ডাবল গ্যাসের চুলার দাম-১০টি সেরা ব্যান্ডের গ্যাসের চুলার দাম জানুন

সুপ্রিয় পাঠক/ পাঠিকা! আজকে আমি আপনাদের জন্য ডাবল গ্যাসের চুলার দাম নিয়ে হাজির হয়েছি। আজকের এই ফিচার পোষ্টের মাধ্যমে বাংলাদেশের সকল ব্রান্ডের গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও চুলার ব্যবহার এবং গ্যাসের চুলায় কালি পড়া বন্ধ করার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
ডাবল গ্যাসের চুলার দাম
বাংলাদেশে দীর্ঘ দিন থেকে নতুন করে তিতাস গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। তাই অধিকাংশ বাড়িতে সিলিন্ডার গ্যাসের চুলার ব্যবহার বাড়ছে। সাধারণত সিলিন্ডার গ্যাসের চুলাগুলি সিংগেল এবং ডাবল এই ধরনের হয়ে থাকে। যে সকল বাড়িতে রান্নার চাপ বেশি থাকে তাদের বাড়িতে ডাবল চুলার ব্যবহার অধিক পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে।

ডাবল গ্যাসের চুলার দাম সিংগেল চুলার দামের থেকে কিছুটা বেশি হয়ে থাকে। তবে ব্যান্ড অনুযায়ী এই দামের পার্থক্য রয়েছে। তাই আজকের আর্টিকেলটিতে বাংলাদেশের সকল ব্র্যান্ডের গ্যাসের চুলার দাম সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়ার চেষ্টা করেছি।
মিয়াকো গ্যাসের চুলার দাম
বাংলাদেশের মানুষের কাছে ইলেকট্রনিক্স পণ্যের জগতে অন্যতম বিশ্বস্ত কোম্পানি মিয়াকো। মিয়াকো কোম্পানি সিংগেল, ডাবল কিংবা ট্রিপল বার্নারের গ্যসের চুলা তৈরি করে থাকে। এই কোম্পানি বিভিন্ন দামের গ্যাসের চুলা উৎপাদন করে। চুলার কোয়ালিটি, বার্নার ও আকারের উপর দামের অনেক পার্থক্য রয়েছে। প্রিয় পাঠক আপনি যদি মিয়াকো ডাবল গ্যাসের চুলা ক্রয় করতে চান তাহলে আপনি আপনার পছন্দের বিভিন্ন মডেল পছন্দ করতে পারবেন।

বিভিন্ন মডেলগুলির মধ্যে MGS-132DG Rainbow মডেলটি খুবই জনপ্রিয়। বর্তমান সময়ে সব থেকে বেশি ব্যবহৃত মডেল। এই চুলাটি ডাবল বার্নারের গ্যাসের চুলা। এর বডি স্টিল দ্বারা নির্মিত। তাই কোন প্রকার মরিচা পড়ার সম্ভাবনা নেই। এছাড়াও এই মডেলটির অন্যতম সুবিধা হচ্ছে লাইটার বা ম্যাচ ছাড়াই চলানো যাবে। বর্তমানে এই মডেলের মিয়াকো ডাবল গ্যাসের চুলার দাম মাত্র ৭৭০০ টাকা।
শরিফ গ্যাসের চুলার দাম
গ্যাসের চুলার অন্যতম কোম্পানির নাম হচ্ছে শরীফ কোম্পানি। এই কোম্পানিটি দীর্ঘ কয়েক বছর ধরে সততার সাথে বিভিন্ন মডেলের গ্যাসের চুলার তৈরি করে আসছে। এই কোম্পানির গ্যাসের চুলার দাম অনেকটাই কম। শরিফ গ্যাসের চুলার মডেলগুলির মধ্যে SH-GSG605D এই চুলাটি অন্যতম। প্রিয় পাঠক আপনি যদি এই চুলাটি ক্রয় করেন তাহলে এক বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন।

