শুক্রবার, মালয়শিয়ার পার্লামেন্টে ২০২৩- ২০২৪ অর্থবছরের জাতীয় বাজেট প্রকাশ করা হয়েছে। বাজেটে প্রবাসী শ্রমিকদের বাৎসরিক ভিসা রিনিউ খরচ কমানোর প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে কৃষি শ্রমিকদের ভিসা রিনিউ খরচ আগের তুলনায় অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে।

মালয়েশিয়া ভিসা খরব অনুযায়ী এখন থেকে ভিসা নবায়নের জন্য ৬৪০ রিংগিত এর পরিবর্তে ৩২০ রিংগিত দিতে হবে। এর ফলে মালয়েশিয়া কর্মরত বাংলাদেশি শ্রমিকরা অনেক আনন্দ প্রকাশ করেছে।

এই অর্থবছরে মালয়েশিয়ার বাজেট ৮৭ বিলিয়ন ডলার। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফ্যাশন আইটেমসহ অন্যান্য বিলাশবহুল পণ্যের কর বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছেন।

দেশটির মন্ত্রীসভা শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর জন্য নতুন করে আরও ২৫টি মালয়েশিয়া ভিস এজেন্সি অনুমোদন দিয়েছে। অর্থাৎ, তিন দফায় ১০০ টি রিকুয়েন্টিং ভিসা এজেন্সিকে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছ।

মালয়েশিয়া ভিসার দাম কত

বিভিন্ন সিন্ডিকেটের ভিসা বাণিজ্যের কারনে মালয়েশিয়া ভিসার দাম দিন দিন বাড়ছে। এই সিন্ডকেটদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অভিবাসন ব্যয় আরও বাড়তেই থাকবে। তাই মালয়েশিয়া ভিসার দাম কত হবে তা নির্দিষ্ট করে বলা মুশকিল। সময়ের সাথে সাথে ভিসার দাম ও খরচ বেড়ে যায়।

মালয়েশিয়া রিকুটিং ভিসা এজেন্সিগুলি অনেক সময় নিজেদের সাথে আলাপ আলোচনা করে ভিসার দাম বৃদ্ধি করে থাকে। আপনি কোন ধরনের ভিসা নিয়ে দেশটিতে যাবেন তার উপরও এর দাম অনেকটা নির্ভর করবে।

আপনি যদি মালয়েশিয়া কলিং ভিসা বা ফ্যাক্টরি ভিসা নিয়ে দেশটিতে যান তাহলে এক ধরনের দাম পড়বে। আর যদি মালয়েশিয়া ভিজিটিং ভিসা বা পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে তাহলে এক ধরনে দাম পড়বে।

মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা ও ঠিকানা
মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা

মালয়েশিয়া ভিসা এজেন্সি গুলি দেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে ভিসার দাম নির্ধারণ করে থাকে। তাই তাদের দেওয়া তথ্য অনুযায়ী মালেশিয়া ভিসা করার জন্য ২ লক্ষ থেকে ৪ লক্ষ টাকার মত লাগতে পারে। তবে ভিসা করার পূর্বে রিকুরটিং ভিসা এজেন্সিগুলির সাথে আলাপ আলোচনা করে নিতে পারেন। তাহলে আপনি যখন ভিসা করবেন ঐ সময়ের সঠিক ভিসার দাম সম্পর্কে জেনে নিতে সুবিধা হবে।

মালয়েশিয়া ভিসা এজেন্সি নামের তালিকা

মালয়েশিয়াতে দিন দিন কৃষি, ব্যবসা-বাণিজ্য ও ফ্যাক্টরিতে দক্ষ কর্মীর চাহিদা বেড়েই চলছে। তাই চাহিদার কথা মাথায় রেখে দেশটির মন্ত্রীসভা চলতি বছরে আরও ২৫ টি নতুন মালয়েশিয়া ভিসা এজেন্সি অনুমোদন দেয়। এর ফলে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে।

অনেক সময় সঠিক রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ না করার কারনে নানা জামেলায় পড়তে হয়। আবার কোন কোন সময় টাকা ও ভিসা উয়ই হারাতে হতে পারে। তাই আজকের আর্টিকেলটিতে মূলত মালয়েশিয়া ভিসা এজেন্সি না্ম ও তালিকা সম্পর্কে জেনে নিব।

