আজকের চার্জার ফ্যান এর দাম 2023-জেনে নিন কোনটি ভালো চার্জার ফ্যান

চার্জার ফ্যান এর দাম জানুনঃ সুপ্রিয় পাঠক/ পাঠিকা! তীব্র গরম ও ঘন ঘন লোড শেডিং এ জনজীবন অতিষ্ট ? লোড শেডিং ও গরম থেকে স্বস্তি পেতে আজই চার্জার ফ্যান কিনুন। লোড শেডিং এর হয়রানি এবং গরমের অস্বস্তি থেকে বাঁচতে বিভিন্ন কোম্পানি যেমনঃ ওয়ালটন, ভিশন, সনি, ক্লিক, সনাকা, সিঙ্গার, মার্সেল, মিয়াকো চার্জার ফ্যানের দাম নিয়ে হাজির হয়েছি। তীব্র লোড শেডিং এর মধ্যে ফ্যানের মাধ্যমে বাতাস খেতে পারবেন। তাই কমদামে ভালো চার্জার ফ্যান সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন…
চার্জার ফ্যান এর দাম
একদিকে গ্রীষ্মের তীব্র গরম অন্য দিকে লোড শেডিং। গরমের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চার্জার ফ্যানের বিকল্প নেই। সম্প্রতি পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কয়লা রিজার্ভেশন ফুরিয়ে যাওয়ায়, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। এর ফলে দেশে চরম বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি যদি গরম থেকে স্বস্তি পেতে চান তাহলে চার্জার ফ্যান কিনুন। চার্জার ফ্যানগুলি লোড শেডিং পরও ৫-৬ ঘন্টা বাতাসের ব্যাকাপ দিবে।
প্রিয় পাঠক আপনাদের অনেকে চার্জার ফ্যান এর দাম জানতে চেয়েছেন। আপনাদের সুবিধার্থে ই সেরা কোম্পানির চার্জার ফ্যানের দাম, আকার ও মডেল নিয়ে লিখছি। সাধারণত চার্জার ফ্যানের প্রাইজ ফ্যানের আকার, কোম্পানি, চার্জের ব্যাকাপ ইত্যাদি প্যারামিটারের উপর নির্ভর করে। তাই আপনি যদি ছোট আকারের ফ্যান ক্রয় করেন তাহলে দাম একটু কম পড়বে। অন্যদিকে মাঝারি কিংবা বড় আকারের চার্জার ফ্যান ক্রয় করলে দাম একটু বেশি পড়বে।
দিন দিন চার্জার ফ্যানের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী ফ্যানের দাম প্রতিনিয়তই বাড়িয়ে দিচ্ছে। এর ফলে সাধারন ক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছে। প্রিয় পাঠক আপনাদের সার্বিক দিক বিবেচনা করে বিভিন্ন কোম্পানির ফ্যানের দাম নিয় আলোচনা করছি। এর ফলে আপনি আপনার বাজেট ও চাহিদা মধ্যে পছন্দের পন্য ক্রয় করতে পারবেন।
ওয়ালটন চার্জার ফ্যানের দাম
বর্তমান সময়ে সবচেয়ে ব্যবহৃত রিচার্জএবল ফ্যানগুলোর মধ্য ওয়ালটনের স্থান সবার শীর্ষে। দেশীয় পন্য হওয়ায় এর কাস্টমার সার্ভিসের কথা বিবেচনা করে জনগন এর উপর আস্তা রাখছে। প্রিয় আপনি যদি চার্জার ফ্যান ক্রয় করতে চান তাহলে নিঃসন্দেহে ওয়ালটনের ফ্যান করতে পারেন। সাধারনত ওয়ালটন চার্জার ফ্যানের দাম ১৭৯০ টাকা থেকে ৬৫০০ টাকার মত হয়ে থাকে। নিচে ভিন্ন ভিন্ন কোয়ালিটির ওয়ালটন চার্জার ফ্যান এর দাম নিয়ে আলোচনা করছি।