বর্তমানে এই মডেলের শরিফ ডাবল গ্যাসের চুলার দাম ৩৯৫০ টাকা। এই চুলাটি ৩০% ইনার্জি সিভিং হওয়ায় সবাই অনেক পছন্দ করে। এছাড়াও এর বডি ম্যাটেরিয়ালস স্টিনলেস স্টিল দ্বারা নির্মিত। এর ফলে এটি মরিচারোধী ও অধিক টেকশই পণ্য।
টপার গ্যাসের চুলার দাম
টপার বাংলাদেশের অন্যতম গ্যাসের চুলা। এই কোম্পানির গ্যাসের চুলার বিজ্ঞাপন প্রায়ই সময়ই টেলিভিশনে দেখতে পাওয়া যায়। এই ধরনের বিজ্ঞাপন দেখে অনেকে তা ক্রয় করতে চান। এই কোম্পানির সিঙ্গেল গ্যাসের চুলাগুলি অনেক সুন্দর হয়ে থাকে। তবে আপনি চাইলে ডাবল চুলাও ক্রয় করতে পারবেন। সাধারনত টপার গ্যাসের চুলার দাম ৩৫০০ থেকে শুরু হয়ে থাকে। আপনি তাদের শোরুম থেকে পছন্দ ও দামাদামি করে নিতে পারবেন।

ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৩
ওয়ালটন বাংলাদেশের দেশীয় পন্য। ওয়ালটন কোম্পানিও বিভিন্ন মডেলের গ্যাসের চুলা তৈরি করছে। প্রিয় পাঠক, আপনি যদি ওয়ালটনের গ্যাসের চুলা ক্রয় করতে চান। তাহলে ওয়ালটনের শোরুম থেকে সরাসরি আপনার পছন্দের মডেলের গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন।
ওয়ালটন কোম্পানি সব থেকে নতুন ও বিভিন্ন স্টাইলের গ্যাসের চুলা তৈরি করছে। প্রিয় পাঠক আপনি এই কোম্পানির নজরকাড়া চুলা দেখেই পছন্দ করে ফেলবেন। নিচের মডেলের ডাবল গ্যাসের চুলার দাম হচ্ছে ৬৯৫০ টাকা। প্রিয় পাঠক আপনি যদি এই চুলাটি ক্রয় করেন তাহলে এক বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন। এছাড়াও এই চুলাই স্লিম হওয়াতে অধিক টেকসই ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে।

গাজী গ্যাসের চুলার দাম ২০২৩
প্রিয় পাঠক, আপনারার হয়তো অনেকে গাজী পাম্পের নাম অনেকই শোনে থাকবেন। এই কোম্পানিটি টেকশই ও হাই কোয়ালিটির ওয়াটার মটর দিয়ে সকলের কাছে পরিচিতি লাভ করছে। বর্তমানে এই কোম্পানিটি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিভিন্ন মডেলের গ্যাসের চুলা তৈরি করছে। প্রিয় পাঠক আপনি চাইলে এই কোম্পানি থেকেও সিঙ্গেল বা ডাবল গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন।

আমরা আজকের এই আর্টিকেলটিতে গাজী ডাবল গ্যাসের চুলার দাম সম্পর্কে বিস্তারিত লিখছি। EG-B720 এই মডেলটি অন্যতম। বর্তমানে এই কোম্পানিতে ১০% ছাড় চলছে। তাই এই মডেলের গ্যাসের চুলার মূল্য ৬৪৮০ টাকা। এই চুলাটি ক্রয় করলে আপনি ১ বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন।
আরএফএল গ্যাসের চুলার দাম
বর্তমান সময়ে সকল ক্রেতাদের পছন্দের গ্যাসের চুলার নাম হচ্ছে আরএফএল। আরএফএল এর গ্যাসের চুলাগুলি দীর্ঘ সময় ধরে বাজারে রাজত্ব করছে। আরএফএল কোম্পানির সিঙ্গেল ও ডাবল উভয় প্রকারের গ্যাসের চুলা পাওয়া যায়। সারা বাংলাদেশে আরএফএল এর শোরুম রয়েছে। তাই আপনি দেশের যে কোন প্রান্ত থেকেই ক্রয় করতে পারবেন। এই কোম্পানিতে থেকে আপনি আপনার বাজেটের মধ্যেই চুলা ক্রয় করতে পারবেন।