মালয়েশিয়া ভিসা এজেন্সি নামের তালিকাআরএল নাম্বার
এএনজেড মাল্টিন্যাশনালআরএল ১৭৬৪
নেক্সট অভারসিজ লিমিটেডআরএল ১৬৯৬
আল হেরা ওভারসিজআরএল ১৫৬৮
জনতা ট্রাভেলস লিমিটেডআরএল ১৮৪
এমএস এশা ইন্টারন্যাশনালআরএল ১৫৯৭
মালয়েশিয়া বাংলাদেশ হোল্ডিং প্রাইভেট লিমিটেডআরএল ১৬৭৫
ত্রিবেণী ইন্টারন্যাশনালআরএল ০০২২
এমএস শান ওভারসিজআরএল ০৭৫৯
মনসুর আলী ওভারসিজ এন্ড ট্রাভেলসআরএল ০৯৯৯১
থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডআরএল ১৭৭৯
অরবিটাল ইন্টারন্যাশনালআরএল ১৪৫৭
হাইডরি ট্রেড ইন্টারন্যাশনালআরএল ০২৪০
এজিএ ইন্টারন্যাশনাল আরএল ০৫৩০
অন্যন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সিআরএল ২১০১
বেসিক পাওয়ার এন্ড কেয়ার অভারসিজআরএল ১৪১৮
ইস্ট ওয়েস্ট প্যারাডাইজ আরএল ০৬১৯
কিসওয়া ইন্টারপ্রাইজ লিমিটেডআরএল ৫৭৩
এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিআরএল ১৯৬৩
মাস ট্রেড ইন্টারন্যাশনাল লিআরএল ৫০৪
নাতাশা ওভারসিজআরএল ১৩১৫
নিউ হ্যাভেন ইন্টারন্যাশনাল লিআরএল ৩৪৬
রমনা এয়ার ইন্টারন্যাশনালআরএল ১১৭২
ইউনাইটেড এক্সপোর্ট লিআরএল ৪৮৬
উইন ইন্টারন্যাশনালআরএল ৭২১
উইনার ওভারসিজ লিআরএল ৬৬৪

মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা ও ঠিকানা

বর্তমানে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন রিক্রুটিং এজেন্সি কাজ করে থাকে। রিক্রুটিং এজেন্সগুলি সরাসরি মালেশিয়ার কোম্পানির সাথে যোগাযোগ করে লোক পাঠিয়ে থাকে। তাই সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলির তালিকা ও ঠিকানা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। চলুন তাহলে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা ও ঠিকানা ও মোবাইল নাম্বার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ

মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা ও ঠিকানা
মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা

মালয়েশিয়া ভিসা এজেন্সি – ০১

Agency name: A.J International

 Recruiting license no: 1304

Contact Person: Mr. Abdulla Al-Mamun.

Designation: Proprietor

Address: Bir Uttam Mir Shakhawat Ali Sarak, Gulshan-1, Dhaka.

Mobile No: 01709990702

মালয়েশিয়া ভিসা এজেন্সি – ০২

Agency name: Path Fine International

 Recruiting license no: 1298

Contact Person: Mr. Majharul Islam.

Designation: Proprietor

Address: Chirmanbari, Banani, Dhaka.

Mobile No: 01314993514.

মালয়েশিয়া ভিসা এজেন্সি – ০৩

Agency name: Green Land Overseas.

 Recruiting license no: 40

Contact Person: Mr.

Designation: Proprietor

Address:  Bir Uttam Mir Shakhawat Ali Sarak, Gulshan-1, Dhaka.

Mobile No: 01709990700

মালয়েশিয়া ভিসা এজেন্সি – ০৪

Agency name: Al- Bukhari International

 Recruiting license no: 301

Contact Person: Mr. Md. Saiful Islam Bhuyan.

Designation: Managing Partner.

Address: Naya Paltan, Dhaka.

Mobile No: 01715416796

মালয়েশিয়া ভিসা এজেন্সি নামের তালিকা ও ঠিকানা সম্পর্কে জানুন
মালয়েশিয়া ভিসা এজেন্সি নামের তালিকা ও ঠিকানা সম্পর্কে জানুন

মালয়েশিয়া ভিসা এজেন্সি – ০৫

Agency name: Imperial Resources Limited.

 Recruiting license no: 1874

Contact Person: Mr. Md. Mahbubur Rahaman.

Designation: Managing Director.

Address: Banani, Dhaka.

Mobile No: 01719107968

মালয়েশিয়া ভিসা এজেন্সি – ০৬

Agency name: South Point Overseas Ltd.

 Recruiting license no: 622

Contact Person: Mr. Muhammad Manjur Kader.

Designation:  Managing Director.

Address: Gulshan- 1, Dhaka.

Mobile No: 01711567500.

মালয়েশিয়া ভিসা এজেন্সি – ০৭

Agency name: Ahmed International

 Recruiting license no: 1146

Contact Person: Mr. Benjir Ahmed. MP

Designation: Propietor

Address: Purana Palatan, Dhaka.

Mobile No: 01711645647.

মালয়েশিয়া ভিসা এজেন্সি – ০৮

Agency name: Binimoy International.

 Recruiting license no: 351

Contact Person: Mr. Sobhan Bhuiyan.

Designation: Managing Partner

Address: shanti Nagar, Dhaka.

Mobile No: 01745770401

মালয়েশিয়া ভিসা এজেন্সি – ০৯

Agency name: Akash Bhraman.