ওয়ালটন চার্জার ফ্যান-WRPF06A
প্রিয় পাঠক আপনাদের যাদের চার্জার ফ্যান কেনার জন্য বাজেট কম। তাদের জন্য ওয়ালটন কোম্পানির WRPF06A এই মডেলটি পার্ফেক্ট হবে। এই ফ্যানটির আকার একটু ছোট কিন্তু অনেক ধরনের সুবিধা রয়েছে।

- বৈশিষ্ট্যঃ
১। প্রিয় পাঠক আপনি যদি এই মডেলের ফ্যানটি ক্রয় করেন তাহলে প্রাকৃতিক বাতাসের অনুভূতি পাবেন। অল্প সময়েই শরীর শীতল ও ঠান্ডা হয়ে যাবে।
২। এই ফ্যানের ব্যাটারি অধিকস্থায়ী হবে।
৩। এই ফ্যানের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন চার্জ দিতে পারবেন।
৪। ফ্যানটির সাথে সুপার উজ্জ্বল সাদা LED আলোর ব্যবস্থা রয়েছে।
৫। ফ্যানটি রিচার্জেবল পোর্টেবল টেবিল ফ্যান অর্থাৎ, আপনি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন।
৬। এই ফ্যানে মাল্টি স্পিডের সুবিধা রয়েছে।
প্রিয় পাঠক আপনি যদি এই ফ্যানটি ক্রয় করেন তাহলে ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টির সুবিধা পাবেন। বর্তমানে এই চার্জার ফ্যান এর দাম হচ্ছে ১৭৯০ টাকা।
ওয়ালটন চার্জার ফ্যান-WRPF06A
প্রিয় পাঠক আপনারা যারা ওয়ালটনের মাঝারি আকার ফ্যানগুলো ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য এই মডেলটি পার্ফেক্ট হবে। এই মডেলের ফ্যানটির আকার 12”। ফ্যানটির বিভিন্ন ফিচার থাকায় সব ক্রেতার নজর কেরে নিয়েছে।

- বৈশিষ্ট্যঃ
১। এই ফ্যানটিতে ওভারচার্জ এবং ওভার ডিসচার্জ সুবিধা রয়েছে। ফলে ফ্যানের ব্যাটারি অধিক স্থায়ী হবে।
২। এই ফ্যানের পাওয়ার খরচ ১৮ ওয়াট যা অন্যান্য ফ্যান থেকে অনেক বেশি।
৩। ফ্যানটির আপনাকে ৪ থেকে ৫ ঘন্টা চার্জ ব্যাকাপ দিবে।
৪। এই ফ্যানের মাধ্যমে আপনি অতি সহজেই উচ্চ, নিন্ম এবং প্রাকৃতিক গতি নির্বাচন করতে পারবেন।
৫। এতে উজ্জ্বল এলএইডি লাইটের ব্যবস্থা রয়েছে।
৬। এর স্বয়ংক্রিয় দোলন সিস্টেম আপনাকে প্রাকৃতিক বাতাসের অনুভূতি দিবে।
সম্মানিত পাঠক আপনি যদি এই মডেলের ফ্যানটি ক্রয় করেন তাহলে ৬ মাসের সার্ভিস সুবিধা পাবেন। এছাড়াও এই ফ্যানটিতে ৩ মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। বর্তমানে ওয়ালটনের এই চার্জার ফ্যান এর দাম ৩৯৯০ টাকার মত।
ওয়ালটন চার্জার ফ্যান এর দাম
