ভিশন ইলেকট্রিক চুলা দাম 2023- কারেন্টের চুলার দাম কত জেনে নিন

সুপ্রিয় পাঠক/ পাঠিকা! আজকের আর্টিকেলটিতে ভিশন ইলেকট্রিক চুলা দাম 2023 সম্পর্কে জানাবো। দেশে গ্যাসের দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি ও লাকড়ী চুলার ধোঁয়ার সমস্যার সমাধানে ভিশন কোম্পানি বাজারে নিয়ে এসেছে ইলেকট্রিক চুলা। আজকের এই ফিচার পোষ্টের মাধ্যমে ইলেকট্রিক চুলার বিদ্যুৎ খরচ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই এই ধরনের কারেন্টের চুলার দাম, ব্যবহার ও বিদ্যুৎ খরচ সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্য্যসহকারে পড়ুন…….
ভিশন ইলেকট্রিক চুলা দাম
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তির এই যুগে যে কোন সমস্যার সমাধানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির গুরুত্ব অপরিসীম। দৈন্দন্দিন জীবনের সকল সমস্যার সমধানে ইলেকট্রনিক্স প্রযুক্তিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তেমনি রান্নার সমস্যার সমাধানে প্রযুক্তি নিয়েছে যোগান্তকারী সমাধান।
ইলেকট্রিক চুলার মাধ্যমে কোন প্রকার জামেলা ছাড়াই খুব সহজেই রান্না করা যায়। তাই আপানাদের অনেকে এই ধরনের ইলেকট্রিক চুলার দাম জানতে চেয়েছেন। আজকের আর্টিকেলটিতে ভিশন ইলেকট্রিক চুলার দাম সম্পর্কে লিখছি। ভিশন বাংলাদেশের অন্যতম ইলেকট্রিক পন্যের কোম্পানি। দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানিগুলির মধ্যে ভিশনের পণ্যগুলো দাম কম এবং এর গুণগত মান ভালো হওয়ায় সবার আস্তা অর্জন করছে।
সাধারণত ইলেকট্রিক চুলার দামগুলো বিভিন্ন কোম্পানি, ইন্ডাকশন এবং ইনফ্রারেড ইত্যাদির উপর নির্ভর করে। এই দিক থেকে ভিশন ইলেকট্রনিক্স কোম্পানি অনেকটাই এগিয়ে আছে। এছাড়াও এই কোম্পানির ইন্ডাকশন এবং ইনফ্রারেড উভয় প্রকার কারেন্টের চুলা রয়েছে। প্রিয় পাঠক এই ফিচার পোস্টটিতে ইন্ডাকশন বা ইনফ্রারেড সব ধরনের ভিশন ইলেকট্রিক চুলা দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। চলুন তাহলে ভিশন কারেন্টের চুলার দাম কত জেনে নেওয়া যাক।
Vision electric chula price in Bangladesh
বিভিন্ন ধরনের ইলেকট্রিক চুলাগুলোকে মোটামুটি দুইটি ক্যাটেগরি ভাগ করা হয়ে থাকে। এদের মধ্যে একটি ইন্ডাকশন অন্যটি ইনফ্রারেড চুলা। ইন্ডাকশন এবং ইনফ্রারেড এই দুই ধরনে চুলার যেমন বিভিন্ন সুবিধা ও অসুবিধা রয়েছে তেমনটি দামেরও কিছুটা পার্থক্য রয়েছে।
VISION Induction Cooker VSN-1206- ECO
