জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ও আবেদনের নিয়ম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুনঃ শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ ২০২২-২০২৩।নবাগতদের পথচারণায় মুখরিত হবে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভর্তির প্রক্রিয়া নিয়ে নড়েচড়ে বসেছে প্রতিটি বিশ্ববিদ্যালয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম দিয়েছে আন্ডার গ্যাজুয়েট প্রোগ্রাম। এবারের জাবির ভর্তি পরীক্ষা ১০ ইউনিটের পরিবর্তে ৫টি ইউনিটের মাধ্যমে সম্পন্ন হবে। তবে প্রতিটি ইউনিটে শিফটিং ভর্তি পরীক্ষা পূর্বের চালু থাকবে। আজকের আর্টিকেলটিতে জাবির ভর্তি যোগত্যতা, আসনসংখ্যা ও ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে বিস্তারিত লিখছি। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ন আর্টিকেলটি পড়ুন…..
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
বিগত বছরগুলোর ন্যায় এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের জন্য সুযোগ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। যে সকল শিক্ষার্থী ২০১৯ কিংবা পরবর্তী সময়ে এসএসসি বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে কেবল ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবে।
গত শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য দশটি ইউনিটের পরিবর্তে পাঁচ ইউনিটে ভর্তি কার্যক্রম চলমান থাকবে। যেহেতু ইউনিটগুলো সম্পূর্ণ আলাদা সে ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ইউনিট ভিত্তিক আলাদা হবে। তবে জাবির ভর্তি যোগ্যতা অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। চলুন তাহলে জাবির ইউনিট ভিত্তিক ভর্তি যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহ
যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ইউনিক ভিত্তিক সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তাই জাবির ভর্তি যোগ্যতা জানার পূর্বে জাবির ইউনিট সমূহ সম্পর্কে বিস্তারিত জেনে নিব। ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষ থেকে জাবিতে A, B, C, D এবং E এই পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। আবার প্রত্যেকটি ইউনিটে আলাদা আলাদা এক বা একাধিক অনুষদ রয়েছে। তাই নিচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুষদ সমূহের তালিকা প্রদান করা হলঃ
- ইউনিট A: ১। গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ
২। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি - ইউনিট B: ১। সমাজবিজ্ঞান অনুষদ ও ২। আইন অনুষদ
- ইউনিট C: ১। কলা ও মানবিকী অনুষদ
২। বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট - ইউনিট D: ১। জীববিজ্ঞান অনুষদ
- ইউনিট E: ১। বিজনেস স্টাডিজ
২। ইনস্টিটিউট অব বিজনেজ স্টাডিজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জাবিতে ভর্তির যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলঃ
- ইউনিট A: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। এ ইউনিটে ভর্তির জন্য এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় আলাদা আলাদা করে নূন্যতম ৪ পয়েন্ট পেতে হবে। যদি কোন শিক্ষার্থী ৪ পয়েন্টের চেয়ে কম নম্বর পায় তাহলে সে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় সাব্জেক্ট চয়েজে ৮ থেকে ৯পয়েন্ট লাগবে।
- ইউনিট B: জাবির বি ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি ৩.৫০ থেকে ৪.০ পেতে হবে। তবে সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে বিষয়েভেদে মোট জিপিএ ৮.০ পয়েন্ট পেতে হবে।
- ইউনিট C: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা হিসেবে সি ইউনিটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ৩.৫০ পয়েন্ট পেতে হবে। এই ইউনিটটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। তবেবিষয়ভেদে মোট জিপিএর ৭.০ থেকে ৮.০ প্রয়োজন হবে।

- ইউনিট D: এ ও ডি ইউটিতে ভর্তির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা কোন পার্থক্য নেই। তাই ডি ইউনিটে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা আলাদাভাবে ৪ পয়েন্ট পেতে হবে। তবে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পর সাব্জেক্ট চয়েজে বিষয়ভেদে ৮-৯ পয়েন্টে লাগবে।