সুপ্রিয় পাঠক আপনারা যারা ওয়ালটনের ১৪” চার্জার ফ্যান ক্রয় করতে চান। তাদের জন্য WRTF14A এই মডেলটি খুবই ভালো হবে। ফ্যানটির বিভিন্ন কালার কম্বিনেশন রয়েছে। আপনি আপনার পছন্দের রং অনুযায়ী বাচাই করে নিতে পারবেন। এছাড়াও এই ফ্যানটি মাঝারি আকারের থেকে একটু বড়।

- বৈশিষ্ট্যঃ
১। এই ফ্যানটিতেও ওভারচার্জ এবং ওভার ডিসচার্জ সুবিধা থাকায় ব্যাটারি দীর্ঘমেয়াদী হবে।
২। এই ফ্যানটির পাওয়ার খরচ প্রায় ২০ ওয়াট।
৩। ফ্যানটি লোডশেডিং এর সময় ৮ থেকে ১০ ঘন্টা বাতাসের ব্যাকাপ দিতে সক্ষম।
৪। এই ফ্যানটির মাধ্যমেও উচ্চ, নিম্ন কিংবা প্রাকৃতিক গতি নির্বাচন করতে পারবেন।
৫। ফ্যানটিতে রয়েছে স্বয়ংক্রিয় দোলন সিস্টেম।
৬। এতে রাতের অন্ধকারে LED লাইটের আলো ব্যবস্থা রয়েছে।
প্রিয় পাঠক আপনি যদি এই মডেলের ফ্যানটি ক্রয় করেন তাহলে ৬ মাসের যন্ত্রাংশ ওয়ারেন্টি এবং ৩ মাসের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন। বর্তমানে এই মডেলের ওয়ালটন চার্জার ফ্যান এর দাম ৪৩৯০ টাকা।
ওয়ালটন চার্জার ফ্যানের দাম-WRSF16A-PBC
সম্মানিত পাঠক/ পাঠিকা আপনারা যারা ওয়ালটনের সব থেকে দামি ফ্যান ক্রয় করতে ইচ্ছুক। তাদের জন্য এই WRSF16A-PBC মডেলের ফ্যানটি খুবই উপযোগী হবে। বর্তমানে সময়ের সাথে তাল মিলিয়ে ওয়ালট কোম্পানি এই মডেলটি তৈরি করেছে। চার্জার ফ্যানগুলোর মধ্যে এই ফ্যান অধিক উপযোগী।

- বৈশিষ্ট্যঃ
১। প্রিয় পাঠক আপনি যদি এই ফ্যানটি ক্রয় করেন তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী এর উচ্চতা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যা অন্যান্য মডেলের ফ্যান থেকে সম্পূর্ণ আলাদা।
২। প্রাকৃতিক বাতাস পাওয়ার জন্য এর ব্লেড গুলি অ্যারো ডাইনামিক্যালিভাবে ডিজাইন করা হয়েছে।
৩। আপনি আপনার পছন্দ অনুযায়ী এর ঘূর্ণন নিয়ন্ত্রণ করতে পারবেন।
৪। এই ফ্যান থেকে সহজেই মাল্টি স্পিড নির্বাচন করতে পারবেন।
৫। এর ব্যাটারি অধিক স্থায়ী।
৬। রাতের বেলায় সুপার উজ্জ্বল LED আলোর লাইটের ব্যবস্থা রয়েছে।
প্রিয় পাঠক আপনি এই চার্জার ফ্যানটি মাত্র ৬৫০০ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। এছাড়াও এই ফ্যানের সাথে ব্যাটারি ছাড়া খুচরা যন্ত্রাংশের ৬ মাসের সাপোর্ট পাবেন। ফ্যানটির কোন পার্ট নষ্ট হয়ে গেলে ৩ মাসের মধ্যে রিপ্লেস করে নিতে পারবেন।
ভিশন চার্জার ফ্যান এর দাম