প্রিয় পাঠক আপনারা যারা ভিশন কোম্পানির ইন্ডাকশন চুলা ক্রয় করতে চান তাদের জন্য এই VSN-1206- ECO মডেলটি খুবই উপযোগী হবে। এই ইলেকট্রিক চুলাটিতে 220V, 50Hz, 2000W শক্তিশালী ফায়ারপাওয়ার এবং সিরামিক টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে। এর ফলে চুলাটি অধিক টেকসই ও সুপার হিট উৎপাদনে সক্ষম।

এছাড়াও এই চুলাটিতে ৪ ডিজিট ডিসপ্লে রয়েছে যা অতিরিক্ত তাপ, ফেইড প্রতিরোধ করতে সাহায্য করবে। বর্তমানে এই মডেলের ভিশন ইলেকট্রিক চুলা দাম হচ্ছে ৩১৫০ টাকা। প্রিয় পাঠক আপনি যদি এই চুলাটি ক্রয় করেন তাহলে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সুবিধা পাবেন।
Vision Induction Cooker-RE-VSN-XI-1201-Eco
প্রিয় পাঠক, আপনারা যারা ভিশন কোম্পানির একটু দামি ইলেকট্রিক চুলা ক্রয় করতে চান তাদের জন্য এই VSN-XI-1201-Eco খুবই ভালো হবে। এই ইন্ডাকশন কুকারটিতে 220V, 50Hz, 2000W শক্তিশালী ফায়ারপাওয়ার এবং মাইক্রো ক্রিস্টাল প্লেট ব্যবহার করা হয়েছে। এর ফলে আপনার রান্না অতি দ্রুত হবে।

এই ইলেকট্রিক চুলাটিতে স্থায়ী বিবর্ণতা প্রতিরোধী টাচ সেন্সর কন্ট্রোল সহ 4 ডিজিটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা চাইল্ড লক বিকল্পের মাধ্যমে 8 টি পর্যায়ের বিকল্প পাওয়ার সেটিং করতে সাহায্য করবে। এর ফলে আপনি আপনার প্রয়োজনীয় পাওয়ারে রান্না সম্পন্ন করতে পারবেন। এই ধরনের Vision electric chula price in Bangladesh হচ্ছে ৩৩৭৫ টাকার মত। এই ইলেকট্রিক চুলাটির সাথেও ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সুবিধা থাকবে।
Vision Induction Cooker VSN-XI-211
সম্মানিত পাঠক/ পাঠিকা আপনারা যারা ভিশন কোম্পানির একটু বড় সাইজের ইলেকট্রিক চুলা ক্রয় করতে চান তাদের জন্য VSN-XI-211 এই মডেলটি পারফেক্ট হবে। সাধারণত যাদের বাড়িতে একসাথে বেশি খাবার রান্নার প্রয়োজন হয় তাদের জন্য এই মডেলটি অন্যতম। এই মডেলের চুলার আকার হবে 341X411X65 মিমি মত।

এই মডেলটি 60-270℃ তাপমাত্রা 3 ঘন্টা টাইমারের সাথে সামঞ্জস্য রেখে খুবই সহজে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এতে রয়েছে সুপার ওয়াইড ভোল্টেজ পরিসীমা 90-275V ফলে অতি নিন্ম এবং অতি উচ্চ ভোল্টেজেও অভিযোজন করতে সক্ষম হবে।
অতিরিক্ত তাপ, তৈলাক্ত পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য এর সাথে একটি ফ্যান রয়েছে। প্রিয় পাঠক আপনি চাইলে বিভিন্ন ফাংশন ব্যবহার করে গরম পাত্র, জল, উষ্ণ, দুধ, ভাজাপোড়া, স্যুপসহ বিভিন্ন রান্না করতে পারবেন। তাই এই মডেলের চুলাটি নিঃসন্দেহে অধিক উপযোগী হবে। বর্তমানে এই মডেলের ভিশন ইলেকট্রিক চুলা দাম হচ্ছে ৩৬৯০ টাকা। সম্মানিত পাঠক এই চুলাটির সাথেও ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সুবিধা থাকবে।