- ইউনিট E: জাবির ই ইউনিটে আবেদনের জন্য মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা আলাদা ভাবে ৩.৭৫ পয়েন্ট পেতে হবে। যে সকল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এই ই ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা আলাদা ভাবে ৪ পেতে হবে। তবে বিষয়ভেদে সকল গ্রুপের শিক্ষার্থীদের মোট জিপিএরএ ৮.০ থেকে ৯.০ পয়েন্ট পেতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৩৪টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবে। এক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা রয়েছে ১৯৫০ টি যেখানে ৯৭৮টি আসনে ছেলে এবং ৯৭২টি আসনের মেয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট অর্থাৎ গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বিভাগে মোট ৪৭৫টি আসন রয়েছে। এই ইউনিটে ছেলে শিক্ষার্থীদের জন্য ২৩৮ টি এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য ২৩৭ টি আসন রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা হিসেবে অনুযায়ী বি ইউনিটে মোট ৪০৫ টি আসন রয়েছে। যেখানে 205 টি আসনে ছেলে শিক্ষার্থী এবং ২০০ টি আসনের মেয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে থাকে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২-২০২৩ অনুযায়ী সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে সি ইউনিটে। এই ইউনিটের মোট আসন সংখ্যা রয়েছে ৪৯০টি। আরো একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ইউনিটে সমান সংখ্যক ছেলে এবং সমান সংখ্যক মেয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকে। অর্থাৎ, সি ইউনিটে ৪৪৫টি আসনে ছেলে এবং ৪৪৫টি আসনে মেয়ে শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
- আরও পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩।
জাবির ডি ইউনিটে ভর্তির জন্য ৩৩০টি আসন রয়েছে। যেখানে ১৬৫ টি আসনে ছেলে শিক্ষার্থী এবং ১৬৫টি আসনে মেয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে থাকে। যে সকল শিক্ষার্থী মেডিকেলের জন্য প্রিপারেশন নেন এই ইউনিটেতাদের জন্য চান্স পাওয়া অনেক সহজ হয়ে যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিটে সবচেয়ে কম সংখ্যক আসন রয়েছে। এই ইউনিটটিতে মূলত বিজনেস স্টাডিজ ও আইবিএ অনুষদ নিয়ে গঠিত। এই ইউনিটে মোট ২৫০ টি আসন রয়েছে। 250 টি আসনের বিপরীতে ১২৫ জন ছেলে শিক্ষার্থী এবং ১২৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে একজন শিক্ষার্থী নির্বাচন করা হয়ে থাকে। যার মধ্যে ৮০ নম্বর ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে আর ২০ নম্বর থাকবে এসএসসি এবং এইচএসসি জিপিএ নাম্বার এর উপর। জাবির প্রতিটি ইউনিটে ৮০ নম্বরের ভর্তি পরীক্ষার জন্য ৮০ টি এমসিকিউ থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে হবে।
সম্পূর্ণ পরীক্ষার জন্য একজন শিক্ষার্থী ১ ঘণ্টা সময় পাবে এর মধ্যে ৫ মিনিট ওএমআর শিট পূরণ করার জন্য বাকি ৫৫ মিনিট থাকবে mcq দাগানোর জন্য। প্রতিটি ভুল উত্তর দেয়ার জন্য 0.20 নম্বর কেটে নেওয়া হবে অর্থাৎ পাঁচটি প্রশ্নের ভুল উত্তর প্রদানের জন্য একটি সঠিক উত্তরের নাম্বার কাটা যাবে। এছাড়া প্রতিটি ইউনিটের জন্য ৩৩% হিসেবে পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে 27 নম্বর করে।
যে সকল শিক্ষার্থী সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অর্থাৎ ,নাটক ও নাট্যতত্ব এবং চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০ নম্বরের ভাইভার জন্য ডাকা হবে। ভাইভা ও লিখিত নাম্বার এর ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু ভিন্ন ধাচের হয়ে থাকে। এখানে একমাত্র মেধাবী শিক্ষার্থীরাই সুযোগ পাবে। যে সকল শিক্ষার্থীর একাডেমির পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান আইকিউ ও ইংরেজিতে দক্ষতা বেশি রয়েছে তাদের জন্য চান্স পাওয়া অত্যন্ত সহজ। বিগত বছরগুলোর জাবির প্রশ্ন ব্যাংক দেখলে জাবির প্রশ্ন সম্পর্কে সুন্দর একটি আইডিয়া পেয়ে যাবন। নিচে জাবির ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন দেওয়া হলঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ
২০২২- ২০২৩ শিক্ষাবর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয় নি। তবে ধারণা করা যায় অতি অল্প সময়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির তারিখ ঘোষণা করা হবে। জাবি ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেতে এই https://juniv-admission.org/ ওয়েবসাইটটি ভিজিট করুন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন করার নিয়ম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে এই https://juniv-admission.org/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনের পাঁচটি ধাপ রয়েছে। আবেদনের প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা যাচাই করা হবে। অর্থাৎ, আপনি যখন যে ইউনিটে আবেদন করবেন প্রথমে ন্যূনতম যোগ্যতা যাচাই করা হবে।
দ্বিতীয় ধাপে আপনার মোবাইল নাম্বার যাচাই করা হবে। আপনার মোবাইলে একটি ওটিপি প্রদান করা হবে এর মাধ্যমে আপনার মোবাইল নাম্বার যাচাই করা হবে। এরপর আপনার ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি ফ্রি প্রদান করতে হবে । ইউনিট উপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হবে। সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
পরিশেষে,
দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ই যোগ্য শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিয়ে থাকে। ঠিক তেমনি জাবিতে ভর্তি হতে হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ডাটাইমার শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। ফাস্টটাইমে জাবিতে চান্স পেতে হলে শুরু থেকেই পড়াশোনা করতে হবে।