VISION ইলেকট্রনিক্স গুণমান এবং পরিষেবার ক্ষেত্রে শীর্ষ অবস্থান করছে। বর্তমানে এর ইলেকট্রনিক্স পণ্যগুলো অন্যান্য প্রতিযোগী কোম্পানির মানদন্ডে পরিণত হয়েছে। বাংলাদেশী পণ্য হওয়ায় সবার কাছে অধিক পরিচিতি লাভ করছে। এছাড়া ভিশন চার্জার ফ্যান এর দাম ও মান অন্যান্য কোম্পানি থেকে অনেক কম। তাই আপনি নিঃসন্দেহে ভিশনের ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করতে পারেন।
VISION Rechargeable Table Fan 12”
প্রিয় পাঠক আপনি যদি ভিশন এর চার্জার ফ্যান ক্রয় করতে চান তাহলে এই ফ্যানটি অনেক ভালো হবে। এই ফ্যানটি অন্যান্য কোম্পানির ফ্যানগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এই ফ্যানটির হাইট ১২ ইঞ্চি বা ৩০০ মিলিমিটার। এছাড়াও কিছু অথেনটিক বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে এই পণ্যটি ক্রয় করতে সহযোগিতা করবে।

- বৈশিষ্ট্যঃ
১। এই ফ্যানটি সম্পূর্ণ রিচার্জেবল ফ্যান।
২। ফ্যানটিতে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ এর সুরক্ষা রয়েছ।
৩। আপনি চাইলে এসি অথবা ডিসি উভয় কারেন্ট এর মাধ্যমে পরিচালিত করতে পারবেন।
৪। চার্জ শেষ হওয়ার পূর্বে আপনাকে ইঙ্গিত দিবে।
৫। আপনি আপনার মত করে এর গতি নিয়ন্ত্রণ করতে পারবেন।
৬। এর সর্বোচ্চ গতি ১৪০০ R.P.M এবং এর সর্বনিন্ম গতি ২৮০ R.P.M
৭। এই ফ্যানটি সর্বোচ্চ গতির জন্য ৪ ঘণ্টা এবং সর্বনিন্ম গতি জন্য ২৫ ঘণ্টা চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।
৮। প্রতি সপ্তাহে প্রায় ৭০ ঘণ্টা শক্তিশালী LED আলো প্রদান করবে।
প্রিয় পাঠক আপনি যদি এই ফ্যানটি ক্রয় করেন তাহলে উপরের সুবিধাগুলো পাবেন। আর বর্তমানে এই মডেলের ভিশন চার্জার ফ্যান এর দাম মাত্র ৪২০০ টাকা। এছাড়াও এই ফ্যানটির সাথে ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি সুবিধা পাবেন।
VISION Rechargeable Table Fan 14”
প্রিয় পাঠক আপনাদের অনেকে ভিশনের একটু বড় চার্জার ফ্যান ক্রয় করতে ইচ্ছুক, তাদের জন্য এই মডেলটি পার্ফেক্ট হবে। এই মডেলটির সাইজ ১৪ ইঞ্চি বা ৩৫০ মিলিমিটার। এই ফ্যানটি সম্পূর্ণ রিচার্জএবল এবং পোর্টএবল হওয়ায় কোন প্রকার জামেলা নেই।

- বৈশিষ্ট্যঃ
১। এই ফ্যানটিতে ৭ অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। যার বিভব পার্থক্য হচ্ছে ৬ ভোল্ট যা আপনাকে অধিক কারেন্ট সঞ্চয়ে সহযোগিতা করবে।
২। ফ্যানটিতে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ এর সুরক্ষা রয়েছ।
৩। আপনি চাইলে এসি অথবা ডিসি উভয় কারেন্ট এর মাধ্যমে পরিচালিত করতে পারবেন।
৪। চার্জ শেষ হওয়ার পূর্বে আপনাকে ইঙ্গিত দিবে।
৫। আপনি আপনার মত করে এর গতি নিয়ন্ত্রণ করতে পারবেন।