প্রিয় পাঠক আপনি যদি বেশি দামে আরএফএল গ্যাসের চুলা ক্রয় করতে চান তাহলে Built In SS NG HOB BH Gas Stove (22SN) এই মডেলটি পার্ফেক্ট হবে। বর্তমানে এই মডেলের গ্যাসের চুলার মূল্য ৯৫০০ টাকা। আর যদি একটু কম দামে আরএফএল চুলা ক্রয় করতে চান তাহলেও অনেকে মডেল পেয়ে যাবেন। একটু কমদামের ভিতর Double SS Auto Gas Stove (QUEEN CI) LPG এই মডেলটি খুবই ভালো। বর্তমানে এই মডেলের আরএফএল গ্যাসের চুলার দাম ৩১২৫ টাকা।
- আরও পড়ুনঃ যমুনা ফ্রিজের মূল্য তালিকা ২০২৩
ভিশন গ্যাসের চুলার দাম
ভিশন কোম্পানিও অন্যান্য ইলেকট্রিক কোম্পানির মত বাজারে গ্যাসের চুলা নিয়ে এসেছে। প্রিয় পাঠক আপনি যদি ভিশন কোম্পানি থেকে গ্যাসের চুলা ক্রয় করতে চান তাহলে সিংগেল বার ডাবল উভয় প্রকারের চুলাই ক্রয় করতে পারবেন। ভিশন কোম্পানির চুলাগুলির দাম একটু বেশি। কিন্তু মানে ও গুণে ভিশন পন্যের জুড়ি নেই। তাই আপনি নিঃসন্দেহে ভিশনের গ্যাসের চুলা ক্রয় করতে পারেন।

Code: 892905 এই মডেলের গ্যাসের চুলাটি দাম কম ও হাই কোয়ালিটি হওয়ায় এর চাহিদা অনেক বেশি। প্রিয় পাঠক আপনি যদি এই চুলাটি ক্রয় করতে চান তাহলে ৩৭৫০ টাকা লাগবে। এই চুলাটির বডি স্টিনলেস স্টিল দ্বারা নির্মিত। যা অধিক টেকশই ও মরিচা প্রতিরোধী। এছাড়াও এর সাথে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সুবিধা তো থাকছেই।
ইউরো স্টার গ্যাসের চুলার দাম
ইউরো স্টার বাংলাদেশের অন্যতম ই কমার্স সার্ভিস কোম্পানি। এই কোম্পানিটি মূলত এক বার্নারের গ্যাসের চুলা বিক্রি করে থাকে। এই কোম্পানিটির সিংগেল চুলার দাম অত্যন্ত কম। তাই প্রিয় পাঠক আপনার যদি সিঙ্গেল গ্যাসের চুলা ক্রয় করার প্রয়োজন হয় তাহলে এই কোম্পানি থেকে ক্রয় করতে পারবেন। সিঙ্গেল চুলা ছাড়াও কিছু ডাবল গ্যাসের চুলা বিক্রি করে থাকে। প্রিয় পাঠক আপনি যদি Geepas Gas Cooker (Special Edition) এই চুলাটি ক্রয় করেন তাহলে ৫৬০০ টাকা লাগবে।

নোভা গ্যাসের চুলার দাম
দ্রুত সময়ে রান্না করার জন্য নোভা NV-831 (Glass) 2 Burners এই মডেলের গ্যাসের চুলা বাজারে নতুন নিয়ে এসেছে। বর্তমানে এই মডেলের ডাবল গ্যাসের চুলার দাম হচ্ছে ৪৭৫০ টাকা। এই চুলাটির কপার ধাতু দ্বারা নির্মিত। তাই চুলাটি অধিক টেকশই ও মজবুত। এছাড়াও এই চুলা ব্যবহার ৫০% গ্যাস সেভ করবে। এর অন্যতম সুবিধা হচ্ছে এলপি গ্যাস ছাড়াও প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে রান্নাবান্না করা যাবে।

