সেরা ওয়াশিং মেশিনের দাম 2023 – ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার নিয়ম

প্রিয় পাঠক, আপনি কি ওয়াশিং মেশিনের দাম সম্পর্কে বিস্তারিত জানতে চান? ওয়াশিং মেশিনের বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তিত? তাহলে আজকের আর্টিকেলটি মনযোগসহকারে পড়ুন। আজকের আর্টিকেলটিতে কমদামে ভালো ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পদ্ধতি ও বিদ্যুৎ খরচ সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়ার চেষ্টা করেছি।
ওয়াশিং মেশিনের দাম
প্রযুক্তির এই যুগে যে কোন সমস্যার সমাধান পেতে ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতির আবিষ্কার অতুলনীয়। তেমনি ওয়াশিং মেশিনের আবিষ্কার আমাদের জীবনকে সুন্দর ও সহজ করে দিয়েছে। প্রিয় পাঠক আপনারা যারা বিভিন্ন কাজের ব্যবস্তায় কাপড় পরিষ্কার করার সমস্যায় পড়ে যান। তাদের সমস্যা সমাধানে ওয়াশিং মেশিন অভাবনীয় ভূমিকা পালন করছে। ওয়াশিং মেশিন ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে কাপড় ধোয়া ও শুকানো যায়। এর ফলে ব্যস্ত মানুষের সময় ও পরিশ্রম কমাতে ওয়াশিং মেশিং এর বিকল্প কোন কিছু নেই।
বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির ওয়াশিং মেশিন পাওয়া যায়। কোম্পানিগুলি সময়ের সাথে তাল মিলাতে নতুন নতুন ফিচার আবিষ্কার করছে। আজকের আর্টিকেলটিতে ওয়ালটন, স্যামসাং, সিংগার, ভিশন, এলজি, মিয়াকো, ওয়ালপুল ও শার্প কোম্পানির মেশিনগুলি সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে ওয়াশিং মেশিনের দাম ও কমদামে ওয়াশিং মেশিন কেনার উপায় ও মেশিনের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করেছি।
ওয়ালটন ওয়াশিং মেশিনের দাম
বর্তমান সময়ে সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়াশিং মেশিনগুলোর মধ্যে ওয়ালটন ওয়াশিং অন্যতম। বাজারের চাহিদার সাথে মিল রেখে অটোমেটিক, সেমি অটোমেটিক এবং ম্যানুয়াল ওয়াশিং মেশিন তৈরি করেছে। অটোমেটিক ওয়ালটন ওয়াশিং মেশিনের দাম একটু বেশি। দাম বেশি হলেও এর সুবিধা বেশি থাকায় সবাই এই মেশিনটিই বেশি ক্রয় করছে।
- WWM-SAS60:
প্রিয় পাঠক আপনারা যারা কমদামে ওয়ালটনের ওয়াশিং মেশিন কিনতে ইচ্ছুক। এই মডেলটি তাদের জন্য পারফেক্ট হবে। এই মডেলের ওয়াশিং মেশিনটি সেমি অটোমেটিক মেশিন। আপনি এই ওয়াশিং মেশিন ব্যবহার করে ১৫ মিনিটের মাধ্যমে কাপড় পরিষ্কার করে ফেলতে পারবেন।

গ্লাস লিড দিয়ে এই মেশিনটির ডোর প্রস্তুক করা হয়েছে। এর ফলে মেশিনটি অনেক টেকশই ও মজবুত। আপনি এই ওয়াশিং মেশিনের মাধ্যমে সর্বোচ্চ ৬ কেজি ওজনের কাপড় পরিষ্কা করতে পারবেন। প্রিয় পাঠক আপনি যদি এই ওয়াশিং মেশিনটি ক্রয় করেন তাহলে ফ্রি ইন্সটলেশন এবং ৫ বছরের মটর গ্যারান্টি সুবিধা পাবেন। বর্তমানে এই ওয়ালটন ওয়াশিং মেশিনের দাম 10,850.00 টাকা। আপনি চাইলে কিস্তির মাধ্যমেও এই মেশিনটি ক্রয় করতে পারবেন।
- WWM-AFC90W:
WWM-AFC90W এই মডেলটি ওয়ালটনের সব থেকে দামি ওয়াশিং মেশিনগুলির মধ্যে একটি। এই ওয়াশিং মেশিনের ফিচারও অনেক বশি। প্রিয় পাঠক আপনি যদি এই মডেলের ওয়াশিং মেশিনটি ক্রয় করেন তাহলে অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। এই মেশিনটি এয়ার ওয়াশের মাধ্যমে কাপড়কে পরিষ্কার করে ফেলে। এতে রয়েছে CIM Inverter Motor যা মেশিনের কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম।