Vision Induction Cooker VSN1204-Border-ECO
প্রিয় পাঠক এই VSN1204-Border-ECO মডেলটি ভিশন কোম্পানির সবথেকে দামি ইন্ডাকশন কুকার। আপনারা যারা দামি ইলেকট্রিক চুলা ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য এই মডেলটি খুবই উপযোগী। এই মডেলটি অনেক দাম হলেও এর কিছু এক্সট্রা ফিচার আছে যা অন্যান্য মডেল থেকে আলাদা করে রেখেছে।

প্রিয় পাঠক আপনারা যারা এই মডেলের ইন্ডাকশন কুকার ক্রয় করবেন তারা 2000W শক্তিশালী ফায়ারপাওয়ার এবং সিরামিক টেম্পার গ্লাসের চুলা পাবেন। এছাড়াও এই ইলেকট্রিক চুলাটির সুপার হিট এবং স্থায়ী বিবর্ণতা প্রতিরোধীন টাচ সেন্সর কন্ট্রোল সহ 4 ডিজিটের ডিসপ্লে রয়েছ। যা চাইল্ড লক বিকল্পের মাধ্যমে 8-পর্যায়ের পাওয়ার সেটিং বিকল্প হিসেবে 60-270℃ তাপমাত্রায় খাবার রান্নায় সহযোগিতা করবে।
এছাড়াও এই ইলেকট্রিক চুলাটিতে সুপার ওয়াইড ভোল্টেজ পরিসীমা 90-275V থেকে অভিযোজন ক্ষমতা রয়েছে। বর্তমানে এই মডেলের ভিশন ইলেকট্রিক চুলা দাম হচ্ছে ৩৭৮০ টাকা। এই ইন্ডাকশন চুলা ক্রয় করলে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সুবিধা পাবেন।
কারেন্টের চুলার দাম কত
প্রিয় পাঠক আপনাদের অনেকে কারেন্টের চুলার দাম কত তা জানতে চেয়েছেন। সাধারণত কারেন্টের চুলা বা ইলেকট্রিক চুলা বলতে ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলাকেই বোঝানো হয়ে থাকে। উপরের আলোচনায় শুধু ভিশন ইন্ডাকশন চুলার দাম সম্পর্কে জেনেছি। এখন আমরা ভিশন ইনফ্রারেড চুলার দাম সম্পর্কে জেনে নিব। সধারণত ইন্ডাকশন চুলা থেকে ইনফ্রারেড চুলার সুযোগ সুবিধা অনেক বেশি থাকে। তাই ইন্ডাকশন চুলার দামের তুলনায় ইনফ্রারেড চুলাগুলোর দাম একটু বেশিই হয়ে থাকে।
Vision Infrared Cooker RE-VSN-XI-20A1
প্রিয় পাঠক, আপনারা যারা ভিশন ইনফ্রারেড ইলেকট্রিক চুলা ক্রয় করতে চান তাদের জন্য এই RE-VSN-XI-20A1 মডেলটি খুবই উপযোগী হবে। এই মডেলের ইলেকট্রিক চুলাটির আকার 280 * 360 মিমি এর মত হয়ে থাকে। চুলাটির শক্তি 220V, 50Hz, 2200W যা ইন্ডাকশন চুলার থেকে অনেক বেশি। এছাড়াও এই চুলার সাহায্যে আপনি স্টিল ছাড়াও অন্যান্য পাতিলে রান্না করতে পারবেন।