৬। এর সর্বোচ্চ গতি ১৪০০ R.P.M এবং এর সর্বনিন্ম গতি ২৮০ R.P.M।
৭। এই ফ্যানটি সর্বোচ্চ গতির জন্য ৪ ঘণ্টা এবং সর্বনিন্ম গতি জন্য ২৫ ঘণ্টা চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।
৮। প্রতি সপ্তাহে প্রায় ৭০ ঘণ্টা শক্তিশালী LED আলো প্রদান করবে। যা আপনার ঘরকে অনেক আলোকিত করে রাখবে।
বর্তমানে এই মডেলের ভিশন চার্জার ফ্যানের দাম ৫০০০ টাকা। এই ফ্যান আপনি অনলাইনের মাধ্যমে ফ্রি শিপিং এ ক্রয় করতে পারবেন। এছাড়াও এই ফ্যানটির সাথে ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি সুবিধা থাকবে।
সিঙ্গার চার্জার ফ্যানের দাম
বর্তমান সময়ে সিঙ্গার সকলের কাছে সুপরিচিত কোম্পানি। এই কোম্পানিটি বড় বড় ইলেকট্রনিক্স পণ্যে পাশাপাশি বিভিন্ন সাইজের চার্জার ফ্যানের তৈরি করা শুরু করেছে। আজকের আর্টিকেলটিতে সিঙ্গার কোম্পানির ভালো চার্জা ফ্যান সম্পর্কে ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা যারা সিঙ্গার কোম্পানির চার্জার ফ্যান ক্রয় করবেন তারা অনেক উপকৃত হবে।

বাজারে অনেক ধরনের সিঙ্গার ফ্যান রয়েছে। এই ফ্যানগুলোর বর্তমান বাজার মূল্য ১০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু আজকের এই আর্টিকেলটিতে সিঙ্গারের সবথেকে ভালো চার্জার ফ্যান সম্পর্কে লিখছি।
- বৈশিষ্ট্যঃ
১। এই ফ্যানটির আকার ১৪ ইঞ্চি বা ৩৫০ মিলিমিটার
২। এই ফ্যানটি ২২০ থেকে ২৪০ ভোল্টেজ কারন্টে চালানো যাবে।
৩। এই ফ্যানের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ।
৪। এর রোটেড স্প্রিড ১৩০০ R.P.M যা অন্যান্য ফ্যানের তুলনায় অনেক বেশি।
৫। এর বাতাস ডেলিভারী করার ক্ষমতা ৭০ মিটার৩ / মিনিট।
৬। এর সাথে রেগুলেটর রয়েছে যার মাধ্যমে আপনি অতি সহজেই এর স্প্রিড বাড়াতে কমাতে পারবেন।
প্রিয় পাঠক এই মডেলের সিঙ্গার চার্জার ফ্যানের দাম হবে ১৯৯০ টাকা। যা অন্যান্য কোম্পানির চার্জার ফ্যানের দামের থেকে অনেক কম। এছাড়াও এই ফ্যানটির সাথেও ৬ মাসের ওয়ারেন্টি সুবিধা পাবেন।
ক্লিক চার্জার ফ্যান এর দাম
প্রিয় পাঠক আপনাদের অনেকে ক্লিক কোম্পানির চার্জার ফ্যানগুলি পছন্দ করে থাকেন। তাদের জন্য ক্লিক চার্জার ফ্যানের দাম সম্পর্কে লিখছি। সাধারণত বাজারের ক্লিক কোম্পানির দুই ধরনের চার্জার ফ্যান পাওয়া যায়। এর মধ্যে একটি হল 12 ইঞ্চি ইউএসবি চার্জার ফ্যান অন্যটি হল 12 ইঞ্চি চার্জার ফ্যান। এই দুটি ফ্যানের মধ্যে ক্লিক ইউএসবি ১২ ইঞ্চি চার্জার ফ্যানের দাম কম ও মানে ভালো হওয়ায় এই ফ্যানটি সম্পর্কে লিখছি।