 Recruiting license no:384

Contact Person: Mr. Monsur Ahmed.

Designation: Proprietor.

Address: Motijheel, Dhaka.

Mobile No: 01711591296

মালয়েশিয়া ভিসা এজেন্সি – ১০

Agency name: Irving International.

 Recruiting license no: 215

Contact Person: Mr. Hafzula Bari Mohammad Lutfur Rahman.

Designation: Proprietor

Address: Banani, Dhaka.

Mobile No: 01841006451

মালয়েশিয়া ভিসা কবে খুলবে?

করোনা মহামারীর কারনে দীর্ঘদিন মালয়েশিয়া ভিসা বন্ধ ছিল। আমাদের অনেকে জানতে চেয়েছেন মালয়েশিয়া ভিসা কবে খুলবে? করোনা মহামারী শেষ হয়ে যাওয়ার পরপর দুই দেশের মাঝে একটি চুক্তি স্বাক্ষর হয়। এরপর মালয়েশিয়া ভিসা খুলে দেওয়া হয়। ২০২১ সালের ১৯ শে ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়া মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সকল ধরনের ভিসাসেবা খুলে দেওয়া হয়েছে। তাই আপনি যদি মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা নিয়ে যেতে চান তাহলে খুব দ্রুত ভিসা করে নিন।

মালয়েশিয়া কাজের বেতন কত?

মালয়েশিয়াতে কাজের বেতন মূলত কাজের ধরনের উপর নির্ভর করবে। আপনি কোন ধরনের কাজ করছেন এবং কোন ভিসা নিয়ে দেশটিতে যাচ্ছেন এর উপর ভিত্তি করে বেতন নির্ধারিত হবে। এক এক ধরনের কাজে এক এক বেতন নির্ধারণ করা হয়ে থাকে। আপনি যদি জানতে চান মালয়েশিয়া কাজের বেতন কত তাহলে আমরা বলব সর্বনিন্ম বেতন হচ্ছে ৩০০০০ টাকা। তবে ফ্যাক্টরি ভিসায় মালয়েশিয়া কাজের বেতন ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকার মত হয়ে থাকে।

মালয়েশিয়া কি কাজের চাহিদা বেশি?

মালয়েশিয়াতে বাংলাদেশের অনেক শ্রমিক কাজ করে থাকে। প্রত্যেকে আলাদা আলাদা কাজ করে থাকে। এদের মধ্য কেউ কেউ কৃষিকাজ আবার অনেকে ফ্যাক্টরি, গার্মেন্ট, কন্সট্রাকশন ড্রাইবিং ইত্যাদি কাজ করে থাকে। বর্তমান সময়ে এই ধরনের কাজের প্রচুর চাহিদা রয়েছে। তাইআপনি আপানার পছন্দের কাজ অনুযায়ী ভিসা করে মালয়েশিয়া যেতে পারবেন।

মালয়েশিয়া যাওয়ার জন্য সর্বনিন্ম কত বছর বয়স লাগবে?

আপনি যদি মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা বা ফ্যাক্টরি ভিসায় যেতে চান তাহলে সর্বনিন্ম ২১ বছর বয়স হতে হবে। অর্থাৎ, মালয়েশিয়ার যাওয়ার জন্য সর্বনিন্ম ২১ বছর বয়স হতে হবে। তবে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনার জন্য মালয়েশিয়া যেতে ১৮ বছর বয়স লাগবে।

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে ২০২৩?

সরকারি ও বেসরকারিভাব মালয়েশিয়া যাওয়ার সুযোগ রয়েছে। আপনি যদি সরকারিভাবে মালয়েশিয়া যেতে চান তাহলে খরচ কিছুটা কম লাগবে। সাধারণত সরকারিভাবে মালয়েশিয়া যেতে ৭৮ হাজার টাকা লাগে। আর বেসরকারিভাবে মালয়েশিয়া যেতে এর থেকে ৩ গুণ বা তার চেয়ে বেশি টাকা লাগবে। অর্থাৎ, বেসরকারিভাবে মালয়েশিয়া যেতে ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা লাগবে। অনেক সময় বেসরকারিভাবে যাওয়াতে বিভিন্ন ধরনের রিস্ক থাকতে পারে।

পরিশেষে,

বাংলাদেশ থেকে প্রতিবছরই অনেক শ্রমিক মালয়েশিয়া যেয়ে থাকে। অনেক সময় মালয়েশিয়া ভিসা এজেন্সি তালিকা ও ঠিকানা হাতে কাছে না থাকায় ভিসা খরচ সম্পর্কে সঠিকভাবে যাচাই বাচাই করতে পারে না। তাই আজকে আর্টিকেলটিতে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা ও ঠিকানা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনি এই তালিকা থেকে বিভিন্ন এজেন্সি থেকে মালয়েশিয়া ভিসার খরচ ও ভিসা আবেদন সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button