প্রিয় পাঠক আপনি যদি এই ওয়াশিং মেশিনটি ক্রয় করেন তাহলে ৩ মাসের রিপ্লেসমেন্ট ও ১২ বছরের ইনটেরিয়র মটর গ্যারান্টি পাবেন। আপনি এই ওয়াশিং মেশিনের মাধ্যমে প্রায় ৯ কেজি ওজনের জিনিস পরিষ্কার করতে পারবেন। এছাড়াও এর ড্রাইয়িং ক্যাপাসিটি ৬ কেজি থাকায় একসাথে অনেকগুলি কাপড় শুকিয়ে নিতে পারবেন। এই মেশিনটিতে Anti Bacterial Door সিল দেওয়া আছে যাতে কোন ব্যাকটেরিয়া কাপড়কে নষ্ট না পারে। Soft Touch Control LED Display এবং 360 Digital Knob with LED Lights সুবিধা থাকায় এর দাম একটু বেশি। এই মডেলের ওয়ালটন ওয়াশিং মেশিনের দাম 66,950.00 টাকা।
ওয়ালটন ওয়াশিং মেশিনের দাম 2023
বর্তমান সময়ে ওয়ালটন ওয়াশিং মেশিনের দাম 2023 এর উপর বিশেষ ছাড় চলছে। প্রিয় পাঠক আপনি যদি এই সময়ে ওয়ালটন ওয়াশিং মেশিন ক্রয় করেন তাহলে অনেক কম টাকায় ক্রয় করতে পারবেন। কিছু কিছু ওয়াশিং মেশিনের উপর ১২ থেকে ১৫ % বিশেষ অফার দেওয়া হয়েছে।

আপনার নিকস্থ যে কোন ওয়ালটন প্লাজা থেকে তা ক্রয় করতে পারবেন। এছাড়াও আপনি ওয়ালটনের অফিশিয়াল পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবনে। অনলাইনের মাধ্যমে ক্রয় করতে Waltonbd এই সাইটি ভিজিট করুন।
- আরও পড়ুনঃ ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম ও বিদ্যৎ খরচ
স্যামসাং ওয়াশিং মেশিনের দাম
বর্তমানে স্যামসাং কোম্পানির ইলেক্ট্রনিক্স জিনসিগুলির কদর দিন দিন বেড়েই চলছে। সময়ে সাথে পাল্লা দিতে স্যামসাং এর ওয়াশিং মেশিনগুলিও পিছিয়ে নেই। প্রিয় পাঠক আপনারা যারা স্যামসাং এর ওয়াশিং মেশিন কিনতে চান নিশ্চিন্তে কিনতে পারেন। আজকের আর্টিকেলটিতে স্যামসাং সব থেকে ভালো ওয়াশিং মেশিন সম্পর্কে ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি আপনার রিজনএবল প্রাইসের ওয়াশিং মেশিনটি বেছে নিতে পারবেন।
- WA70H4000SYUTL:
এই মডেলের ওয়াশিং মেশিনটি স্যামসাং এর সবথেকে ছোট ওয়াশিন মেশিন। প্রিয় পাঠক আপনারা যারা ছোট ওয়াশিং মেশিন ক্রয় করতে চান তাদের জন্য এই মডেলটি খুবই উপযোগী। এই মডেলটিতে ডায়মন্ডের ড্রাম্প ব্যবহার করা হয়েছে। এর ফলে কাপড়ের গুণগত মান বজায় থাকবে। এই মেশিন ব্যবহার করলে সুতি কাপড়ের কোন প্রকার সুতা উঠার চান্স নেই। তাই আপনি নিশ্চিন্তে এই ওয়াশিং মেশিনটি ব্যবহার করতে পারবেন।