বলাকা গ্যাসের চুলার দাম
প্রিয় পাঠক আপনারা যারা লাইনের গ্যাসের জন্য চুলা ক্রয় করতে চান তাদের জন্য বলাকা গ্যাসের চুলা অন্যতম। বর্তমানে বলাকা কোম্পানিটি পাইপ লাইনের জন্য সিঙ্গেল বা ডাবল উভয় প্রকারের গ্যাসের চুলা বিক্রি করছে। তাই আপনারা যারা লাইনের গ্যাসের জন্য উন্নতমানের চুলা ক্রয় করতে চান বলাকা কোম্পানির চুলা ক্রয় করতে পারেন। সাধারণত বলাকা ডাবল গ্যাসের চুলার দাম ২৫০০ থেকে ২৬০০ টাকার মত হয়ে থাকে।
সিঙ্গেল গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৩
প্রিয় পাঠক আপনারা যারা ছোট ফ্যামিলির জন্য গ্যাসের চুলা ক্রয় করতে চান। তাদের জন্য সিঙ্গেল গ্যাসের চুলা পারফেক্ট হবে। সাধারণত সিঙ্গেল গ্যাসের চুলার দাম ডাবল চুলার থেকে অনেকটাই কম হয়ে থাকে। সিংগেল গ্যাসের চুলা এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তর করাও অনেক সহজ। এছাড়া সিংগেল গ্যাসের চুলার অনেকটাই গ্যাস সেভিং হয়। উপরের প্রতিটি কোম্পানির বিভিন্ন মডেলের সিংগেল গ্যাসের চুলা রয়েছ। তাই আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোন মূল্যের গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন।
অটো ডাবল গ্যাসের চুলার দাম
বর্তমান সময়ে যত মডেলের গ্যাসের চুলা রয়েছে তার বেশির ভাগই অটো চুলা। অটো চুলা কোন প্রকার লাইটার বা ম্যাচ ছাড়াই জ্বালানো যায়। এই ধরনের চুলার বার্নারের ভিতর এক ধরনের পাথর থাকে। চুলার অন বাটনে চাপ দিলেই ঘর্ষণের মাধ্যমে চুলাটি জ্বলে উঠে। সাধারণত অটো ডাবল গ্যাসের চুলার দাম ৩৭০০ থেকে শুরু হয়ে ১৪০০০ টাকার পর্যন্ত হয়ে থাকে। প্রিয় পাঠক আপনি যদি অটো ডাবল গ্যাসের চুলা ক্রয় করতে তাহলে DARAZ থেকে অতি সহজেই ক্রয় করতে পারবেন।
কাচের গ্যাসের চুলার দাম
রান্না ঘরকে আকর্ষনীয় ও সুন্দর রাখতে কাচের গ্যাসের চুলার বিকল্প নেই। বর্তমানে বাজারে সিংগেল বা ডাবল উভয় প্রকারের কাচের গ্যাসের চুলা পাওয়া যায়। প্রিয় পাঠক আপনি যদি কাচের গ্যাসের চুলা ক্রয় করতে চান তাহলে ওয়ালটন, ভিশন, আরএফল কিংবা মিয়াকোর যে কোন শোরুম থেকে গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন।
স্টিলের গ্যাসের চুলার দাম
গ্যাসের চুলাকে মজবুত ও অধিক টেকসই করার জন্য স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়। স্টিল হচ্ছে লোহার একটি অ্যালয় ধাতু। এর সাথে ১১% বেশি ক্রোমিয়াম ধাতু ব্যবহার করা হয়ে থাকে। ক্রোনিয়াম গ্যাসের চুলাকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করে থাকে। বর্তমান সময়ে প্রায় কোম্পানিগুলিই স্টিলের গ্যাসের চুলা ক্রয় করছে। প্রিয় পাঠক স্টিলের গ্যাসের চুলার দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে। আপনি যদি স্টিলের ডাবল গ্যাসের চুলা ক্রয় করতে চান তাহলে ৮০০০ টাকার মত লাগবে।
লোহার গ্যাসের চুলার দাম
সাধারণত প্রাকৃতিক গ্যাস বা পাইপ লাইনের গ্যাসের জন্য লোহার গ্যাসের চুলা ব্যবহার করা হয়ে থাকে। বর্তমান সময়ে লোহার গ্যাসের চুলার জন্য বলাকা কোম্পানি অধিক পরিচিতিল লাভ করছে। প্রিয় পাঠক আপনি যদি বাসাবাড়িতে লোহার গ্যাসের চুলা ক্রয় করতে চান তাহলে বলাকা কোম্পানির চুলা ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে ডাবল গ্যাসের চুলার দাম হবে ২৫০০ থেকে ২৬০০ টাকার মত।
গ্যাসের চুলায় কালি পড়া বন্ধ করার উপায়
দীর্ঘ দিন গ্যাসের চুলা ব্যবহার করলে হাড়ি পাতিলের নিচে কালি পড়তে শুরু। এই কালিগুলি মাটির চুলায় রান্না করার সময় যে কালি হয় তার থেকে একটু বেশি দাগ হয়ে থাকে। এছাড়াও এই কালির সাথে এক ধরণের হলুদ কালার আস্তরণ পড়ে। যা পরিষ্কার করা অনেক কষ্টসাধ্য হয়ে থাকে।
আপনাদের অনেকে গ্যাসের চুলায় কালি পড়া বন্ধ করার উপায় সম্পর্কে জানতে চেয়েছেন। কালি পড়ার কারণগুলি সম্পর্কে যদি জানার থাকে তাহলে অতি সহজেই তা বন্ধ করা সম্ভব। প্রিয় পাঠক, আপনারা যারা ছোট ছোট পাতিলে খাবার রান্না করেন তারা খাবার ফুটার সময় খেয়াল রাখবেন। অতিরিক্ত তাপে খাবার পাতিল থেকে উপচে পড়ে বার্নারের উপর পড়ে চুলা বন্ধ করে দেয়। বিশেষ করে ভাতের মাড় ও দুধ জ্বাল দেওয়ার সময় এই ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। অতিরিক্ত তেল, চর্বি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এই তেল চর্বি বর্নারের ভিতর পড়ে তাল পড়তে থাকে।