- বৈশিষ্ট্যঃ
১। এই ফ্যানটি সম্পূর্ণ রিচার্জএবল ইউএসবি চার্জার ফ্যান।
২। এই ফ্যানটির ব্যাটির ভোল্টেজ ৬ ভোল্ট এবং টোটাল কারেন্ট ৪.৫ অ্যাম্পিয়ার।
৩। এই ফ্যানের সবোর্চ্চ গতি হচ্ছে 1400 R.P.M এবং সর্বনিন্ম গতি হচ্ছে 280 R.P.M ।
৪। আপনি যদি এই ফ্যানটি সর্বোচ্চ গতি ব্যবহার করেন তাহলে 3.5 ঘন্টা চার্জ ব্যাকাপ পাবেন।
৫। আর যদি এই ফ্যানটি সর্বনিন্ম গতিতে ব্যবহার করেন তাহলে ২৫ ঘণ্টা চার্জ ব্যাকআপ পাবেন।
৬। এই ফ্যানটির সাথেও 70 ঘন্টা শক্তিশালী আলোর LED লাইটের ব্যবস্থা রয়েছে।
প্রিয় পাঠক আপনি যদি এই ফ্যানটি ক্রয় করেন তাহলে ২৮৯০ (প্রায়) টাকার মত লাগবে। অন্যদিকে ক্লিক চার্জার ফ্যানের দাম ১২ ইঞ্চি এর দাম ৩১,০০(প্রায়) টাকা। এছাড়াও এই ফ্যানগুলির সাথে ৬ মাসের ওয়ারেন্টি সুবিধা পাবেন।
মিয়াকো চার্জার ফ্যান এর দাম
বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় সার্জার ফ্যান কোম্পানিগুলোর মধ্যে মিয়াকো চার্জার ফ্যান অন্যতম। অন্যান্য পণ্যের ন্যায় মিয়াকো চার্জার ফ্যানও অধিক টেকসই ও দামে সস্তা। তাই অনেক ক্রেতার পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে। প্রিয় পাঠক আপনিও মিয়াকো ব্র্যান্ডের চার্জার ফ্যান ক্রয় করতে চান তাহলে এই অংশটুকু আপনার জন্য।

- বৈশিষ্ট্যঃ
১। এই ফ্যানটির মডেল হচ্ছে KL-2612
২। এই ফ্যানটি দুইটি স্পিডে চলে। ফ্যানটি ক্রয় করলে বাতাস এবং আলোর উভয় সুবিধাই পাবেন।
৩। ফ্যানটি ক্ষমতা হচ্ছে 24 ওয়াট।
৪। আপনি চাইলে ফ্যানটি সরাসরি কারেন্টের মাধ্যমেও চালাতে পারবেন।
৫। এর উচ্চতা 21 ইঞ্চি, রাউন্ড 37 ইঞ্চি, ওজন 3 কেজি। এর একটি হ্যান্ডেল রয়েছে যা প্লাস্টিকের হ্যান্ডেল রয়েছে।
৬। LED লাইট ব্যবহার করতে চাইলে লাইট সুইচ অন করলেই জ্বলে উঠবে।
বর্তমানে এই মডেলের মিয়াকো চার্জার ফ্যানের দাম ৩২০০ টাকা। এই ফ্যানটির কোয়ালিটি অনেক ভালো এবং অধিক টেকসই। তাই আপনি চাইলে ক্রয় করতে পারেন।
সনি চার্জার ফ্যান এর দাম
বাংলাদেশের পুরাতন ইলেকট্রনিক্স কোম্পানিগুলোর মধ্যে সনি অন্যত কোম্পানি। অতি প্রাচীনকাল থেকেই সনি কোম্পানির ইলেকট্রনিক্স পন্যগুলির ব্যবহার হয়ে আসছে। প্রিয় পাঠক আপনাদের অনেকে সনি চার্জার ফ্যানের দাম জানতে চায়। তাদের উদ্দেশ্যে সনির সবথেকে ভালো চার্জার ফ্যান সম্পর্কে লিখছি।

- বৈশিষ্ট্যঃ
১। এই ফ্যানটির সাইজ ৯ ইঞ্চি বা ২৫০ মিলিমিটার।
২। ফ্যানটি ২২০ ভোল্টেজে চালানো যাবে।
৩। এর রেটেড ইনপুটের পরিমাণ হচ্ছে ৬০ ওয়াট।