A গ্রেড গ্লাসের প্লেট দিয়ে এর ডিসপ্লে তৈরি করা হয়েছে। রেগুলেটারের মাধ্যমে এই চুলার পাওয়ার ইচ্ছেমত নিয়ন্ত্রণ করা যাবে। বর্তমানে এই মডেলের ভিশন ইলেকট্রিক চুলা দাম হচ্ছে ৩৪৬৫ টাকা। প্রিয় পাঠক আপনি অনলাইন বা অফলাইন যে কোন মাধ্যমে এই পণ্য ক্রয় করতে পারবেন। আর যদি অনলাইনের মাধ্যমে এই ইলেকট্রিক চুলাটি ক্রয় করতে চান তাহলে https://vision.com.bd/home-appliance/infrared-cooker/vision-infrared-cooker-re-vsn-xi-20a1/ অর্ডার করুন।
Vision Infrared Cooker 40A3 (HiLife)
ভিশন কোম্পানির এই 40A3 মডেলের ইনফ্রারেড ইলেকট্রিক চুলাটিও খুবই ভালো। প্রিয় পাঠক আপনি যদি এই মডেলের চুলাটি ক্রয় করেন তাহলে এতে থাকা ফ্যানটি দ্রুত তাপ ছড়িয়ে দিয়ে আপনার রান্নাকে সহজ করে দিবে। এই চুলাটি 200-240V বিভব পার্থক্যের রেঞ্জেও চালানো সম্ভব। আপনি অতি সহজে চুলাটি টার্চ বা বাটনের মাধ্যমে কন্টোল করতে পারবেন। চুলাটিতে ওভার হিট প্রোটেকশন, অটো শাট অফ নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা রয়েছ।

প্রিয় পাঠক, আপনি চাইলে এই চুলা দিয়ে BBQ গ্রিল সহ অন্যান্য রান্নাও করতে পারবেন। এর জন্য এই চুলার সাথে একটি জালি দেওয়া থাকবে। বর্তমানে এই মডেলের ভিশন ইলেকট্রিক চুলার দাম ৪৪৫৫ টাকা। এছাড়াও এই চুলার সাথে ১ বছরের ওয়ারেন্টি সুবিধা থাকবে।
Vision Infrared Cooker -VSN-XI-26
প্রিয় পাঠক, আপনারা যারা ভিশন কোম্পানির সব থেকে ভালো এবং একটু কমদামী ইনফ্রারেড কুকার ক্রয় করতে চান তাদের জন্য এই মডেলটি। বর্তমানে এই মডেলের ভিশন ইলেকট্রিক চুলার দাম হচ্ছে ৪২৭৫ টাকা। এই চুলাটিতে 220V, 50Hz, 2000W শক্তিশালী ফায়ারপাওয়ার ব্যবহার করা হয়েছে। ফলে রান্না অতি দ্রুত সময়ে করা সম্ভব হবে। এছাড়াও এই চুলাটিতে A গ্রেড কালো ক্রিস্টাল টেম্পারড গ্লাস ব্যবহার করা হয়েছে এতে এর ডিসপ্লে অধিক টেকসই ও দীর্ঘস্থায়ী হবে।

এই ইনফ্রারেড চুলাটির আকার হচ্ছে 341X411X65 মিমি। এই চুলাটির অন্যতম সুবিধা হচ্ছে সব ধরণের হাড়ি পাতিল রান্নার কাজে ব্যবহার করা যাবে।
ইলেকট্রিক চুলার ব্যবহার
বর্তমান সময়ে আপনাদের অনেকেই প্রয়োজনে বা শখের বসে ইলেকট্রিক চুলা ক্রয় করে থাকেন। ইলেকট্রিক চুলার ক্রয় করার পর প্রথমেই যে সমস্যায় ভোগেন তাহল এর সঠিক ব্যবহার না জানা। তাই আপনাদের কথা বিবেচনা করে ইলেকট্রিক চুলার ব্যবহার সম্পর্কে লিখছি।
সাধারনত ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলার ব্যবহার প্রায় একই। কিন্তু ইন্ডাকশন কুকারে শুধু স্টিলের হাড়ি পাতিল ব্যবহার করা যায়। অন্যদিকে ইনফ্রারেড কুকারে সব ধরনের পাতিল ব্যবহার করা যায়।
কারেন্টের চুলা ব্যবহার করার জন্য প্রথমেই এর সাথে বিদ্যুতের সংযোগ দিতে হবে। এরপর অন বাটনটি ৩ সেকেন্ডের জন্য চেপে ধরতে হবে। এর ফলে স্কিনে অন লেখা দিবে। যখন তরকারি বা অন্যান্য ভারী জিনিস রান্না করবেন তখন Stir- Fry বাটনে চাপ দিতে হবে। আর নরমাল ভাজি রান্না করা করা জন্য Fry বাটনে চাপ দিতে হবে।