বার্নারে যখন ময়লা জমে তখন অক্সিজেনের অভাবে গ্যাসের অপূর্নাঙ্গ দহন হয়। এর ফলে ময়লাগুলি পুড়ে পাতিলের গায়ে কালি তৈরি করে। তাই গ্যাসের চুলার কালি পড়া বন্ধ করতে হলে মাঝে মাঝে বার্নার পরিষ্কার করতে হবে।
গ্যাসের চুলা পরিষ্কার করার উপায়
অতিরিক্ত তেল চর্বি গ্যাসের চুলাকে নষ্ট করে ফেলে। আপানাদের অনেকে গ্যাসের চুলার বাইরের দিক পরিষ্কার করলেও এর বার্নার পরিষ্কার করেন না। ফলে বার্নারের ভিতরে ময়লা জমে পাতিলের গায়ে কালি জমতে দেখা যায়। তাই আজকের এই আর্টিকেলটির এই অংশে গ্যাসের চুলা পরিষ্কার করার উপায় সম্পর্কে লিখছি। চলনু তাহলে গ্যাসের চুলা পরিষ্কার করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

গ্যাসের চুলা পরিষ্কার করার জন্য প্রথমেই এর বাহিরের দিক ডিটারজেন্ট পাউডার বা লিকুইড বিম দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এর পর এর বার্নার বাহিরে বের করে এতে কিচেন হার্পিক ও সাথে লেবু রস দিয়ে ২০ থেকে ২৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর ব্রাশ দিয়ে ভালো করে মেজে নিলে নতুনের মত পরিষ্কার হয়ে যাবে। এভাবে পরিষ্কার করলে পাতিলের গায়ে কোন কালি জমবে না। আপনার চুলাও সুন্দর থাকবে।
পরিশেষে,
আশা করি, আজকের আর্টিকেলের মাধ্যমে ডাবল গ্যাসের চুলার দাম সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। বাংলাদেশের প্রতিটি কোম্পানি মার্কেটপ্লেসে টিকে থাকার জন্য অধিক টেকসই ও স্থায়ী গ্যাসের চুলা তৈরি করছে। তাই আপনি আপনার পছন্দের যে কোন কোম্পানি থেকে চুলা ক্রয় করতে পারেন। তবে গ্যাসের চুলা ক্রয় করার ক্ষেত্র স্টিলের চুলা ক্রয় করার চেষ্টা করবেন। এই ধরনের চুলাগুলি টেকসই ও মরিচাপ্রতিরোধী হয়ে থাকে।