ওয়ালটন এসির দাম 2023- এসির বিদ্যুৎ খরচ কমানোর উপায়

ওয়ালটন এসির দামঃ প্রিয় পাঠক আপনি কি অতিরিক্ত গরমের যন্ত্রনায় অসুস্থ হয়ে যাচ্ছেন? গরমে থেকে মুক্তি পেতে এসি কিনতে চান? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলটিতে Walton AC Price In Bangladesh, এসির সুবিধা ও অসুবিধা, বিদ্যুৎ খরচ এবং বিদ্যুৎ খরচ খরচ কমানোর উপায় সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়ার চেষ্টা করেছি।
ওয়ালটন এসির দাম
বর্তমান বাজারে ওয়ালটনের দুই ধরনের এসি পাওয়া যায়। যেমনঃ ইনভার্টার ও নন ইনভার্টার। ইনভার্টার টাইপের এসিগুলি বিদ্যুৎ সাঞ্চয়ী হওয়ায় এর দাম ও চাহিদা একটু বেশি। সুপ্রিয় পাঠক আপনি কোন ধরনের এসি ক্রয় করবেন এর উপর এসির দাম নির্ভর করবে।
এছাড়াও ওয়ালটন এসির দাম আরও একটি বিষয়ের উপর নির্ভর করে। তা হল এসি রুম থেকে কতটুকু তাপ বের করের দিচ্ছে এর উপর। সাধারনত এসির তাপ বের করে দেওয়ার ক্ষমতাকে টনে হিসাব করা হয়ে থাকে। যে এসির টনের পরিমাণ যত বেশি তার তাপ বের করে দেওয়ার ক্ষমতাও তত বেশি।
আজকের আর্টিকেলটিতে মূলত এসির তাপ বের করে দেওয়ার ক্ষমতা অর্থাৎ, টনের উপর ভিত্তি করে ওয়ালটন এসির দাম নিয়ে আলোচনা করেছি। চলুন তাহলে ওয়ালটন ১, ১.৫, ২, ৪, ৫ টন এসির দাম গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ওয়ালটন ১ টন এসির দাম | Walton ac 1 ton price
প্রিয় পাঠক আপনারা যারা কম বাজেটে এসি ক্রয় করতে চান তাদের জন্য ১ টন ওজনের এসি ভালো হবে। ওয়াটনের ১ টন এসির বিভিন্ন মডেল রয়েছে। ভিন্ন ভিন্ন মডেলগুলোতে দামেরও কিছুটা ভিন্নতা রয়েছে। এছাড়া আপনি যদি এক্সচেঞ্জ প্রাইজে কিনতে চান তাহলে এগুলির প্রাইজ ২০% এর মত কম লাগবে।
- WSI-KRYSTALINE-12F:
ওয়ালটনের ১ টন ওজনের এসিগুলির মধ্যে WSI-KRYSTALINE-12F এই মডেলটি খুবই ভালো। এটি একটি ইনভার্টার এসি। এই এসিটি ক্রয় করলে ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, ৩ বছরের যন্ত্রাংশ ওয়ারেন্টি এবং ১ বছরের ফ্রি সার্ভিস পাবেন।
প্রিয় পাঠক আপনি যদি এই এসিটি ক্রয় করেন তাহলে 49,900 টাকা লাগবে। এসিটি খুবই পরিবেশবান্ধব ও মাঝারি টাইপের রুমের জন্য খুবই উপযোগী। এছাড়াও আপনি চাইলে এই এসিটি এক্সচেঞ্জ প্রাইজে ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে এই মডেলের Walton ac 1 ton price হবে 39,920 টাকা।

- WSI-INVERNA (EXTREME SAVER)-12C:
প্রিয় পাঠক আপনাদের যাদের বাজেট একটু বেশি কিন্তু এসির বিদ্যুৎ খরচ কমানোর জন্য এক টন ওজনের এসি কিনতে চান। তাদের জন্য WSI-INVERNA (EXTREME SAVER)-12C এই মডেলটি খুবই উপযোগী। এই মডেলটির পূর্বের মডেল থেকে ফানশনালিটির কিছুটা ভিন্নতা রয়েছে। এই এসিটিও ক্রয় করলে ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, ৩ বছরের যন্ত্রাংশ ওয়ারেন্টি এবং ১ বছরের ফ্রি সার্ভিসের সুযোগ সুবিধা পাবেন।
আপনি যদি WSI-INVERNA (EXTREME SAVER)-12C এই মডেল এসিটি ক্রয় করতে চান তাহলে 62,900 টাকা লাগবে। এই মডেলটি জন্যও এক্সচেঞ্জ প্রাইজের সুযোগ সুবিধা থাকবে। সেক্ষেত্রে এই মডেলের Walton ac 1 ton price হবে 50,320 টাকার মত। এছাড়াও আপনি ৩, ৬, ১২ কিংবা ২৪ মাসের কিস্তিতে এই এসিটি ক্রয় করতে পারবেন।
- WSI-OCEANUS (VOICE CONTROL)-12A:
আপনাদের যাদের কম দামে ভয়েস কন্ট্রোল এসি ক্রয় করার শখ তাদের জন্য এই মডেলটি খুবই উপয়োগী। এই এসিটি ভয়েজ রিকগনাইজের মাধ্যমে খু দ্রুত কন্ট্রোল করতে পারবেন। এটি একটি ইনভার্টার টাইপের এসি। এর কুলিং রেট 3517 Watts (12000 BTU/h)। এর রেফিজারেন্ট রেট R-32।
প্রিয় পাঠক আপনি যদি এই এসিটি ক্রয় করেন তাহলে ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, ৩ বছরের যন্ত্রাংশ ওয়ারেন্টি এবং ১ বছরের ফ্রি সার্ভিস সুবিধা পাবেন। বর্তমানে এই এসিটির মূল্য 51,900 টাকা। আর আপনি যদি এক্সচেঞ্জ প্রাইজে এই এসিটি ক্রয় করেন তাহলে 41,520 টাকার মত লাগবে। এছাড়াও আপনি ৮ থেকে ১২ % এক্সট্রা দিয়ে কিস্তিতে এসিটি ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে, কিস্তিতে এই ওয়ালটন এসির দাম হবে 523152 থেকে 543152 টাকার মত।
- WSI-VENTURI-12A:
প্রিয় পাঠক আপনাদের যাদের বাজেট একেবারেই কম তাদের জন্য এই মডেলটি খুবই ভালো হবে। এই এসটির ক্ষেত্রেও ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, ৩ বছরের যন্ত্রাংশ ওয়ারেন্টি এবং ১ বছরের ফ্রি সার্ভিস সুবিধা পাবেন। এই এসিটিও ইনভার্টার এসি। এর কুলিং রেট 3517 Watts (12000 BTU/h)। এই এসিটির অন্যতম অসুবিধা হচ্ছে এর কম্পেসারের Rotary (Fixed Speed)। যদিও এটি তেমন মেজর কোন প্রবেল না।
এই মডেলটির ওয়ালটন এসির দাম অন্যান্য মডেল থেকে অনেক কম। মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই মডেলটি খুবই উপযোগী। আপনি যদি এই মডেলটি ক্রয় করতে চান তাহলে 46,000 টাকা লাগবে। এছাড়াও আপনি কিস্তিতে ওয়াটনের যে কোন পন্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন।
ওয়ালটন ১.৫ টন এসির দাম | Walton ac 1.5 ton price
প্রিয় পাঠক আপনাদের যাদের মাঝারি টাইপের রুম তাদের জন্য ওয়ালটনের ১.৫ টন এসিই যথেষ্ঠ। আপনারা যারা কম টাকায় মাঝারি টাইপের রুমগুলি কুল করতে চান তাদের জন্য ১.৫ টন এসি খুবই উপযোগী। ওয়ালটনের ১.৫ টন এসির বিভিন্ন মডেল রয়েছে। আজকে আমরা ১.৫ টন এসি গুলির সবথেকে ভলো মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