প্রিয় পাঠক আপনারা যারা কমদামে ভালো ওয়াশিং মেশিন ক্রয় করতে চান। এই মেশিনটি ক্রয় করতে পারেন। এই ওয়াশিং মেশিনের মাধ্যমে আপনি ৭ কেজি ওজনের কাপড় পরিষ্কার করতে পারবেন। বর্তমানে এই মডেলের স্যামসাং ওয়াশিং মেশিনের দাম ২৭০০০ টাকার মত। অর্থাৎ কমদামে সেরা ওয়াশিং মেশিন কিনতে পারবেন।
- WW90M645OPO/EU:
প্রিয় পাঠক আপনাদের যাদের প্রায়ই বেশি ওজনের জিনিস পরিষ্কার করতে হয় তাদের জন্য এই মডেলটি খুবই কার্যকরী। এই মডেলটির মাধ্যমে আপনি ৯ কেজি ওজনের কাপড় পরিষ্কার করতে পারবেন। সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে কাপড় পরিষ্কার করে দিতে সক্ষম। এই মডেলের মেশিনটিতে কুইক ওয়াশ অপশন থাকায় আপনি আপনার কাপড়কে কুইক ওয়াশ করে নিতে পারবেন।

ওয়াশিন মেশিনটি ইনভার্টার টেকনোলজির হওয়ায় এই মেশিনে বিদ্যুৎ খরচ কম হয়। এই মেশিনটি অনেক এনার্জি সেভিং করে থাকে। এই মেশিনটিতে এড ওয়াশ সিস্টেম আছে। আপনি যদি কোন কারনে কিছু কাপড় বাহিরে রেখে ওয়াশিং শুরু করেন তাহলে এর মাধ্যমে সহজেই কাপড়গুলি এড করে নিতে পারবেন। এই মডেলের স্যামসাং ওয়াশিং মেশিনের দাম ৮৪৯০০ টাকা। কিন্তু বর্তমানে এই মডেলটির উপর ডিসকাউন্ট চলতেছে। তাই আপনি যদি এই মডেলটি ক্রয় করেন তাহলে ৮৩৯০০ টাকা মধ্যে ক্রয় করতে পারবেন।
সিংগার ওয়াশিং মেশিনের দাম
বাংলাদেশের শতবর্ষী পুরনো ইলেক্ট্রনিক্স কোম্পানিগুলির মধ্যে সিংগার অন্যতম। কোম্পানির বয়সের সাথে সাথে পন্যের কোয়ালিটি ও গুণগত মান বেড়েই চলছে। তাই আপনারা নিশ্চিন্তে সিংগার কোম্পানির যে কোন পন্য ক্রয় করতে পারেন। বিশেষ করে, ওয়াশিং মেশিনগুলির কোয়ালিটি ভালো থাকায় অনেক কাস্টমারের কাছে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। আজকের আর্টিকেলটিতে সিঙ্গারের সব থেকে ভালো ওয়াশিং মেশিনের দাম ও ফিচার নিয়ে আলোচনা করেছি। প্রিয় পাঠক, সিঙ্গারের ভালো ওয়াশিং মেশিন সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
- SRWM-SWM7680SLP/SWM73108X:
প্রিয় পাঠক আপনারা যারা সিংগারের ছোট ওয়াশিং মেশিনের দাম জানতে চেয়েছেন তাদের জন্য এই মডেলটি পার্ফেক্ট হবে। SRWM-SWM7680SLP/SWM73108X এই মডেলটির প্রাইজ অনেক এবং কোয়ালিটি ভালো থাকায় সবাই এই মডেলটি ক্রয় করছে। আপনি যদি এই মডেলটি ক্রয় করেন তাহলে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এই মডেলটি টপ লোডিং ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনের মাধ্যমে সর্বোচ্চ ৭ কেজি কাপড় পরিষ্কা করা সম্ভব।