এছাড়াও স্যুপ রান্না করার জন্য স্যুপ বাটন আছে যেখানে চাপ দিলেই স্যুপ রান্না হয়ে যাবে। প্রিয় আপনাদের অনেকে ঘরে বার্বিকিউ করতে পছন্দ করেন। এই কারেন্টের চুলাতে বার্বিকিউ করার অপশনও রয়েছে। এর মাধ্যমে অতি সহজেই বার্বিকিউ করতে পারবেন।
ইনফ্রারেড চুলার অন্যতম সুবিধা হচ্ছে এই চুলাতে টাইম সেট করে দেওয়া যায়। আপনি যদি কোন রান্নার জন্য টাইম সেট করে দেন রান্না হওয়ার পর চুলাটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এছাড়াও রান্না বসিয়ে আউটার বা ইনার রিংটোনের মাধ্যমে রান্না শেষ হয়েছে কি না তা জানতে পারবেন।
ইলেকট্রিক চুলা কত ওয়াট
প্রিয় পাঠক, আপনাদের অনেকে জানতে চান ইলেকট্রিক চুলা কত ওয়াট এর। সাধারণত ইলেকট্রিক চুলাগুলি ৮০০ থেকে ২২০০ ওয়াটের মত হয়ে থাকে। তবে আপনি চাইলে আপনার পছন্দ মত রান্না করতে পারবেন। ওয়াট চেঞ্জ করার জন্য কারেন্টের চুলার সাথে নিচে একটি নভ থাকে যা সাহায্যে অতি সহজেই কন্টোল করা যায়। প্রিয় পাঠক আপনি সর্বনিন্ম ২০০ ওয়াটে রান্না করতে পারবেন।
ইলেকট্রিক চুলার বিদ্যুৎ খরচ
প্রিয় পাঠক, আপনারা যারা ইলেকট্রিক চুলা ক্রয় করেছেন বা ইলেকট্রিক চুলা করবেন। তাদের মাথায় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হচ্ছে এক মাসে ইলেকট্রিক চুলার বিদ্যুৎ খরচ হবে। তাই আজকের এই আর্টিকেলটিতে কারেন্টের চুলার বিদ্যুৎ খরচ সম্পর্কে বিস্তারিত লিখছি।
সাধারণত ইলেকট্রিক চুলাতে রান্না করতে গ্যাসের চুলার সমান বা একটু বেশি সময় লাগে। কারেন্টের চুলাগুলি ৮০০ থেক ২২০০ ওয়াটের মত হয়ে থাকে। তবে সর্বিন্ম ২০০ ওয়াটে রান্না করা যায়। ধরা যাক, আপনি রেগুলার ১০০০ ওয়াটে প্রতিদিন ১ ঘন্টা রান্না করেন। তাহলে প্রতিদিন আপনার ১ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হবে। সাধারণত বাসা বাড়িতে ১ কিলোওয়াট বিদ্যুতের খরচ ৫.৭২-৮ টাকার মত হয়ে থাকে। সেই হিসেবে আপনার কারেন্টের চুলার বিদ্যুৎ খরচ হবে ১৭০ টাকা থেকে ২৪০ টাকার মত।
শেষকথাঃ
আজকের আর্টিকেলটিতে ভিশন ইলেকট্রিক চুলা দাম 2023 সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ইলেকট্রিক চুলার ক্রয় করার ক্ষেত্রে ইনফ্রারেড চুলা ক্রয় করার চেষ্টা করবেন। ইনফ্রারেড চুলাতে সব ধরনের পাত্র ব্যবহার করা যায়। আর ইলেকট্রিক চুলার ব্যবহারের সময় একটি খেয়াল রাখবেন আপনারা যত ওয়াটের মধ্যে রান্না করবেন ঐ ওয়াটের উপরেই বিদ্যুৎ বিল আসবে।