৪। এর সর্বোচ্চ গতি হচ্ছে ২৮০০ আরপিএম।
৬। এর পাওয়ার ফ্যাক্টরের মান .৯০।
৭। এই ফ্যানের মাধ্যমে ৫০ মিটার৩ / মিনিট এয়ার ডেলিবারি পাওয়া সম্ভব।
এটি একটি ছোট চার্জার ফ্যান। প্রিয় পাঠক আপনি যদি এই ফ্যানটি ক্রয় করেন তাহলে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। বর্তমানে এই সনি চার্জার ফ্যানের দাম মাত্র ৮৯০ টাকা।
মার্সেল চার্জার ফ্যান এর দাম
মার্সেল বাংলাদেশের নতুন ইলেকট্রনিক্স কোম্পানি। এটি নতুন কোম্পানি হলেও এর পন্যে চাহিদা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে। তাই আপনাদের অনেকে মার্সেল এর পন্য ক্রয় করতে অধিক আগ্রহী। প্রিয় পাঠক আপনারা যারা মার্সেলের পন্য করতে আগ্রহী তাদের জন্য এই অংশটুকু। এই অংশে মার্সেল কোম্পানির ভালো চার্জার ফ্যান ( মডেল- MRTF12A) সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করেছি।

- বৈশিষ্ট্যঃ
১। এই ফ্যানটির উচ্চতা ১২ ইঞ্চি।
২। এই ফ্যানটি সম্পূর্ণ রিচার্জেবল ফ্যান।
৩। ফ্যানটিতে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ এর সুরক্ষা রয়েছ।
৪। আপনি চাইলে এসি অথবা ডিসি উভয় কারেন্ট এর মাধ্যমে পরিচালিত করতে পারবেন।
৫। চার্জ শেষ হওয়ার পূর্বে আপনাকে ইঙ্গিত দিবে।
৬। আপনি আপনার মত করে এর গতি নিয়ন্ত্রণ করতে পারবেন।
৭। এর সর্বোচ্চ গতি ১৪০০ R.P.M এবং এর সর্বনিন্ম গতি ২৮০ R.P.M
৮। এই ফ্যানটি সর্বোচ্চ গতির জন্য ৪ ঘণ্টা এবং সর্বনিন্ম গতি জন্য ২৫ ঘণ্টা চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।
৯। প্রতি সপ্তাহে প্রায় ৭০ ঘণ্টা শক্তিশালী LED আলো প্রদান করবে।
বর্তমান বাজারে এই মডেলের মার্সেল চার্জার ফ্যানের দাম ৩৩৯০ টাকা। প্রিয় পাঠক আপনি যদি এই ফ্যানটি ক্রয় করেন তাহলে 0৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ০৩ মাসের ব্যাটারি ওয়ারেন্টি সুবিধা পাবেন।
ভালো চার্জার ফ্যান
প্রিয় পাঠক আপনাদের অনেক প্রশ্ন করে থাকেন বাজারের সবথেকে ভালো চার্জার ফ্যান কোনটি? এই প্রশ্নোত্তরে বলব, বাজারের প্রায় চার্জার ফ্যানই ভালো। ইলেকট্রনিক্স পন্য একবার টেকসই হলে অনেকদিন স্থায়ী হয়। তাই সব সময় দেখে শোনে ভালো পন্য ক্রয় করার চেষ্টা করবেন। তবে আপনি যদি ব্র্যান্ডের কোম্পানি যেমনঃ ওয়ালটন, ভিশন, সনি, ক্লিক, সনাকা, সিঙ্গার, মার্সেল, মিয়াকো ইত্যাদির পন্য ক্রয় করেন তাহলে নিশ্চিন্তে অনেক দিন ব্যবহার করতে পারবেন।
চার্জার ফ্যান এর দাম সংক্রান্ত আরও কিছু প্রশ্নঃ-
চার্জার ফ্যান এর মূল্য কত ?