প্রিয় পাঠক আপনি যদি এই মেশিনটি ক্রয় করেন তাহলে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন। সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে এই মেশিনটি ২১ দিনের ফ্রি ট্রায়াল হিসেবে ব্যবহার করে পারবেন। প্রিয় পাঠক, এই মডেলের সিংগার ওয়াশিং মেশিন দাম 31,490 টাকা। কিন্তু আপনি যদি অফার প্রাইজে এই মেশিনটি ক্রয় করেন তাহলে এর দাম হবে 30,490 টাকার মত।
- SRWM-SWM-FW100AS:
প্রিয় পাঠক, আপনি যদি সিংঙ্গারের বড় ওয়াশিং মেশিন ক্রয় করতে চান তাহলে এই মডেলটি আপনার জন্য পার্ফেক্ট হবে। এই ওয়াশিং মেশিনের মাধ্যমে ১০ কেজি ওজন পর্যন্ত কাপড় ধৌত করতে পারবেন। এই ওয়াশিং মেশিনটি ক্রয় করলে ২ বছরের ফুল ওয়ারেন্টি এবং ৫ বছরের মটর ওয়ারেন্টি থাকবে।

সিংগারের এই ওয়াশিং মেশিনের দাম 41,990 টাকা। কিন্তু আপনি যদি অফার প্রাইজে ক্রয় করেন তাহলে 41,490 টাকার মাধ্যমে ক্রয় করতে পারবেন।
ভিশন ওয়াশিং মেশিনের দাম
ইলেক্ট্রনিক্স জিনিস কেনার কথা চিন্তা করলে প্রথমেই ভিশন কোম্পানি তালিকার শীর্ষে থাকবে। বর্তমান সময়ে ভিশন কোম্পানির সকল পন্য অনেক কোয়ালিটি সম্পূর্ণ। প্রিয় আপনি যদি ভিশনের ওয়াশিং মেশিন ক্রয় করতে চান তাহলে ভালো কোয়ালিটি পাবেন। ভিশনের বিভিন্ন দামের ওয়াশিং মেশিন রয়েছে। আজকের আর্টিকেলটিতে সবচেয়ে কমদামে ভালো ওয়াশিং মেশিনের দাম নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি।
- M11 VE:

প্রিয় পাঠক, M11 VE এই মডেলের ওয়াশিং মেশিনের দাম সবচেয়ে কম। এর দাম কম হলেও বিভিন্ন ভিচার থাকায় সমস্ত ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা দখল করে আছে। এই মডেলের ওয়াশিং মেশিন ক্রয় করলে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা পাবেন। ভিশনের এই ওয়াশিং মেশিনের মাধ্যমে ৬ কেজি ওজনের কাপড় পরিষ্কার করতে পারবেন। এই মেশিনটি ম্যাজিক ফিল্টারের মাধ্যমে আপনার কাপড়কে পরিষ্কার ও নতুন করে দিবে। প্রিয় পাঠক, আপনি যদি এই ওয়াশিং মেশিনটি ক্রয় করেন তাহলে 19,500 টাকার মত খরচ পড়বে।
- HTL-130G:
সুপ্রিয় পাঠক, আপনারা যারা বেশি দামে ভিশন ওয়াশিং মেশিন ক্রয় করতে চান তাদের জন্য এই মডেলটি পারফেক্ট হবে। এই মডেলটি Smart Fuzzy Logic Control সিস্টেমের মাধ্যমে কাপড় পরিষ্কার করতে সাহায্য করে থাকে। এই ওয়াশিং মেশিনের মাধ্যমে ১০ কেজি ওজনের কাপড় পরিষ্কার করা যাবে। তাই আপনারা যারা কম দামে ভালো ওয়াশিং মেশিন ক্রয় করতে চান তাদের জন্য এই মেশিনটি খুবই উপযোগী হবে।

প্রিয় পাঠক, আপনি যদি এই ওয়াশিং মেশিংটি ক্রয় করেন তাহলে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা পাবেন। বর্তমানে এই ওয়াশিং মেশিনের দাম 46,900 টাকা।
Washing Machine Price In Bangladesh

ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার নিয়ম
প্রিয় পাঠক, আপনি যদি সঠিক নিয়মে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করতে না পারেন তাহলে কাপড়ের গুণগত মান ও সুতা নষ্ট হয়ে যেতে পারে। তাই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার নিয়ম সম্পর্কে সঠিক ধারনা নেওয়া প্রয়োজন। সাধারনত ওয়াশিং মেশিনগুলো অটো, সেমি অটো এবং ম্যানুয়াল হয়ে থাকে। তাই প্রতিটি ওয়াশিং মেশিনের কাপড় ধোয়ার প্রদ্ধতি সম্পূর্ণ আলাদা। আজকে আমি অটো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার প্রদ্ধতি সম্পর্কে আলোচনা করব।
ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার ক্ষেত্র প্রথমেই মেশনটির কাপড় ধারন ক্ষমতা কত তা জেনে নিতে হবে। সাধারনত মেশিনের ধারন ক্ষমতা থেকে একটু কম কাপড় দিলে কাপড়গুলি ভালোমত পরিষ্কার হতে পারে। আপনি আপনার ময়লা কাপড়গুলি ওয়াশিং মেশিনের ভিতরে রাখবেন। এরপর ডিটারজেন্ট রাখার বক্সে প্রয়োজনীয় পাউডার রেখে দিতে হবে। প্রিয় পাঠক আপনি চাইলে ডিটারজেন্টগুলি হাত দিয়েও ছিটিয়ে দিতে পারবেন। এবার ওয়াশিং মেশিনের ঢাকনাটা হাল্কা নামিয়ে দিতে হবে। ঢাকনা হাল্কা নামিয়ে দিলে নিজে থেকে বন্ধ হয়ে যাবে।
এরপর সুইচ অন করে দিতে হবে। ওয়াশিং মেশিনে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। এক এক করে ফাংশনগুলি সিলেক্ট করতে হবে। ওয়াটার লেভেল, ওয়াশ, রিঞ্জ এবং স্পিন ইত্যাদি সেট করে নিতে হবে। প্রথমে পাওয়ার অন করে নিতে হবে। এরপর ওয়াটার লেভেল, ওয়াশ, রিঞ্জ এবং স্পিন সেট করতে হবে।
প্রিয় পাঠক, আপনার কাপড় যদি নরমাল হয় তাহলে নরমাল সিলেক্ট করতে হবে। আর আপনার কাপড় সিল্ক বা উলের হলে তা সিলেক্ট করে দিতে হবে। নির্দিষ্ট সময় পর কাপড় ওয়াশ এবং ৭০% শুকিয়ে যাবে। এরপর মেশিন থেকে কাপড়গুলি বের করে নিতে হবে। আপনি যদি এই প্রদ্ধতিতে ওয়শিং মেশিনে কাপড় পরিষ্কার করেন তাহলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এরপর মেশিনটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
ওয়াশিং মেশিনে বিদ্যুৎ খরচ
ওয়াশিং মেশিনের বিদ্যুৎ খরচ সম্পূর্ণ নির্ভর করবে ব্যবহারকারীর উপর। প্রিয় পাঠক আপনি যদি প্রতিদিন কয়েক ঘণ্টা করে ওয়াশিং মেশিন ব্যবহার করেন তাহলে বেশি খরচ হবে। সাধারণত ১ ঘন্টা ওয়াশিং মেশিন ব্যবহার করলে ১০ থেকে ১৫ টাকার মত বিদ্যুৎ খরচ হবে। তাহলে মাসে ৩০ দিন ওয়াশিং মেশিন ব্যবহার করলে ৩০০ টাকা থেকে ৪৫০ টাকার মত বিদ্যুৎ খরচ হবে। প্রিয় পাঠক আপনি যদি এর থেকে বেশি সময় ব্যবহার করেন তাহলে ওয়াশিং মেশিনে বিদ্যুৎ খরচ বেশি হবে।
শেষকথাঃ
ওয়াশিং মেশিন কেনার পূর্বে মেশিনটি ইনভার্টার কি না চেক করে নিবেন। ইনভার্টার ওয়াশিং মেশিনের দাম একটু বেশি হলেও অনেক বেশি টেকশই। প্রিয় পাঠক আপনি যদি ইনভার্টার ওয়াশিং মেশিন ক্রয় করেন তাহলে ইন্টেরিয়র মটরের ১০ বছরের ওয়ারেন্টি পাবেন। এই ধরনের মেশিনগুলি অনেক ইনার্জি সেভিং করে থাকে। এর ফলে ওয়াশিং মেশিনের বিদ্যুৎ খরচ কম হয়।