টিপস এন্ড ট্রিকস

ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম ও বিদ্যৎ খরচ

প্রিয় পাঠক, আপনি যদি ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম জানতে চান। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। দিন দিন ওয়ালটন পণ্যের চাহিদা বেড়েই চলছে। সময়ের সাথে তাল মেলাতে ওয়ালটন স্ট্যান্ড ফ্যানও কোন অংশে পিছিয়ে নেই। অন্যান্য সময় ফ্যানের প্রাইজ কম থাকলেও গরমকালে এর দাম ও চাহিদা দুটোই বাড়তে থাকে। চাহিদা বাড়ার কারনে অনেক অসাধু ব্যবসায়ী এর মূল্য অধিক পরিমাণে বাড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি এর সঠিক মূল্য সম্পর্কে জানেন তাহলে খুব সহজেই তা ক্রয় করতে পারবেন। তাই আজকের আর্টিকেলটিতে ওয়ালটন ফ্যানের দাম ও বিদ্যুৎ খরচ সম্পর্কে বিস্তারিত জানাবো। 

ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম

অতিরিক্ত গরমের স্বস্তিদায়ক প্রোডাক্ট হচ্ছে ফ্যান। বাজারে বিভিন্ন ধরনের ফ্যান পাওয়া যায়। তবে বর্তমান সময়ে ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের চাহিদা অনেক বেশি। তাই আপনাদের অনেকে স্ট্যান্ড ফ্যানের দাম জানতে চেয়েছেন। আজকে মূলত ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম নিয়ে আলোচনা করব। স্ট্যান্ড ফ্যানের দাম আকার, আকৃতি ও বডি্র ডিজাইনের উপর নির্ভর করে থাকে। চলুন তাহলে আকার, আকৃতির ও বডি ডিজাইন অথবা মডেলের উপর ভিত্তি করে ফ্যানের দাম জেনে নেওয়া যাক।

ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম
ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম

WPF24A-PBC মডেলের ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম

 ওয়ালটন কোম্পানির বিভিন্ন সাইজের ফ্যান রয়েছে। এর মধ্যে WPF24A-PBC মডেলের ফ্যানটির সাইজ হচ্ছে ২৪ ইঞ্চি। বর্তমান সময়ে ২৪ ইঞ্চি সাইজের ফ্যানের চাহিদা একটু বেশি। বিশেষ করে বড় বড় অনুষ্ঠান ও কৃষি ভিত্তিক পরিবারে এর ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। কৃষিক ভিত্তিক পরিবারে ধানের ময়লা পরিষ্কার করা থেকে শুরু করে গরুর খামারে এ ধরনের ফ্যান বেশি ব্যবহার করা হয়ে থাকে।

WPF24A PBC মডেলের ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম
WPF24A PBC মডেলের ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম

এই ফ্যান্টির নিচের দিকে স্টিক নাট রয়েছে। যার মাধ্যমে ফ্যান্টটি স্যান্ড ছোট বড় করা যাবে। এর পিছনের অংশে হাই স্প্রিড, লো স্প্রিড এবং মিডিয়াম স্প্রিড কন্টোল বাটন রয়েছে। এই বাটনগুলি প্রেস করে আপনি আপনার প্রয়োজন মত স্প্রিড ব্যবহার করতে পারবেন। ফ্যান্টির উপরের দিকে একটি সুইচ রয়েছে যার মাধ্যমে সহজেই ফ্যানটি মোবিং করানো যাবে।

এই মডেলের ফ্যান থেকে 900 RPM স্প্রিড পাওয়া যাবে। ফ্যানটিতে ১৭০ ওয়াটের ইনপুট পাওয়ার দেওয়া রয়েছে। এর ফলে আপনি সহজেই বুজতে পারবেন কি পরিমাণ বিদ্যৎ খরচ লাগবে।

ওয়ালটন কোম্পানির যে কোন শো রুম থেকে ক্রয় করলে ২৪ মাসের ওয়ারেন্টি পাবেন। সেই সাথে ৬ মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে। ফ্যানটির বর্তমান মূল্য ৬৮৩০ টাকা।