চার্জার ফ্যানের আকার ও বিভিন্ন ফিচারের উপর এর দাম নির্ভর করে। আজকের চার্জার ফ্যানের মূল্য ১০০০ থেকে ১০০০০ টাকার মত। বাংলাদেশে অতিরিক্ত গরম ও লোডশেডিং কারনে চার্জার ফ্যানের দাম আকাশ চুম্বি হয়ে যাচ্ছে। সাধারন ক্রেতার চার্জার ফ্যান ক্রয় করা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। প্রতিনিয়তই চার্জার ফ্যান এর মূল্য বেড়েই চলছে। তাই আজকের মূল্যের সাথে আগামীকালের মূল্যের কোন সামঞ্জস্য নেই।
চার্জার ফ্যান সবচেয়ে ভাল কোনটি?
ইলেকট্রনিক্স পন্যগুলি বাজারের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। যে পন্যগুলি দাম কম কিন্তু অধিক টেকসই তার চাহিদা সব সময়ই থাকে। তাই বাজারের প্রায় চার্জার ফ্যানই ভালো। তবে বিভিন্ন ব্যান্ডের কোম্পানি যেমনঃ ওয়ালটন, ভিশন, সনি, ক্লিক, সনাকা, সিঙ্গার, মার্সেল, মিয়াকো ইত্যাদির চার্জার ফ্যানগুলি সবচেয়ে ভালো।
রিচার্জেবল ফ্যান কতদিন চলে?
সাধারনত চার্জার ফ্যানগুলি উচ্চ/নিম্ন/প্রাকৃতিক গতি নির্বাচন করার সিস্টেম থাকে। প্রিয় পাঠক আপনি উচ্চ গতিতে চার্জার ফ্যান চালান তাহলে ৪ ঘন্টা পর্যন্ত চলবে। আর যদি প্রাকৃতিক গতিতে চালান তাহলে ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত চলবে।
মিনি চার্জার ফ্যান এর দাম কত?
আপনাদের যাদের বড় চার্জার ফ্যান ক্রয় করার সামর্থ্য নেই তাদের জন্য বিভিন্ন কোম্পানি মিনি চার্জার ফ্যান তৈরি করেছে। সাধারনত মিনি চার্জার ফ্যান এর দাম ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে হয়ে থাকে।
ছোট চার্জার ফ্যানের দাম কত?
প্রিয় পাঠক আপনাদের যাদের ছোট চার্জার ফ্যান পছন্দ । তারা যে কোন শোরুম থেকে ছোট চার্জার ফ্যান ক্রয় করতে পারবেন। সাধার ছোট চার্জার ফ্যান এর দাম ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে চার্জার ফ্যান কেনার পূর্বে অবশ্যই এর দামদর করে ক্রয় করবেন।
মন্তব্যঃ
আজকের আর্টিকেলটিতে যে সকল কোম্পানির চার্জার ফ্যান এর দাম দিয়েছি তার অধিকাংশই দাম ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তাই চার্জার ফ্যান কেনার পূর্বে এর মূল্যের যাচাই বাচাই করে ক্রয় করবেন। অনেক সময় পন্যের চাহিদা বেশি থাকলে অসাধু ব্যবসায়ীরা এর দাম বৃদ্ধি করে দেয়। কিন্তু আপনি যদি শোরুম থেকে চার্জার ফ্যান ক্রয় করেন তাহলে প্রতারিত হবেন না। তাই লোডশেডিং এর হয়রানি এবং গরমের অস্বস্তি থেকে বাঁচতে বিভিন্ন কোম্পানি যেমনঃ ওয়ালটন, ভিশন, সনি, ক্লিক, সনাকা, সিঙ্গার, মার্সেল, মিয়াকো ব্র্যান্ডের চার্জার ফ্যান ক্রয় করুন।