- আরও পড়ুনঃ ওয়ালটন স্ট্যান্ড ফ্যানের দাম ও বিদ্যৎ খরচ
- WSN-BEVELYN-18A:
Walton এর ১.৫ টন এসি গুলোর মধ্যে WSN-BEVELYN-18A এই মডেলটি খুবই সুন্দর। প্রিয় পাঠক আপনি যদি এই মডেলটি ক্রয় করতে চান তাহলে 54,900 টাকার মত লাগবে। এই এসিটি ক্রয় করলে ৫ বছরের কম্প্রেসার গ্যারান্টি, ১ বছরের রিপ্লেসমেন্ট সুযোগ সুবিধা পাবেন।
এই এসিটির অন্যতম সুবিধা হচ্ছে এর 4D Air Flow সম্পূর্ণ রুমকে সমানভাবে কুল করে দেয়। এছাড়াও এর কুলিং ক্যাপাসিটি 5275 Watts (18000 BTU/hr) হওয়ায় ১ টন এসির থেকে অনেক বেশি কুল হয়। এর অন্যতম অসুবিধা হচ্ছে এটি Non-Inverter টাপের Air Conditioner ফলে বিদ্যুৎ খরচ একটু বেশি হবে।

- WSI-BEVELYN-18C:
এই মডেলের এসিটি অন্যান্য এসিগুলোর দাম থেকে তুলনামূলক একটু কম। প্রিয় পাঠ আপনি যদি এই মডেলের এসিটি ক্রয় করেন তাহলে ১০ বছরের কম্প্রেসার গ্যারান্টি, ১ বছরের ফ্রি সার্ভিস সুবিধা পাবেন। সেই সাথে এই ১ বছরের রিপ্লেসমেন্ট এর সুবিধা দেওয়া হবে।
এই এসিটিও 4D Air Flow ফানশনাল হওয়ায় খুব অল্প সময়ে ঘরকে কুল করে দেয়। এছাড়াও এই মডেলটি Intelligent Inverter টাপের Air Conditioner হওয়ায় বিদ্যুৎ খরচ অনেক কম আসবে। প্রিয় পাঠক আপনার যদি মাঝারি টাইপের রুম হয় তাহলে নিশ্চিন্তে এই মডেলটি ক্রয় করতে পারেন। এক্ষেত্রে এই ওয়ালটন এসির দাম হবে 63,000 টাকার মত।
- WSI-INVERNA (SUPERSAVER)-18C:
প্রিয় পাঠক আপনি যদি ওয়ালটনের সুপার সেভার এসি ক্রয় করার চিন্তা করে থাকে তাহলে এই মডেলটি আপনার জন্য। এছাড়াও এই মডেলটি এক্সচঞ্জ প্রাইজের মাধ্যমে ক্রয় করা যাবে। আপনি যদি এই মডেলের এসি ক্রয় করে তাহলে ১০ বছরের কম্প্রেসার গ্যারান্টি, ১ বছরের রিপ্লেসমেন্ট সুযোগ সুবিধা পাবেন।
এই এসিটির কুলিং ক্যাপাসিটি 5275 Watts (18000 BTU/hr) হওয়ায় খুব দ্রুত রুমকে কুল করতে সক্ষম। প্রিয় পাঠক এই মডেলের ওয়াটনের এসির দাম হবে 72,000 টাকার মত। এছাড়াও আপনি যদি এক্সচেঞ্জ প্রাইজে এই এসি কিনতে চান তাহলে এই Walton ac 1.5 ton price হবে 57,600 টাকার মত।
- WSI-RIVERINE-18CH [SMART]:
এই মডেলের Walton ac 1.5 ton price সবচেয়ে বেশি। এই মডেলটির অন্যতম সুবিধা হচ্ছে এর Heating & Cooling ক্যাপাসিটি রয়েছে। এর Heating & Cooling ক্যাপসিটির জন্য এই মডেলটির দাম একটু বেশি। প্রিয় পাঠক আপনি যদি এই এসিটি ক্রয় করতে চান তাহলে 75,000 টাকার মত লাগবে। এছাড়াও এই এসিটি এক্সচেঞ্জ প্রাইজেও ক্রয় করতে পারবেন।