WPF18OA-PBC মডেলের ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম

WPF18OA-PBC মডেলের ফ্যানটি ১৮ ইঞ্চি সাইজের ফ্যান। ফ্যানটির সামনের নিচের দিকে স্প্রিড বাড়ানো কমানোর জন্য সুইচ দেওয়া রয়েছে। এই সুইচ গুলি ব্যবহার আপনি অতি সহজেই স্প্রিড বাড়াতে কমাতে পারবেন। এই ফ্যানটি ব্যবহার করলে 1200 RPM স্প্রিড পাওয়া যাবে। এছাড়াও এই মডেলের ফ্যানটিতে ৫০ ওয়াটের ইনপুট দেওয়া রয়েছে। যা WPF24A-PBC মডেলের ফ্যানের থেকে প্রায় ৩ গুণ কম। এর ফলে তুলনামূলক বিদ্যৎ খরচ কম লাগবে।

WPF18OA PBC মডেলের ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম
WPF18OA PBC মডেলের ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম

বর্তমানে এই ধরনের ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম ৩৪৩০ টাকার মত। এই ফ্যান কিনার পর থেকে ২৪ মাসের ওয়ারেন্টি এবং ৬ মাসের রিপ্লেসমেন্ট সুবিধা পাওয়া যাবে।

WPF18B-PBC মডেলের ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম

WPF18B-PBC এই মডেলের ফ্যানের সাইজ ১৮ ইঞ্চি। তবে এর স্যান্ড উপরের ফ্যানগুলির স্যান্ড থেকে সম্পূর্ণ আলাদা। এর স্ট্যান্ড দেখতে অনেকটা W সিস্টেমের স্ট্যান্ডের মত। তবে আপনি যদি এই ফ্যানটি কিনেন তাহলে 1350 RPM স্প্রিড পাবেন। আর এই ফ্যানের ইনপুট পাওয়ার হচ্ছে  ১২০ ওয়াট। যা উপরের মডেলের থেকে প্রায় দ্বিগুন এর মত বেশি। এই ফ্যান্টিরও ক্রয় করার পর ২৪ মাসের ওয়ারেন্টি এবং ৬ মাসের রিপ্লেসমেন্টের সুবিদা পাবেন। আর এই ফ্যানটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ৪৩৩০ টাকা

WPF 160B মডেলের ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম

প্রিয় পাঠক আপনি যদি এই ফ্যানটি কিনতে চান তাহলে ৩৪৩০ টাকার মত  লাগবে। এই ফ্যানের সাইজ ২৪ ইঞ্চি। তবে এর স্ট্যান্ড WPF18B-PBC এই মডেলের ফ্যানের স্ট্যান্ডের মত। এর ফ্যান্টির সাথেও  ৬ মাসের রিপ্লেসমেন্ট এবং ২৪ মাসের ওয়ারেন্টি সুবিধা থাকবে। অনেক সময় অনলাইনে অর্ডার দিলে এর দাম ৩০০ টাকার মত বেশি লাগতে পারে। 

ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম ও বিদ্যৎ খরচ
ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম ও বিদ্যৎ খরচ

ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের বিদ্যৎ খরচ

যে কোন ইলেক্ট্রনিক জিনিসের বিদ্যৎ খরচ নির্ভর করে জিনিসটা কত ওয়াটের এবং কত সময় ধরে ব্যবহার করা হবে এর উপর। তাই আপনি যদি ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের বিদ্যৎ খরচ জানতে তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে ফ্যানটি কত ওয়াটের। যেহেতু ফ্যানের গায়েই ফ্যানটি কত ওয়াটের তা লেখা থাকে তাই আপনি সহজেই বের করে নিতে পারবেন। চলুন তাহলে একটি ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের বিদ্যৎ খরচ ত পড়বে তার গাণিতিক হিসাব করে দখে নেওয়া যাকঃ

ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের বিদ্যৎ খরচ = ফ্যানটির ওয়াট × প্রতি ইউনিট বিদ্যৎ খরচ  × ফ্যান চালনোর সময়

পরিশেষে,

আজকের আর্টিকেলটিতে ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম ও বিদ্যুৎ খরচ সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়ার চেষ্টা করেছি। সময়ে সাথে সাথে ফ্যানের দাম বাড়তে বা কমতে পারে। তাই ফ্যান কেনার পূর্বে Walton এর ওয়েবসাট থেকে এর মূল্য যাচাই বাচাই করে নেওয়ার পরামর্শ রইল। এছাড়াও আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনার মতামত বা প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনার প্রতিটি প্রশ্নের উওর দেওয়ার চেষ্টা করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button