আপনি যদি এক্সচেঞ্জ প্রাইজে এই এসিটি ক্রয় করতে চান তাহলে এই মডেলের ওয়ালটন এসির দাম 60,000 টাকার মত লাগবে। এই এসিটি ক্রয় করলে ১০ বছরের কম্প্রেসার গ্যারান্টি, ১ বছরের ফ্রি সার্ভিস সুবিধা পাবেন। সেই সাথে এই ১ বছরের রিপ্লেসমেন্ট এর সুবিধা দেওয়া হবে।
ওয়ালটন ২ টন এসির দাম | Walton ac 2 ton price
সাধারনত মসজিদ কিংবা একটু বড় সাইজের রুমগুলোর জন্য ২ টন ওজনের জন্য এসির প্রয়োজন হয়। প্রিয় পাঠক আপনারা যারা ড্রয়িং রুমের জন্য এসি ক্রয় করার জন্য চিন্তা করতেছেন তাদের জন্য ২ টন ওজনের এসিটি কার্যকরী হবে।
Walton ac 2 ton price সাধারন এসিগুলি থেকে একটু বেশি হয়ে থাকে। তবে বাজারে বিভিন্ন মডেল এবং প্রাইজের ভিন্নতা থাকায় আপনি আপনার পছন্দের এসি ক্রয় করতে পারবেন। আজকের আর্টিকেলটিতে কিছু কমদামে সেরা ওয়ালটন এসির তালিকা করেছি। আশা করি এই তালিকা থেকে আপনার পছন্দের ২ টন ওজনের এসিটি ক্রয় করতে পারবেন।
- WSN-VENTURI-24B:

ওয়ালটন কোম্পানির ২ টন ওজনের এই মডেলটির প্রাইজ অনেক কম। প্রিয় আপনারা যারা মিড লেভেলের প্রাইজে ২ টন ওজনের এসি ক্রয় করতে চান তাদের জন্য এই এসিটি পার্ফেট হবে। এই মডেলের এসিটি নন ইভার্টার টাইপের এসি। এর কুলিং রেট প্রতি ঘন্টায় 24000 BTU । এর ফলে অতি দ্রুত সময়ে আপনার ড্রায়িং রুমটি কুল হয়ে যাবে।
এছাড়াও এই এসিতে Rotary (Fixed Speed) টাইপের কম্পেসার ব্যবহার করা হয়েছে। প্রিয় পাঠক আপনি যদি এই এসিটি ক্রয় করেন তাহলে ১০ বছরের কম্প্রেসার গ্যারান্টি, ১ বছরের ফ্রি সার্ভিস সুবিধা পাবেন। সেই সাথে এই ১ বছরের রিপ্লেসমেন্ট এর সুবিধা পাবেন। বর্তমান বাজারে এই মডেলের ওয়ালটন এসির দাম হবে 56,900 টাকার মত। এছাড়াও আপনি এই মডেলটি এক্সচেঞ্জ প্রাইজের মাধ্যমেও ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে Walton ac 2 ton price অনেকটাই কম লাগবে।
- WSI-VENTURI-24C:
প্রিয় পাঠক আপনারা যারা Twinfold Inverter টাইপের এয়ার কন্ডিশনার কিনতে চান এই মডেলটি তাদের জন্য। এই মডেলটিতে Twinfold Inverter যা Dual Rotary (Inverter) কম্প্রেসার নামে পরিচিত। এর ফলে অতি দ্রুত সময়ে আপনার ঘরকে কুল করে দিতে সক্ষম। বর্তমানে এই মডেলের ওয়ালটন এসির দাম 74,900 টাকার মত। আপনি চাইলে এই এসিটি কিস্তিতেও কয় করতে পারবেন। এক্ষেত্রে Walton ac 2 ton price ৮% অতিরিক্ত বৃদ্ধি বেশি হবে।

- WSI-KRYSTALINE-24H [SMART PLASMA]:
ওয়ালটন কোম্পানির ২ টন ওজনের এসিগুলির মধ্যে এই মডেলের প্রাইজ সবচেয়ে বেশি। এর প্রাইজ বেশি থাকলেও এর ফিচারগুলি আপনাকে আলাদা সুযোগ সুবিধা দিবে। এর কুলিং ক্যাপাসিটি অনেক বেশি হওয়ায় অল্প সময়ে রুমকে ঠান্ডা করে দেয়। আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে এই মডেলের এসিটি ক্রয় করতে পারেন। বর্তমানে এই মডেলের ওয়ালটন এসির দাম 88,900 টাকা।
প্রিয় পাঠক আপনি যদি এই এসিটি ক্রয় করেন তাহলে ১০ বছরের কম্প্রেসার গ্যারান্টি, ১ বছরের ফ্রি সার্ভিস এবং ১ বছরের রিপ্লেসমেন্ট এর সুবিধা পাবেন। এর এয়ার কন্ডিশন টাইপ Twinfold Inverter হওয়ায় এর কম্প্রেসার অনেক ভাল। এই মডেলটির Walton ac 2 ton price একটু বেশি হলেও কোয়ালিটির দিক দিয়ে সেরা।
Walton AC Price In Bangladesh
ওয়ালটন এসি বাংলাদেশের একটি নিজস্ব পন্য। তাই দেশের বিভিন্ন শহরগুলিতে এর দাম একই থাকবে। প্রিয় পাঠক আপনি যদি ওয়ালটনের এসি কিনতে চান তাহলে ওয়ালটনের যে কোন শোরুম থেকেই ক্রয় করতে পারবেন। ওয়ালটন এসির দাম নিয়ে চিন্তা করার কারণ নেই। আপনি ওয়েবসাইটের মাধ্যমে এর সঠিক দাম জানতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে Walton AC Price In Bangladesh জানতে https://waltonbd.com/split-ac এই সাইটি ভিজিট করুন।

ওয়ালটন এসির বিদ্যুৎ খরচ কমানোর উপায়
প্রিয় পাঠক আপনার এসির বিদ্যুৎ খরচ নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। আপনি দিনে কতক্ষণ এসি ব্যবহার করছেন এর উপর এসির বিদ্যুৎ খরচ অনেকটাই নির্ভর করবে। মাসের প্রতিদিন অধিক সময় ধরে এসি ব্যবহার করলে খরচের পরিমাণ বেড়ে যাবে। আবার এসি চালনোর সময় রুমের দরজা, জানালা খোলা রাখলেও রুম কুল হতে অনেক সময় লাগবে। এর ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যাবে।
আপনি যদি এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই বিদ্যুৎ খরচ কমানো সম্ভব। বিদ্যুৎ খরচ কমানোর জন্য ভাল মানের এসি পছন্দ করতে হবে। ওয়ালটন এসির দাম ও মান ভাল থাকায় এই ব্রান্ডের এসি ক্রয় করতে পারেন। এসি চালনোর সময় রুমের দরজা, জানালা বন্ধ রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও অপ্রয়োজনে এসি ব্যবহার করা থেকে বিরত থাকতে পারলেই এসির বিদ্যুৎ খরচ কমানো সহজ হবে।
পরিশেষে,
এসি প্রযুক্তির অন্যতম আবিষ্কার। দৈনন্দিন জীবনকে উপভোগ্য করে তোলতে এসির ভূমিকা অপরিসীম। প্রিয় পাঠক ওয়ালটন এসির দাম ও বিদ্যুৎ খরচ কম থাকায় সহজেই ব্যবহার করতে পারবেন। কিন্তু এসি ব্যবহারে পরিবেশে এর কিছু খারাপ প্রভাব রয়েছে। এসি থেকে সিএফসি গ্যাস নির্গত হয়। যা বায়ুমন্ডলের উপর বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে থাকে। তাই অপ্রয়োজনে এসির ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।